spot_img
More
  Homeশিশু শিল্পীসুভাষ চন্দ্র বোস চরিত্রে অঙ্কিত মজুমদার

  সুভাষ চন্দ্র বোস চরিত্রে অঙ্কিত মজুমদার

  অঙ্কিত মজুমদার
  অঙ্কিত মজুমদার

  অঙ্কিত মজুমদার ন্যাশনাল জেমস হায়ার সেকেন্ডারী স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র। অঙ্কিত জানাচ্ছে, টিভিতে নেতাজি আসছে এই বিজ্ঞাপনটা দেখে সে। তার কিছুদিন পরেই অডিশনের জন্য অঙ্কিতের বাবাকে ফোন করা হয় প্রযোজনা সংস্থার তরফে। অনেক ছোট ছোট ছেলের সঙ্গে অডিশন দেয় সে। তাদের মধ্য়ে থেকেই অঙ্কিত মজুমদারকে ক্ষুদে সুভাষের চরিত্রের জন্য বেছে নেওয়া হয়। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য নেতাজির সম্পর্কে বিভিন্ন বিষয় পড়াশোনাও করতে হয়েছে অঙ্কিতকে। নেতাজিকে নিয়ে বিভিন্ন প্রশ্নের সঠিক জবাবও দিল সে।

  Netaji%2BSuvash
  অঙ্কিত মজুমদার

  অভিনয়ের পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে অঙ্কিত মজুমদার। শ্যুটিংয়ের ফাঁকে সেটের মধ্যেই ছবি আঁকে সে। বড় দাদাদের সঙ্গে মজাও করে। ধারাবাহিকের পরিচালক সুমন দাস অঙ্কিত সহ এই সমস্ত ক্ষুদেদের কীভাবে সামলান সেকথা শেয়ার করেন তিনি। অঙ্কিত খুব আলু খেতে পছন্দ করে। তাকে যখন বলা হলো মনে করো তোমাকে ভাতের বদলে এক থালা আলু দেওয়া হলো তুমি খেতে পারবে? সে হাসি মুখে জানালো অবশ্যই পারবো। এক সেকেন্ডেই শেষ করে দেবো।

  ছোটদেরবন্ধু
  ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
  সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
  RELATED ARTICLES

  Most Popular