spot_img
More
    Homeশিশু শিল্পীক্ষুদে অভিনেতাদের পারিশ্রমিক কত টাকা

    ক্ষুদে অভিনেতাদের পারিশ্রমিক কত টাকা

    অভিনেতার পারিশ্রমিকের ব্যাপারে যেরকম সচেতন সেরকম কিন্তু ক্ষুদে অভিনেতারাও। তারা ক্ষুদে বলে কিন্তু তাচ্ছিল্য করা যাবে না। কারণ তারাও কিন্তু ভাল পারিশ্রমিক আদায় করে যা শুনলে অবাক হয়ে যাবেন। উচ্চ পর্যায়ে পারিশ্রমিক নেয়া কয়েক জন শিশু অভিনেতার বিস্তারিত দেয়া হল।

    Netaji%2BSuvash
    অঙ্কিত মজুমদার

    দার্শিল সাফারি

    Related image


    মিষ্টার পারফেকশনিষ্ট খ্যাত আমির খানের ‘তারে জমিন পার’ ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু। শিশু অভিনেতাদের জন্য ভাল পারিশ্রমিকের ট্রেন্ডটা চালু করেছিল দার্শিলই। ২০১০ সালে বামবাম বোলের সিনেমায় অভিনয়ের জন্য দার্শিল সাফারি ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিল।আমরা অবশ্য জানিনা তারেজামিন পারের মত অসাধারণ সিনেমার জন্য সে কতটাকা পেয়েছিল।

    হর্ষ মায়ের

    Related image


    ২০১১ সাল। ভারতের প্রেসিডেন্ট আবদুল কালামের জীবনীর উপর একটি সিনেমা নির্মিত হয়েছিল সেই সিনেমার নাম ছিলো ‘আই অ্যাম কালাম’। সেই সিনেমায় নিজেকে কালাম দাবী করা ছোট্ট ছেলেটি হর্ষ মায়ের।সর্বচ্চো পারিশ্রমিক নেওয়া শিশু অভিনেতার তালিকায় সেও আছে। মাত্র ২১ দিন তাকে শুটিং করতে হয়েছিল ছবিটির জন্য। আর তাকে পারিশ্রমিক দেওয়া হয়েছিল ১ লক্ষ টাকা।

    হর্শালি মালহোত্র

    Related image


    ২০১৫ সালের সবচেয়ে হিট ছবি ছিল ‘বজরঙ্গি ভাইজান’। পুরো ছবি জুড়ে যে সবচেয়ে বেশি চর্চিত, সে ছিল হার্শালি। মুন্নি-র চরিত্রে অভিনয় করে হার্শালি ব্যাগে ভরেছিল ১০ লক্ষ টাকা।তোমরা জেনে অবাক হবে দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরি করে অনেকে ৫ বছরেও ১০ লক্ষ টাকা আয় করতে পারে না সেখানে স্কুলে ভর্তি হওয়ার সাথে সাথেই এক সিনেমা থেকেই হার্শালি দশ লক্ষ টাকা আয় করে।

    baby-actor
    হারশালি এবং দার্শিল সাফারীর সাথে অন্যান্য

    দিয়া চালওয়াদ

    Related image
    দিয়া চালওয়াদ


    জন আব্রাহামের অ্যাকশন ছবি ‘রকি হ্যান্ডসম’-এ অভিনয় করে বেশ নজর কাড়ে দিয়া চালওয়াদ। শুটিংয়ের সময় দিয়া চালওয়াদ পারিশ্রমিক কত ছিল জানো? প্রতি দিনের শ্যুটিং এর জন্য সে ২৫ হাজার টাকা নিয়েছিল। ছবিটির অভিনয় চলেছিল এক মাসেরও বেশি সময় ধরে। ছবির জন্য মোট কত টাকা দিয়া পেয়েছিল তার একটা ধারণা বোধহয় পেয়েই গেলে এর থেকে।

    https://2.bp.blogspot.com/-NJFnn2NUp_o/XH_Zsl0TMrI/AAAAAAAAELU/TZVkRPkEdzc1fWOo5dLZMiKNQgURzE2YgCLcBGAs/s640/452..jpg
    নেতাজি সুভাস চন্দ্র বোস চরিত্রে অঙ্কিত মজুমদার
    তাইফ
    তাওহীদুল ইসলাম তাইফ

    বিজ্ঞাপন এবং নাটকে প্রিয় মুখ তাইফ। পুরো নাম তাওহীদুল ইসলাম তাইফ।সেও কিন্তু কম খ্যাতিমান নয়। হলিউড বা বলিউড হলে তার পারিশ্রমিকও আকাশ ছোয়া হতো। তোমার কেউ যদি তাইফকে দিয়ে অভিনয় করাতে চাও তবে প্রতিটি নাটকের জন্য তাকে ১৫ থেকে ২৫ হাজার টাকা দিলেই চলবে। আর টেলিভিশন বিজ্ঞাপনের জন্য প্রতিটিতে ২০ হাজার টাকা দিলেই হবে। নিশ্চই এখন মনে হচ্ছে ইস পড়াশোনার পাশাপাশি অভিনয়টা করলে বেশ হতো।তা অবশ্য ঠিকই বলেছো। আমারও মনে হয় যদি অভিনেতা হতাম!

    জাজাফী

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular