spot_img
More
    Homeসাহিত্যকবিতাপ্রকৃত শিক্ষা

    প্রকৃত শিক্ষা

    কবিঃ  তানভীর কবির সোহান 

    আমি হতে চাই না সেই বিদ্যার সাগর-
    যেখানে ভরা আছে মুখস্ত নামের,
    আজগুবি গৌরব।

    শিখতে চাই আমি বড়দের নীতি,
    প্রতিরোধ করব আমি ভন্ডের দূর্নীতি।
    চিরচেনা সবুজের তরে-
    বিলিয়ে দেব আমি,
    শুধুই আমারে।

    থাকব আমি স্বদেশের পাশে,
    সাহসী এক বীরের বেশে।
    যেমনি এক শহীদ ভাই,
    যুদ্ধে লড়ে জীবন বিলায়।
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular