মাগো,তুমি চিন্তা করো না ;
আমি তাড়াতাড়ি ফিরে আসবো,
মাগো,তুমি মন খারাপ করো না;
আমি ছুটি পেলেই দৌঁড়ে আসব।
জানো তো মা,
তোমার কথা ভীষণ মনে পরে।
তোমার কাছে ছুটে যেতে ;
বড় ইচ্ছে করে।
কিন্তু কি করি বলো?
কাজের চাপে আটকে আছি,
যাই কেমন করে!
তোমার আমার ত্যাগের জন্য
নিঃচিন্ত এই শহর।
আছি এই ধৈয্য নিয়ে
জানি কেটে যাবে এ প্রহর।
মাগো,তুমি মন খারাপ করোনা,
এইত আমি এলাম বলে,
একটু করো সবুর।
এ বেলাটা কেটে গেলেই
পথ নয় বহুদূর।
এইতো মা আর কটা দিন
বেলা গুলো গুনো
জানি তুমি চেয়ে আছো পথ
চাতক পাখির মতো।
ভাল করেই জানি আমি
সময় তোমার কাটছে না আর।
ব্যাকুল তুমি ভারি,
তোমার কোলেও আসব ফিরে
যেমন রুপেই পারি।
প্রতিশ্রুতি দিলাম তোমায়,
হবেনা তার খেলাফ।
শেষ বেলাতে আসব আমি,
বিলম্ব করো মাফ।
আরো পড়তে পারেন:
Comments are closed.