অনুষ্ঠানের আয়োজনে অনেক সময় আমাদের ক্রেষ্ট লাগে।তখন ঘুরে ফিরে মাথায় প্রশ্ন আসে ক্রেষ্ট বানাতে চাই,সেরা ক্রেষ্ট কারা তৈরি করে? এ ক্ষেত্রে আরো প্রশ্ন থাকে শুধু সেরা হলেই চলবে না ভালো মানের ক্রেষ্টের পাশাপাশি দামও কিছুটা কম হতে হবে। তাহলে কাদের সাথে যোগাযোগ করবো? আমাদের এবারের ভাবনায় এ বিষয়টি তুলে ধরতে চেষ্টা করছি।

ক্রেষ্ট ওয়ার্ল্ড বর্তমানে অনলাইনে ক্রেষ্ট অর্ডার দেওয়ার সব থেকে সেরা মাধ্যম। এটি Teenagers এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।দেশের বড় বড় প্রতিষ্ঠানের ক্রেষ্ট করে বেশ সুনাম অর্জন করেছে। সেরা মানের ক্রেষ্ট,দাম কম ক্রেষ্ট,মানসম্মত ক্রেষ্ট,আকর্ষনীয় ক্রেষ্ট তৈরিতে এরাই এগিয়ে।
