
পাবনা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট এসোসিয়েশনের সপ্তম পুর্নমিলনী অনুষ্ঠিত হলো। নানা আয়োজনে এক্সক্যাডেটরা এই দিনটিকে উদযাপন করে থাকে।

এপেক তথা এসোসিয়েশন অব পাবনা এক্স ক্যাডেট এর সপ্তম পুনঃর্মিলনী অনুষ্ঠিত হলো। জানুয়ারির ১৭ থেকে ১৯ এই আয়োজন ছিলো চমকপ্রদ। এ উপলক্ষ্যে একাডেমীক ভবন আলোক সজ্জা করা হয়েছিল।পাবনা ক্যাডেট কলেজ বাংলাদেশের অন্যতম সেরা ক্যাডেট কলেজ।প্রতি বছর এই কলেজ থেকে এসএসসি এবং এইচএসসিতে ভালোফলাফল করে থাকে।





