
ক্রসকান্ট্রি রেস ক্যাডেটদের জন্য একটি বড় ধরনের প্রতিযোগিতা। এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে ধৈর্য সাহসিকতা,মানসিক দক্ষতা এবং লেগে থাকার মানসিকতার পরীক্ষা হয়ে থাকে। ক্রসকান্ট্রি রেসকে বাংলায় গ্রামান্তর দৌড়ও বলা হয়ে থাকে। সম্প্রতি ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃহাউস গ্রামান্তর দৌড় তথা ক্রসকান্ট্রি রেস অনুষ্ঠিত হয়েছে। এবার লাল দুর্গের বিজয় পতাকা উড়েছে। হুনাইয়ন হাউস তথা লাল হাউজ চ্যাম্পিয়নের মুকুট পরেছে।




আরও পড়ুনঃ