স্বপ্ন বালক। কৈশোরে আমরা সবাই-ই কম বেশি কল্পনার জগতে ঘুরে বেড়াতাম। যখন আমরা সাধারন জগতে থেকেও কল্পনায় সাজাতাম অবাস্তব এক জগত৷ কৈশোরের সেই ফ্যান্টাসির অনুভূতি পুনরায় জাগিয়ে তোলে আহসান হাবীব এর স্বপ্ন বালক বইটি।
রাব্বি নামের ফেল্টুস ছেলেটি কেমন করে যেন ঢুকে পড়ে বাস্তব আর পরাবাস্তবের মিশেলে তৈরি অদ্ভুত এক চক্রের মাঝে।
হঠাৎ করেই এমন কিছু ঘটনার সম্মুখীন হয় সে যা তাকে ভাবিয়ে তোলে জীবন এত রহস্যময় কেন? রাব্বির সাথে এক রহস্যময় এবং পরাবাস্তব অভিযানে পাঠককে নিয়ে যাবে স্বপ্ন বালক বইটি।
তবে বইটি পড়ার পর পাঠকের কাছে একটাই পরামর্শ থাকবে, বড় কোন ঝাকড়া গাছের নিচে ছাপড়ার মত ঘরে কোনো সাধু আপনাকে “ছায়া” দিতে চাইলে ভুলেও নেবেন না কিন্তু!!