
আর্য মেঘদূত বাংলাদেশী শিশু শিল্পী,আকিয়ে।মঞ্চে দারুণ অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে।সম্ভবত খুব কম পরিবার আছে আর্য মেঘদূতের পরিবারের মত কেননা এই পরিবারের তিনজন সদস্যই মঞ্চে অভিনয় করেন।তিনজনের বাকি দুজন আর্য মেঘদূতের বাবা নাট্যকার,কবি অভিনেতা আসাদুল ইসলাম এবং মা অভিনেত্রী সোনিয়া হাসান।
অভিনয় জীবনে তার সব থেকে সেরা কর্ম “নদ্দিউ নতিম“। অভিনয়ের পাশাপাশি মেঘদূত উপস্থাপনার কাজও করে থাকে। ২০১৯ সালের ২৫ এবং ২৬ জানুয়ারি ঢাকার কলাবাগন মাঠে “ফার্ম ফ্রেশ চিলড্রেন্স ডে” তে মেঘদূত উপস্থাপনা করছে।তার মুখের মিষ্টি হাসি এবং সুন্দর ও নান্দনিক উচ্চারণ উপস্থিত দর্শকদের বিমোহিত করে রাখে।
নদ্দিউ নতিমে মেঘদূতের অভিনয় মঞ্চে মেঘদূত আর্য মেঘদূত মঞ্চে উপস্থাপকের ভূমিকায় মেঘদূত বিখ্যাত লেখক আনিসুল হকের সাথে মেঘদূত