spot_img
More
    Homeকিশোর কিশোরী সংবাদফার্ম ফ্রেশ চিলড্রেন্স ডে-২০১৯

    ফার্ম ফ্রেশ চিলড্রেন্স ডে-২০১৯

    শিশুদের জন্য একটি উৎসব হোক এটা আমরা সব সময় চাই কিন্তু খুব কম মানুষই এটি নিয়ে কাজ করি।এবার রাজধানী ঢাকার কলাবাগান মাঠে ফার্মফ্রেশ শিশুদের একটি উৎসবের আয়োজন করে দারুন সুচনা করেছে।দুইদিন ব্যাপী এই উৎসবের নাম দেওয়া হয়েছে ফার্মফ্রেশ চিলড্রেন্স ডে-২০১৯। ২৫ জানুয়ারি ২০১৯ সকালে প্রখ্যাত লেখক আনিসুল হকের উপস্থিতিতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পরিবার সহ অনেক বাবা মা তাদের শিশু কিশোরদের নিয়ে এসেছে। দুই দিন ব্যাপী এই উৎসবে থাকছে নানা আয়োজন। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে আছে দুই ক্ষুদে বন্ধু প্রথম ও মেঘদূত।

    Image may contain: 1 person, standing
    মঞ্চে আনিসুল হক ও ছোট্ট বন্ধুরা

    পুরো মাঠ ঘুরে ঘুরে চলছে ছোট্ট বন্ধুদের নানা আয়োজন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে খুদে উপস্থাপক প্রথম ও মেঘদূত।

    Image may contain: 5 people, people smiling, people standing and outdoor
    কর্ডলেস হাতে দুই উপস্থাপক


    No photo description available.
    অনুষ্ঠানের লিস্ট
    No photo description available.
    অনুষ্ঠান সূচী

    এই প্রথম কোন একটি উৎসবে নামাজের জন্যও লিষ্টে স্থান হয়েছে।কুরআন তিলাওয়াত আছে এটিও দারুন ব্যাপার।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular