spot_img
More
    Homeছোট থেকেই যারা বিখ্যাতবিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টারের বয়স মাত্র ১২ বছর

    বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টারের বয়স মাত্র ১২ বছর

    বয়স মাত্র ১২ বছর ১০ মাস ১৩ দিন। আর এই বয়সেই দাবায় গ্র্যান্ডমাস্টার হয়ে গেল চেন্নাইয়ের প্রজ্ঞানানন্দ। শুধু তাই নয়, প্রজ্ঞানানন্দ বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার।

    প্রজ্ঞানান্দ
    ১৯৯০ সালে ইউক্রেনের সের্জে কারাজকিন ১২ বছর সাত মাস বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিল। তিনি বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার। সের্জে কারাজকিনের চেয়ে মাত্র তিন মাস বয়স বেশি প্রজ্ঞানানন্দের।
    এই মুহূর্তে ইতালির অর্টিসেইয়ে গ্রেডিনে ওপেন খেলছে প্রজ্ঞানানন্দ। শনিবার সেখানে অষ্টম রাউন্ডে ইতালির গ্র্যান্ডমাস্টার লুকা মোরোনি জুনিয়রকে হারায় সে।  নেদারল্যান্ডসের ২৫১৪ রেটিংয়ের প্রুইজসার্সের সঙ্গে ড্র করার পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয় প্রজ্ঞানানন্দ।
    প্রজ্ঞানান্দ
    ২০১৭ সালে ওয়ার্ল্ড জুনিয়র্সে প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিল সে। গ্রিসে এক রাউন্ড-রবিন প্রতিযোগিতায় পেয়েছিল দ্বিতীয় নর্ম। এখন ২৫০০ রেটিং পেরিয়ে গেল সে।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    17 COMMENTS

    Comments are closed.

    Most Popular