প্রিয় বন্ধুরা,
বাংলাদেশে তোমাদের যে কোন বয়সীর জন্য স্কুল প্রতিনিধি হিসেবে সাংবাদিক হওয়ার সুযোগ নিয়ে এসেছে ছোটদেরবন্ধু। এই অনলাইন পোর্টালটি মুলত তোমাদের সবার।তুমি তোমার স্কুলের যে কোন সংবাদ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো।
স্কুল-কলেজের বার্ষিক অনুষ্ঠান, পরীক্ষা বিষয়ক তথ্য, রুটিন ইত্যাদি আমরা গুরুত্ব সহকারে প্রকাশ করবো। তবে সে ক্ষেত্রে সাংবাদিকের পরিচয় নিশ্চিত করতে হবে এবং তার জন্য তোমার নাম, মোবাইল নাম্বার, আইডি কার্ডের ছবি পাঠাতে হবে। আমরা কেবল মাত্র তোমার নাম প্রকাশ করবো এবং অন্যান্য তথ্য অবশ্যই গোপন রাখা হবে।
লেখা পাঠানোর সময় অবশ্যই মেইল এর Subject অংশে “স্কুল প্রতিনিধি” উল্লেখ করতে হবে।
তাহলে বন্ধুরা ঝটপট লেগে যাও তোমার প্রথম সংবাদ পাঠাও আমাদের ঠিকানায়। ইমেইল করো chotoderbond[email protected] এ।
নিচের ফর্মটি পুরন করো।[formidable id=”2″]
Comments are closed.