spot_img
More
    Homeইচ্ছেপুরণচাওয়ার মত করে চাইলে সব পাওয়া যায়,যেমন পেয়েছে লুকা নামের ছোট্ট ছেলেটি

    চাওয়ার মত করে চাইলে সব পাওয়া যায়,যেমন পেয়েছে লুকা নামের ছোট্ট ছেলেটি

    ‘আর্সেন, দয়া করে আপনার টাই কি আমি পেতে পারি?’প্ল্যাকার্ডে এই আর্তি লিখে এমিরেটস স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে ছিল ছেলেটি। আর্সেন ওয়েঙ্গারের নজর এড়ায়নি। ল্যাপ অব অনারের সময় নিজের লাল টাইটা তিনি হাসিমুখেই তুলে দেন ছেলেটির হাতে। তাঁর নাম লুকা ইকার্তি। সাত বছর বয়সেই সে ওয়েঙ্গারের বড় ভক্ত। রোববার হ্যাম্পশায়ার থেকে তাই ছুটে এসেছিল আর্সেনালের ঘরের মাঠে ওয়েঙ্গারকে শেষবারের মতো কোচ হিসেবে দেখতে।

    প্লাকার্ড হাতে লুকা

    মৌসুম শেষেই আর্সেনালে ২২ বছরের রাজত্ব শেষ হবে ওয়েঙ্গারের। আগামী মৌসুম থেকে তিনি আর দলটির কোচ থাকছেন না। ফরাসি এ কোচের স্মৃতি ধরে রাখতে তাঁর টাই চেয়েছিলেন আর্সেনাল-ভক্ত লুকা। কিন্তু মহার্ঘ সেই টাই পাওয়ার পর থেকেই লুকার পরিবারে ঝামেলার শেষ নেই! অনলাইনে একের পর এক অনুরোধ আসছে, টাই-টা বেচে দাও? কত হলে বেচবে? এক ব্যক্তি তো ১ হাজার পাউন্ড (১ লাখ ১৪ হাজার ৮১৩ টাকা প্রায়) পর্যন্ত দাম বলেছেন!

    আর্সেন ওয়েঙ্গার লুকাকে নিজ হাতে টাই তুলে দিচ্ছেন

    লুকার বাবা রোক্কো এ নিয়ে বলেন, ‘অনেক প্রস্তাব পেয়েছি। একজন তো ১০০০ পাউন্ড দাম বলেছে। কিন্তু আমাদের আগ্রহ নেই। বিষয়টা টাকার নয়, এটা (টাই) দারুণ এক টুকরো ইতিহাস, এক জীবনে এমন উপহার পাওয়া একবারই মেলে! আমরা এটা সংরক্ষণ করব। এই টাই লুকার শোয়ার ঘরে টাঙিয়ে রাখা হবে।’
    প্রিয় কোচের টাই উপহার পাওয়ার পর লুকার অভিব্যক্তিও জানিয়েছেন তার বাবা, ‘লুকা যা পেয়েছে, হয়তো তার মর্ম পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু সেদিন ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সে দারুণ উত্তেজিত। যেন মিলিয়ন পাউন্ড মূল্যের উপহার পেয়েছে! সে এটা পরে স্কুলে যেতে চায় কিন্তু সেটি হচ্ছে না।’

    ওয়েঙ্গারকে ধন্যবাদ জানাতে ভুলেনি লুকা নামের ছেলেটি
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    16 COMMENTS

    Comments are closed.

    Most Popular