spot_img
More
    Homeবাবা মায়ের ডায়েরিজীবনচক্রের অমোঘ সত্য।

    জীবনচক্রের অমোঘ সত্য।

    একটা বাচ্চার বড় হতে থাকার প্রক্রিয়াটা বিস্ময়ের। তার চাহনি, মুখভঙ্গি, হাসি, জড়িয়ে ধরা, আঁকড়ে থাকা- খুব অদ্ভূত। জীবনের দিকে তাড়িত করার জন্য, পৃথিবীকে উপলদ্ধি করার জন্য যেসব মৌলিক অনুভূতির আছে, তার অন্যতম হলো সন্তানের বেড়ে ওঠার অভিজ্ঞতাকে প্রত্যক্ষ করা। গহীন বড় হচ্ছে, এই অভিজ্ঞতা আমাকে পৃথিবীর দিকে ফেরাতে সাহায্য করেছে প্রবলভাবে। এখন দেখি সে তার ক্লাসের বন্ধুদের সঙ্গে উচ্ছ্বসিত ভঙ্গিতে ছবি ওঠাচ্ছে; আমি বা তার মা সঙ্গে নাই- এটাও আশ্চর্যের। এভাবে অনেক অনেক আশ্চর্য উপহার দিয়ে একটা শিশু বড় হবে। আর প্রবাহিত হতে থাকবে জীবনচক্রের অমোঘ সত্য। গহীন আরো বড় হয়ে উঠুক। সে আগামী বছর ক্লাস ওয়ানে উঠে যাবে। এটাও কিন্তু বিস্ময়ের-ই!

    -ফারুক আহমেদ

    নোটিশঃ প্রিয় অভিভাবক, আপনিও চাইলে আপনার সন্তানকে নিয়ে লিখতে পারেন। আপনার লেখা এবং ছবি পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। [email protected] আমরা আপনার লেখা ও ছবি আগ্রহ সহকারে প্রকাশ করতে চাই।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular