হাতেকলমে শেখার আনন্দই আলাদা।ফাতিহা আয়াত সেটা নিয়মিত করে থাকে।স্কুলে শিক্ষকেরা যা পড়ায় আমরা অনেক সময় তা বুঝি আবার বুঝি না।বুঝলে আমরা সেটা নিয়ে আর ভাবি না আর না বুঝলে অনেক সময় বুঝতে জানতে চেষ্টাও করি না। ঠিক এই দিক থেকে ফাতিহা ব্যতীক্রম। সে প্রতিটি বিষয় নিয়ে পরীক্ষা করতে ভালোবাসে। এবার সে আমাদেরকে শেখাচ্ছে কিভাবে কার্বনডাইঅক্সাইড তৈরি করতে হয়।
ফাতিহা এবার কার্বনডাই অক্সাইড তৈরির কৌশল শেখাচ্ছে
RELATED ARTICLES
Comments are closed.