spot_img
More
    Homeশিশুতোষ চলচ্চিত্রশিশুতোষ চলচ্চিত্র পাথুরে ফুল

    শিশুতোষ চলচ্চিত্র পাথুরে ফুল

    তরুণ অভিনেতা, চিত্রনাট্যকার জামশেদ শামীম নির্মাণ করেছেন শিশুতোষ (স্বল্পদৈর্ঘ্য) চলচ্চিত্র ‘পাথুরে ফুল’। চলচ্চিত্রটি সমপর্কে জামশেদ শামীম বলেন, প্রত্যেক দম্পতির ভেতরে পছন্দের অমিল থাকতেই পারে। সংসার জীবনে হাজারটা ইস্যু নিয়ে কথা কাটাকাটি বা ঝগড়া হতে পারে। তবে এসব যেন তাদের সন্তানের সামনে না হয়। তাদের এই ছোট্ট অবহেলা বা অসচেতনতার কারণে সন্তান বা আগামী প্রজন্মের মানসিক অসুস্থতা বাড়তে পারে, ভুল কিছু শিক্ষায় বেড়ে উঠতে পারে। চলচ্চিত্রটিতে আমি এতটুকুই বলতে চেয়েছি যে, আপনারা সন্তানের সামনে ঝগড়া করবেন না, সন্তানকে ভুল ও অন্যায় কিছু শিখাবেন না। পাথুরে ফুল-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নীতি, শায়লা রহমান, রহিম সুমন, কাজী রাকিব, মুনিয়া, সেলজুক তারিক, লাবণ্য, স্বাধীন, সানী, সাবিনা, শতাব্দী রায় ও শুভ হায়াত সহ আরো অনেকে।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    16 COMMENTS

    Comments are closed.

    Most Popular