বর্তমান সময়ে ইউটিউবের কল্যানে আমরা অনেক প্রতিভাধর মানুষকে দেখতে পাই।আমরা বিস্মিত হই।সময়ের সেরা শিশু কন্ঠ শিল্পীদের মধ্যে যারা শীর্ষে রয়েছে
শিশু শিল্পীদের মধ্যে কারো কারো কন্ঠে যেন মুক্তা ঝরে। তেমনই সেরা কয়েকজন শিশু শিল্পীর কথা বলবো আমরা।



তুমি ছাড়া কেহ নাই’ শিরোনামের গান নিয়ে আবারও ভক্তদের সামনে আসছেন শিশু শিল্পী সুপ্তি। এর আগে ‘মন যদি’ গান গেয়ে বেশ প্রশংসিত হন সুপ্তী। এছাড়া তার গাওয়া গান ‘স্বাধীনতা, ও ‘আমি আমার গল্প’ গান দুটিও আলোচনায় আসে।

গত বছরের শেষের দিকে ইউটিউবের বাজনাবিডির চ্যানেলে প্রকাশিত হয় রোহিঙ্গাদের নিয়ে শিশুশিল্পী আতিকা রহমান মম’র ‘রোহিঙ্গা’ শীর্ষক গানের ভিডিও। দর্শক ও বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করে গানটি। এবার সেই গানটির জন্য ৩ মে বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমীতে বাংলার সংগীত আয়োজিত অনুষ্ঠানে সেরা শিশুশিল্পীর সম্মাননা পেল আতিকা রহমান মম। মম বর্তমানে ৭ম শ্রেণির ছাত্রী। বেশ ছোটবেলা থেকেই নিয়মিত গান করছেন শিশুশিল্পী মম। এ পর্যন্ত বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
Comments are closed.