spot_img
More
    Homeশিশু শিল্পীশ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে স্টার অ্যাওয়ার্ড পেলো আরিয়া অরিত্রা

    শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে স্টার অ্যাওয়ার্ড পেলো আরিয়া অরিত্রা

    প্রতিটি পুরস্কারই মানুষের ভালো কাজের স্বীকৃতি।আর সেটা যদি খুব অল্প বয়সে পাওয়া যায় তাহলে আনন্দের পরিমান আরও বেশি হয়।বর্তমান বাংলাদেশে শিশু অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যারা দর্শকদের মনে খুব সহজেই জায়গা করে নিয়েছে তাদের মধ্যে আরিয়া অরিত্রা অন্যতম। ওর অসাধারণ অভিনয় এবং মিষ্টি সংলাপ সবাই মুগ্ধ হয়ে দেখেএবং শোনে।

    Image may contain: 2 people, including Ariya Arittra, people smiling, people sitting
    পুরস্কার হাতে অরিত্রা

    গত ঈদে মাবরুর রশীদ বান্নার পরিচালনায় “আশ্রয়” নাটকটিতে অভিনয়ের জন্য এবার অরিত্রা শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে আরটিভি প্রদত্ত স্টার অ্যাওয়ার্ড পেয়েছে। সে একাধারে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। অরিত্রার এই পথচলা আরও সুন্দর হোক এবং সাফল্যের ধারা অব্যাহত থাকুক। ছোটদেরবন্ধুর পক্ষ থেকে অরিত্রাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    16 COMMENTS

    Comments are closed.

    Most Popular