প্রতিটি পুরস্কারই মানুষের ভালো কাজের স্বীকৃতি।আর সেটা যদি খুব অল্প বয়সে পাওয়া যায় তাহলে আনন্দের পরিমান আরও বেশি হয়।বর্তমান বাংলাদেশে শিশু অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যারা দর্শকদের মনে খুব সহজেই জায়গা করে নিয়েছে তাদের মধ্যে আরিয়া অরিত্রা অন্যতম। ওর অসাধারণ অভিনয় এবং মিষ্টি সংলাপ সবাই মুগ্ধ হয়ে দেখেএবং শোনে।

গত ঈদে মাবরুর রশীদ বান্নার পরিচালনায় “আশ্রয়” নাটকটিতে অভিনয়ের জন্য এবার অরিত্রা শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে আরটিভি প্রদত্ত স্টার অ্যাওয়ার্ড পেয়েছে। সে একাধারে দুটো অ্যাওয়ার্ড পেয়েছে। অরিত্রার এই পথচলা আরও সুন্দর হোক এবং সাফল্যের ধারা অব্যাহত থাকুক। ছোটদেরবন্ধুর পক্ষ থেকে অরিত্রাকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা।
Comments are closed.