spot_img
More
    Homeশিশু শিল্পীআনুশকা সেন

    আনুশকা সেন


    আনুশকা সেন

    আনুশকা সেন

    জন্মঃ ৪ আগষ্ট ২০০২।ঝারখন্ড,ভারত।

    নিকনেমঃ অনু।

    পিতাঃ অনিবার্ন সেন।

    মাতাঃ রাজরুপা সেন।

    পরিচিতিঃ

    ২০০২ সালের ৪ আগষ্ট ভারতের ঝারখন্ডে এক হিন্দু পরিবারে জন্ম হয় আনুশকা সেনের।পরিবারের লোকেরা তাকে আদর করে তার অভিনীত চরিত্র মেহের বলেও ডাকে।মুম্বাইয়ের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে সে পড়াশোনা করেছে।একটু বেড়ে ওঠার পর সে নৃত্যশিল্পী হিসেবেও নাম করতে শুরু করে। নতুন দিল্লির সৈমক ডেভার ডান্স একাডেমীতে সে নৃত্য শিখেছে।

    অভিনয় জীবনে সে সবাইকে দারুণ ভাবে মুগ্ধ করে চলেছে।এই বয়সেই সে সামাজিক যোগাযোগ সাইটে দারুন জনপ্রিয়।তার ফেসবুক পেজ ভ্যারিফায়েড হয়েছে এবং বর্তমানে ফলোয়ার আছে প্রায় ছয় লাখ মত।

    Image may contain: 1 person
    আনুশকা

    অভিনয় জীবনঃ

    আনুশকা সেন মূলত জনপ্রিয়তা অর্জন করেছে বাল বীর সিরিজে মেহের চরিত্রে অভিনয়ের মাধ্যমে।ইন্ডিয়ার সনি পিকচার্স নেটওয়ার্কে এই সিরিজটি চলেছে চার বছর।কিন্তু আনুশকা মূলত তার ক্যারিয়ার শুরুকরেছে একটি মিউজিক ভিডিও এলবামের মধ্য দিয়ে যেটি পরিচালনা করেছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা।

    No photo description available.
    মেহের চরিত্রে আনুশকা

    অভিনিত টিভি সিরিজ ও সিনেমা

    • বাল বীর
    • ইয়াহান মেইন ঘর ঘর খেলি।
    • ডেভন কি দেভ মহাদেভ।
    • ইন্টারনেট ওয়ালা লাভ।
    • ক্রেজি চাকড ফ্যামিলি।
    Image may contain: 2 people, people smiling, glasses and close-up
    আনুশকা ও ধনি

    আনুশকার ফেসবুক পেজ থেকে

    ভারতীয় ক্রিকেটার মহেন্দ্রসিং ধনির সাথে বেশ কিছু বিজ্ঞাপন করে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে।ওই বিজ্ঞাপনগুলিতে আনুশকা মহেন্দ্র সিং ধনির ভাইজি হিসেবে অভিনয় করেছে এবং দারুন বুদ্ধিমতী হিসেবে আত্মপ্রকাশ করেছে।

    বর্তমানে ১৬ বছর বয়সী আনুশকা দারুন ট্রেন্ডি এবং ফ্যাশন সচেতন।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular