আমার ভাষা আমার অহংকার প্রতিপাদ্য বুকে ধারণ করে হাটি হাটি পা পা করে বাংলা অলিম্পিয়াড পদার্পন করেছে অষ্টম বছরে।এই আটবছরের পথ চলায় অনেক কিছু করেছে অনেক কিছু অর্জন হয়েছে।ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে বাংলাভাষাকে জনপ্রিয় করে তোলা এবং বাংলা ভীতি দূর করাও এর অন্যতম উদ্দেশ্য। উত্তরা আবাসিক এলাকায় অবস্থিত আইটিএইচএস তথা ইন্টারন্যাশনাল তার্কিশ হোপ স্কুলে এবার আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড অনুষ্ঠিত হলো। এটি ছিলো এ আয়োজনের ৮ম বছর।
শিশু কিশোরদের জন্য অত্যন্ত চমৎকার একটি পত্রিকা কিশোর বাংলা যুক্ত ছিলো এ আয়োজনের সাথে।শিশু কিশোরদের উপযোগি গল্প কবিতা ফিচার এবং চমৎকার সব ছবি সহ প্রতিমাসে কিশোর বাংলা প্রকাশিত হচ্ছে। আহমেদ রিয়াজ এই পত্রিকার সাথে যুক্ত আছেন এবং আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াডের এবারের উৎসবে তিনি উপস্থিত থেকেছেন।
এ আয়োজনে ছিলো
- গান।
- কবিতা আবৃত্তি।
- রচনা লেখা।
- চিত্রাংকন।
- দলীয় নৃত্য।
- উপস্থিত বক্তৃতা।
বিজয়ী তালিকা দেখতে ক্লিক করুন এখানে। বিজয়ী তালিকা।
অলিম্পিয়াডে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত www.banglaolympiad.org ওয়েবসাইটের নিবন্ধন করার সুযোগ পেয়েছে। নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছি গত ৬ ডিসেম্বর থেকে।
প্রতিযোগিতার পর ২ মার্চ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল হোপ স্কুলের অধ্যক্ষ রোকসানা জারিন বলেন, ”ইংরেজি মাধ্যম স্কুল হলেও মাতৃভাষা বাংলায় যেন শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করতে পারে, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। শুধু আমাদের স্কুল নয়, সারা দেশের ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলগুলোকেও বাংলা চর্চায় যুক্ত করতে আমাদের এই আয়োজন।
সংবাদ সম্মেলনে স্কুলের শিক্ষক রকিবুল করিম, শারমিন শবনম, মিজানুর রহমান ও আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
Comments are closed.