গভীর জঙ্গলের মধ্য দিয়ে চলার সময় আমি অবাক হয়ে লক্ষ্য করলাম – গাছগুলো সব কোথায়!
চারিদিকে ঝোপঝাড়, এলোমেলো গাছগাছালি, তার ঠিক মাঝখানটায় একেবারে ফাঁকা! এখানে যে সব বড়বড় অশুথ, হিজল আর শিল গাছ গুলো ছিল, সব শুদ্ধ হাওয়া।কৃষ্ণচূড়া গাছগুলোও কেটে নেয়া হয়েছে।এত স্বর্গীয় রক্তিম গাছ কেউ কাটতে পারে আমার বিশ্বাস হয় না।সৌন্দর্যের প্রতি মানুষের কি কোনো দায়ভার নেই? পৃথিবীর যা কিছু সুন্দর সবকিছুই মানুষ নামক প্রাণীরা ধ্বংস করে দিচ্ছে একে একে।বিস্তীর্ন তৃণভূমিকে বানানো হয়েছে লোকালয়, কলকারখানা।খাল-নদী ভরাট করে চলছে দখলদারী।বিষাক্ত কার্বনে নষ্ট করে ফেলা হচ্ছে আবহাওয়া।বেহেশতের মত সুন্দর এই ধরনীকে নরকে করা হচ্ছে পরিণত।বিনিময়ে কী পাচ্ছি? কাড়ি কাড়ি টাকা, আকাশচুম্বি দালানকোঠা,সভ্যতা? শিল্প-বিপ্লব আর পূঁজিবাদের আড়ালে আমরা কখন যে পৃথিবীকে ধ্বংস করে চলেছি নিজেরাও জানি না।আসলে জানি, কিন্তু ক্ষনিকের লাভের আশায় না জানার ভান করে থাকি।অথচ মাতৃতুল্য পৃথিবী নষ্ট হলে আমরাও যে বাচবোনা, আমাদের প্রজন্ম যে থাকবে না, এটা কেউ ভাবতে চাইছে না।
বিষন্ন মনে জঙ্গলের গাছগাছালিহীন শুন্যতার দিকে তাকিয়ে আছি।এই শুন্যতা মানুষের অদূর ভবিষ্যতের শুন্যতার কথা ভাবায়।যেনো বলতে চাইছে- এখন না শুধরালে এক সময় আমার মতই মানুষের পরিণতি হবে।
জঙ্গলের এই ফাঁকা অংশে সবচেয়ে বেশি কাঠ দেয়া গাছগুলো ছিল।মেহগনি, শিল কড়ই, হিজল, অশুথ আরও নাম না জানা গাছ।তার মধ্যে কৃষ্ণচূড়া গাছগুলো ছিল আমারই হাতে লাগানো।তখন আমার বয়স সাড়ে চার কী পাঁচ হবে।একদিন সকালে লোকজনের হৈ হল্লায় ঘুম থেকে উঠে গেলাম।বাবার হাত ধরে উঠোন পেরিয়ে খোলা রাস্তায় এসেই দেখি জঙ্গলের গভীর থেকে কালো ধোয়া কুন্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে! আমাদের গ্রামের উত্তর দিকে চাষাবাদের জমি আর দক্ষিণে এই ঘন জঙ্গল।যেটা আমাদের পাড়ার একদমে ঠিক পেছনেই।জঙ্গলের শেষমাথায় অর্থাৎ সর্ব দক্ষিণে রয়েছে নদী। যে নদীটা আরো পাঁচগ্রাম পেরিয়ে সাগরে গিয়ে মিশেছে।
গ্রামবাসীরা শুকনো পাতা আর মরা কাঠ সংগ্রহে যেত এই জঙ্গলে।তাদেরই কারো অসতর্কতায় হয়ত জঙ্গলে আগুন লেগে থাকবে।গ্রামবাসীর শত চেষ্টায়ও সে আগুন নেভানো সম্ভব হয় নি।হতাশ গ্রামবাসী দেখলো জঙ্গলের করুণ দশা।আমাদের প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় ছিল না।পুরো একদিন অগ্নি তার তান্ডব লীলা চালালো।সকলে বলাবলি করছিল- “এভাবে চলতে থাকলে আমাদের রক্ষাকারী এ বন ধ্বংস হয়ে যাবে।“
ঐ সময় অবুঝ বাচ্চা হিসেবে আমি জানতাম না জঙ্গল আমাদের ঠিক কীভাবে রক্ষা করে! আমার ধারণা ছিল জঙ্গলে শুধু ভূত থাকে!
সেদিন রাতে এক অবাক করা ঘটনা ঘটল।হঠাৎ করেই মেঘের গর্জন দিয়ে মুষলধারে বৃষ্টি শুরু হল।এত ভারি বর্ষন গ্রামবাসী বিগত বছরগুলোয় কখনো দেখেনি।যেন ঈশ্বর গ্রামবাসীর আর্তনাদ শুনেছেন। সেই বৃষ্টিতেই আগুন ধীরে ধীরে নিভে গেল।রক্ষা পেল বন।
সবকিছু স্বাভাবিক হয়ে এলে বাবার উদ্যোগে গ্রামবাসীরা মিলে জঙ্গলের সে পোড়া অংশ সাফ-সাফাই করলেন।মাটি পরিস্কার করলেন, তারপর সকলে মিলে শাল, কড়ই অশুথ, হিজল আরো নাম না জানা গাছের চারা লাগালেন।সেই সময়ই বাবা আমার হাতে তুলে দিলেন কিছু কৃষ্ণচূড়া গাছের চারা।আমি বাবার পাশে থেকে চারা গুলো লাগালাম।সেদিন বাবাকে জিজ্ঞেস করলাম-‘আচ্ছা বাব জঙ্গল আমাদের কিভাবে রক্ষা করে?‘
বাবা চারা গাছ লাগাতে লাগাতে আমাকে বোঝাতে লাগলেন।আমি সেদিন জানতে পারলাম আমাদের বেচে থাকার জন্য গাছ কতোটা জরুরি।জানতে পারলাম গাছ থেকে আমরা অক্সিজেন পাই, জ্বালানী কাঠ পাই, খাদ্য পাই।বুঝতে পারলাম এ জঙ্গল আমাদের জলোচ্ছাস আর নদী ভাঙনের হাত থেকে রক্ষা করে চলেছে যুগের পর যুগ! সবচেয়ে জরুরি কথা এ জঙ্গল আমাদের গ্রামকে বছরের পর বছর সমুদ্র থেকে ধেয়ে আসা ঝড়ের কবল থেকে রক্ষা করে চলেছে!
জঙ্গল যে আমাদের ঝড়ের হাত থেকে বাঁচায় তা আমি প্রত্যক্ষ করলাম ২০০৭ সালে “সিডর“এর সময়।তখন আমার কৈশর বয়স।ঘূর্ণিঝড় সিডরে আমাদের পাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্থ হলেও এই জঙ্গলের কারনে আমাদের ক্ষয়ক্ষতি খুবই সামান্য হয়।তখন থেকেই এ জঙ্গলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা গভীর হল।আমি বুঝতে পারলাম আমাদের জীবনের একটা অংশ জুড়ে আছে এ জঙ্গল।
তার কিছু মাস পর আমাকে শিক্ষার জন্য শহরে পাড়ি জমাতে হয়।সবুজের সাথে শহরের কোনো লেনাদেনা নেই।হঠাৎ করেই যেনো স্বর্গ থেকে নরকে চলে এলাম।জীবণ সংগ্রামের জন্য মানুষকে কত কিছুই না করতে হয়! শিক্ষা শেষ করে একটা কোম্পানিতে চাকরী শুরু করি আর অর্থ জমাতে থাকি, আমার শৈশব-কৈশর কাটানো গ্রামের জন্য কিছু করার প্রয়াস থেকে।
দীর্ঘ তেরো বছর পর আজ আবার সব কিছু ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে এলাম।
কিন্তু একি! গ্রাম কোথায়! এ যেনো ইট পাথররে স্তুপে চাপা পড়া গলিত লাশ! দোতলা, তিন তলা বাড়ি।পাকা রাস্তা-ঘাট।নদীর পাড়ে গড়ে উঠেছে একের পর এক ইটের ভাটা।আর জঙ্গলকে ঘিরে গড়ে উঠেছে স-মিল গুলো।সেখানে বড়বড় গাছের গুড়িগুলোকে নির্মমভাবে কেটে কেটে ফালি ফালি করা হচ্ছে।কোথায় আমার সবুজ গ্রাম? এ যেনো কাঠ আর ইটের পাতালপুরী।পুঁজিবাদের লোলুপ দৃষ্টি থেকে আমার সবুজ গ্রামও রেহাই পায় নি।
গ্রামের এ বেহাল দশা আমি সইতে পারলাম না।আনমনেই জঙ্গলের দিকে ছুট লাগালাম।মনে হল একাকী জঙ্গলের সবুজে মিশে মৃতপ্রায় গ্রামের জন্য একটু আর্তনাদ করে উঠি, পুরোনো গ্রামের জন্য কাঁদি।ঝোপঝাড় আর বাঁশবন পেরিয়ে আসতেই আমি অবাক হয়ে লক্ষ্য করলাম- গাছগুলো সব কোথায়?
আমার শৈশব কৈশরের মত চিরসবুজ গাছগুলোও আর নেই।শুধু পড়ে রয়েছে শূন্যতা! সেই শূন্যতার দিকে ছলছল চোখে দাড়িয়ে রইলাম।সূর্য ডুবি ডুবি করছে।
নীড়ে ফিরে যাওয়ার মত কোথাও কোনো পাখি নেই।দূরে কোথাও শেযালের কান্না শোনা যাচ্ছে।যেন অভিশাপ দিচ্ছে মানুষ নামক দানব গুলোকে।ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারিদিক।মানুষের ভবিষ্যতের মতেই অন্ধকার।
আমার সব থেকে প্রিয় বান্ধবীর নাম রুমকি।আমরা একসাথে স্কুলে যেতাম একসাথে স্কুল থেকে ফিরতাম এমনকি একসাথে মরতেও যেন রাজি ছিলাম আমরা।লোকে বলতো আমরা দুজন জমজ বোন হলে ভালো হতো।আমাদেরও খুব ভালো লাগতো।আমরা যখন একটুখানি বড় হলাম তখন দুজনে দুষ্টুমীর ছলে সিদ্ধান্ত নিলাম আমরা যখন বিয়ে করবো তখন একই পরিবারের দুই ভাইকে বিয়ে করবো যেন আমরা তখনো একসাথে থাকতে পারি।মানুষের সব স্বপ্ন পুরণ হয়না যেমন আমাদের স্বপ্নগুলো হঠাৎ করে ভেঙ্গে গেল।এক সকালে রুমকি আর স্কুলে এলোনা।আমি ভাবলাম ওর মনে হয় জ্বর হয়েছে তাই স্কুলে আসেনি।ওর আবার এই এক সমস্যা ছিল একটুতে একটু রোদ বৃষ্টিতে থাকলেই জ্বর বাধিয়ে বসতো।ভাবলাম পরদিন নিশ্চই জ্বর সেরে যাবে আর ও স্কুলে আসবে।কিন্তু পরদিনও ও স্কুলে আসলো না।ওদের বাড়ি ছিল অন্য একটা গ্রামে।আমরা যখন হেটে হেটে স্কুলে যেতাম তখন একটা তিন রাস্তার মোড়ে দুজন একসাথে হতাম।বন্ধের দিনগুলিতে ও আমাদের বাড়িতে আসতো নয়তো আমি ওদের বাড়িতে যেতাম।সব্বাই আমাদেরকে চিনতো জানতো।পরপর চার পাচদিন হয়ে গেল রুমকি আর স্কুলে এলো না।আমি খুব অবাক হলাম।ওর অসুখ হলেতো আমাকে জানাতে পারতো আমি গিয়ে দেখে আসতাম।
রুমকি একাই ওদের গ্রাম থেকে আমাদের স্কুলে পড়তে আসতো।গ্রামের পাশেই আরেকটা স্কুল থাকার পরও ও আমাদের স্কুলে আসতো কারণ আমাদের স্কুলটা ছিল খুব ভালোমানের।আমরা লেখাপড়ায় যেমন অন্যদের চেয়ে ভালো ছিলাম তেমনি কালচারালা ফাংশানগুলোতেও আমাদের খুব নাম ছিল।রুমকি খুব ভালো গান করতে পারতো কিন্তু সুযোগ সুবিধার অভাবে ওর সুন্দর গলার গান থেকে বঞ্চিত হলো সারা দেশ।বাবা মার অভাবের সংসারে রুমকি যে স্কুলে আসতে পারছে এটাই যেন রুমকির জীবনের সব থেকে বড় অর্জন ছিল।এসএসসি পরীক্ষা শুরু হবে কিছুদিন পর।আমরা এসএসসি দিবো।ক্লাসে রুমকির অবস্থান বেশ ভালোই।তিন থেকে পাচের মধ্যেই থাকে ও।স্কুলের শিক্ষকেরা ওকে নিয়ে আশাবাদী ও নিশ্চই স্কুলের সুনাম বাড়াবে।কিন্তু হঠাৎ সব ওলোটপালট হয়ে গেল রুমকি আর স্কুলে এলো না।একদিন দুদিন করে করে যখন প্রায় পনেরদিন হতে চললো তখন আমার আর সহ্য হলোনা।সব থেকে প্রিয় বান্ধবীকে ছাড়া আমিও যে স্কুলে ক্লাসে মন বসাতে পারছিলাম না।সেদিন সারাকে নিয়ে আমি রওনা হলাম রুমকিদের বাড়িতে।আমাকে জানতেই হবে রুমকি কেন স্কুলে আসে না।বাবা মা আর ভাইয়াকে বলে গেলাম রুমকির কথা।ওর স্কুলে না আসার কারণ কি হতে পারে সেটা ভাইয়া অনুমান করলো যা শুনে আমি চমকে উঠলাম।ভাইয়া বললো ওর বিয়ে হয়ে যেতে পারে!
এবার যে মেয়েটি এসএসসি পরীক্ষা দিবে তার কি বিয়ের বয়স হয়েছে?আমাদের দেশে না বাল্যবিবাহ নিষিদ্ধ? আমাদের দেশেনা মানবাধিকার কমিশন আছে,ইউনিসেফ,সেভ দ্য চিলড্রেন আরো কত কত প্রতিষ্ঠান আছে শিশু কিশোর কিশোরীদের নিরাপত্তা ও অধিকার আদায়ের জন্য?তারাকি তবে রুমকির বিয়েটা রুখে দিতে পারেনা?আমি মনে মনে ভাবি ভাইয়া যেটা বলেছে সেটা যেন না হয়।রুমকি অসুস্থ হলেও মনকে শান্তনা দিতে পারবো কিন্তু ওর যদি সত্যি সত্যিই বিয়ে হয়ে যায় তাহলে কি করবো?ভাবতে ভাবতে সারাকে কথাটা বললাম।সারাও শুনে মনখারাপ করলো আর পথে যেতে যেতে পরিকল্পনা করলো যদি গিয়ে দেখা যায় রুমকির বিয়ে হয়ে গেছে তাহলেতো কিছু করার থাকবে না আর যদি জানা যায় ওর বিয়ে হয়নি শুধু বিয়ে ঠিক হয়েছে তাহলে কি কি করতে হবে।সারা স্বর্ণকিশোরী।ওর কথাগুলো শুনে বেশ সাহস পেলাম।ওরা বাল্যবিবাহ রোধে কাজ করে।স্বর্ণকিশোরীরা সব সময় কিশোরীদের নানা অধিকার নিয়ে সোচ্চার।গিয়ে দেখা গেল সত্যিই ভাইয়া যা বলেছিল ঠিক তাই হয়েছে।আমার বান্ধবী রুমকির বিয়ে ঠিক হয়েছে আর সে জন্যই ওর বাবা মা ওকে স্কুলে যেতে দেয়নি।আজ বাদে কাল বিয়ে।আমরা ওর বান্ধবী বলে ওর বাবা মা তেমন কিছু বলেনি বরং ওর সাথে দেখা করতে দিয়েছে তবে অন্য কেউ নাকি ওর সাথে এ কয়দিন দেখা করা বা কথা বলার সুযোগ পায়নি।
শোলার বেড়া দেওয়া ঘরের একটা খাটের উপর লাল শাড়ী পরে বসে ছিল আমার বান্ধবী রুমকি।রুমকিকে পুতুলে মত ছোট্টটি মনে হচ্ছিল।আমাদেরকে দেখে সে হাউমাউ করে কেদে ফেললো।ওর কান্না দেখে আমিও কেদে ফেললাম।শুধু কাদলোনা সারা।স্বর্ণকিশোরী সারা কঠোর মনে দমে গেল পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য।তার পর রুমকির সাথে কথা হলো কবে বিয়ে ছেলে কে বয়স কত কি করে নানা বিষয়ে।ছেলের বয়স ৪২ বছর। আগের স্ত্রী মারা যাওয়ায় নতুন করে বিয়ে করছে।আর আমাদের রুমকির বয়স সবে মাত্র ১৫ বছর।আমি রুমকিকে শান্তনা দিতে পারিনি।যা বলার সারা বলেছে।তার পর আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি সারা আমাকে নিয়ে বেরিয়ে গেছে।আমি যখন কোন কিছুই ভাবতে পারছিনা তখন সারা বললো চল কাজ আছে এখানে বসে থেকে কিছু করা যাবে না।আমি তখনো জানতাম না সারা ঠিক কি কাজের কথা বলছে।আমাকে নিয়ে ও সোজা ফারিহার সাথে দেখা করতে গেল।ফারিহা ইসলাম তিফলা আরেকজন স্বর্ণকিশোরী।বাল্যবিবাহ রোধ কল্পে সে প্রতিনিয়ত কাজ করে চলেছে।তিফলা সব কিছু শুনে সাথে সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলো এবং উপজেলা নিবার্হী অফিসার মুনতাসির সিয়াম সাহেবকে অবহিত করলো।তিনি সাথে সাথে পুলিশকে নির্দেশ দিলেন এই বিয়েটা বন্ধ করতেই হবে।
তার পর পুলিশের জীপে করে স্বর্ণকিশোরী সারা আর স্বর্ণকিশোরী ফারিহা ইসলাম তিফলার সাথে আমিও রওনা হলাম রুমকিদের বাড়িতে।পুলিশ সহ আমরা যখন রুমকির বাড়িতে পৌছালাম তখন বরপক্ষ চলে এসেছে।ম্যাজিষ্ট্রেট গিয়ে সেই বিয়েটা বন্ধ করলো।তিফলা তখন পরিবারের সবাইকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বললো এবং সচেতন করলো।তখন সবাই তাদের ভুল বুঝতে পারলো।সব থেকে বেশি খুশি হলো আমার বান্ধবী রুমকি।সে তিফলাকে জড়িয়ে ধরে বললো আপু তুমি না থাকলে আমার যে কি হতো। আমার সব স্বপ্ন অপুরণীয় থেকে যেতো।তিফলা ওকে বুকে জড়িয়ে নিয়ে বললো আমার চেয়ে তোমার বান্ধবীরাই বেশি করেছে।ওরা যদি আমাকে না জানাতো তাহলে আমিওতো কিছু করতে পারতাম না।এর পর রুমকি পড়াশোনায় মন দিলো।আর কদিন বাদেই আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবে।আমরা জানি রুমকি সেরা হবে।সেদিন যদি রুমকির বিয়ে হয়ে যেত তাহলে একটি বাল্যবিবাহের কবলে পড়ে রুমকি নামের মেয়েটিকে আমরা হারিয়ে ফেলতাম।
এটি একটি কল্পিত গল্প হলেও এমনই অসংখ্য বাল্যবিবাহের কবলে পড়ে কত কিশোরীর জীবন নষ্ট হচ্ছে তার কোন হিসেব আমাদের হাতে নেই।আর স্বর্ণকিশোরীরা সত্যি সত্যিই প্রতিনিয়ত দেশের নানা প্রান্তে বাল্যবিবাহ রোধ করছে ঠেকিয়ে দিচ্ছে।এমনকি শারমিনতো নিজেই নিজের বিয়েটা ভেঙ্গে দিয়েছিল।
বাল্যবিবাহ রোধ করি , কৌশর বান্ধব বাংলাদেশ গড়ি”
কবি গুরু রবী ঠাকুরের নামকরণকৃত ঝালকাঠি সদর উপজেলার সনামধন্য উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী সুরক্ষা ক্লাব গঠন করেছে স্বর্ণকিশোর সারা ও তার দল।ওরা চায় সকল কিশোর কিশোরীদের ওরা সচেতন করবে। একটি সুন্দর দেশ গড়ে তোলার জন্য ওরা পণ করেছে।ওদের সেই পণকে সবার সাথে শেয়ার করার দায়িত্বটুকু নিয়েছে ছোটদেরবন্ধু।পৃথিবীর প্রতিটি শিশু কিশোর কিশোরী নিরাপদ হোক এবং তাদের অধিকার ফিরে পাক সেই প্রত্যাশাই ব্যক্ত করছে ছোটদেরবন্ধু।সেই সাথে সবার কাছে আবদার করছে আপনিও লিখুন শিশু কিশোর কিশোরীদের অধিকার নিয়ে।
শিক্ষার শুরু স্বাক্ষরতা দিয়ে অর্থাৎ সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞানসম্পন্নতাকেই বোঝায়। সাক্ষরতা হচ্ছে পড়া, অনুধাবন করা, মৌখিকভাবে এবং লেখার বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যা করা, যোগাযোগ স্থাপন করা এবং গণনাকরার দক্ষতা। বর্তমানে এর সঙ্গে প্রযুক্তির দক্ষতা, ক্ষমতায়নের দক্ষতা, জীবন নির্বাহী দক্ষতা, প্রতিরক্ষায় দক্ষতা এবং সাংগঠনিক দক্ষতাও সংযোজিত হয়েছে। ১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইরানের তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালনের প্রস্তাব দেয়া হয়। ১৯৬৫ সালের ১৭ই নভেম্বর প্রস্তাবটি গৃহীত হয় এবং ১৯৬৬ সালে ইউনেস্কো প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে ৮ সেপ্টেম্বর।
১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বর ইউনেস্কো প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে। প্রতিবছর একটি বিশেষ প্রতিপাদ্যকে সামনে রেখে সে বছর সাক্ষরতা দিবস পালন করা হয়। এবছরে ইউনেস্কো কর্তৃক নির্ধারিত প্রতিপাদ্য হলো: ‘কোভিড-১৯ সংকটঃ সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’।
বর্তমানে এই সময়ের প্রেক্ষিতে, করোনাকালীন এই সংকটে দেশের শিক্ষাব্যবস্থা থেমে না থেকে পরবর্তিত পরিস্থিতির সাথে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে খাপ খাইয়ে নিয়েছে। এখন জুম অ্যাপ, গুগল মিট ইত্যাদি অ্যাপ দ্বারা ক্লাস পরিচালিত হচ্ছে যেখানে শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করছে। সরকারের পক্ষ থেকে নেওয়া শিক্ষাকার্যক্রম সমূহও প্রশংসনীয়। সংসদ টিভির মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল শ্রেনির শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে সঞ্চালন করছে। ডিজিটাল বাংলাদেশে গঠনে এই নতুন সংযোজন হল সাক্ষরতার পরবর্ধিত রূপ।
বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। বাংলাদেশের রয়েছে সাক্ষরতা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার দীর্ঘ ঐতিহ্য। এ অঞ্চলে সাক্ষরতার জন্য সর্বপ্রথম উদ্যোগ গৃহীত হয় ১৯১৮ সালে নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। ১৯৩৪ সালে খান বাহাদুর আহসান উল্লাহ ও নবাব আবদুল লতিফ প্রমুখের প্রচেষ্টায় গড়ে ওঠে বয়স্ক শিক্ষাকেন্দ্র। ১৯৬০ সালে ভি-এইড কার্যক্রমের আওতায় সফলতার সঙ্গে পরিচালিত বয়স্ক শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হয় শত শত দরিদ্র মানুষ।
স্বাধীন বাংলাদেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি সংবিধানের ১৫ নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শিক্ষার অধিকার নিশ্চিত করেন এবং ১৭ নং অনুচ্ছেদে ৬-১০ বছরের বালক বালিকাত জন্য বিনামূল্যে মৌলিক শিক্ষাপ্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।
“তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।“ নেপোলিয়নের এই কথার সুর ধরেই আমাদের দেশের নারী জাতিকে অগ্রসর করতে বিভিন্ন উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে, কোটা প্রবর্তন করা হয়েছে এবং মেয়ে শিশুদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সার্বিক শিক্ষা কার্যক্রমে নারীর প্রতি বৈষম্য দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
১৯৯০ সালে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। ২০১০ সালে আধুনিক জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়। SDG-2030 এর লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকারসহ বিভিন্ন NGO। বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা জ্ঞান প্রদান করা হয়। সাক্ষরতা বিস্তারে বিশাল অর্জনের জন্য বাংলাদেশ সরকার ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিস্বরূপ ‘আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার ১৯৯৮’ লাভ করে। ২০১৪ সালে সবার জন্য শিক্ষা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ সফলভাবে অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শান্তিবৃক্ষ’ পদক পেয়েছেন, যা আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।
সাক্ষরতার মাধ্যমে অর্থনৈতিক মুক্তিই নয়; বরং সামাজিক, সাংস্কৃতিক ও মানসিক মুক্তি প্রাপ্তি সম্ভব। একজন ব্যক্তি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা পেলে তা হবে কাগজে কলমে শিক্ষা। কিন্তু আমরা জানি,
গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হয়ে প্রয়োজন।
তাই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় বরং স্বশিক্ষিত হয়ে ভালো মানুষ তথা সুনাগরিক হওয়ার চেষ্টা করতে হবে প্রতিনিয়ত। সাক্ষরতা দিবসের এই দিনে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়ে যে আমাদের যেমন সাক্ষরতার হার বৃদ্ধি করতে হবে তেমনি নৈতিকতা ও মূল্যবোধকে শিক্ষার অবিচ্ছিন্ন অংশরূপেও গড়ে তুলতে হবে। শিক্ষাই কমাতে পারে অপরাধ, গড়ে তুলতে পারে কর্মঠ জাতি, দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নত রাষ্ট্র। নেলসন ম্যান্ডেলার উক্তি,
Education is the most powerful weapon which you can use to change the world.
বঙ্গবন্ধুর প্রথম উদযাপন করা সাক্ষরতা দিবসেরই ধারাবাহিকতায় সরকার প্রতিবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে আসছে। এ বছরও কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ( এসডিজি ২০৩০) এর ৪র্থ লক্ষমাত্রা হল শিক্ষা ও সাক্ষরতা এবং ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রতিটি ছেলে ও মেয়ে বিনাবেতনে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পেয়ে থাকে। এই লক্ষেই এগিয়ে চলেছে বাংলাদেশ, এগিয়ে চলেছে পুরো বিশ্ব।
আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান একটি ভীতির বিষয়। পুঁথিগত পাঠ্যবই এ গৎবাঁধা সিলেবাস এই ভীতির জন্য দায়ী, বললে ভুল হবে না। কিন্তু বিজ্ঞান কি শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ। না! বিজ্ঞান এর পরিধি কেউ বেষ্টনী দিয়ে আঁটকে রাখতে পারে না। অথচ, আমাদের দেশের ছাত্রছাত্রীরা মুক্ত ভাবে বিজ্ঞান চর্চা করতে দ্বিধাবোধ করে। এর অন্যতম কারন হলো, পাঠ্যবইয়ে বিজ্ঞানকে জটিলতম করে ব্যাখ্যা করা ও ইংরেজী জার্নাল গুলো সহজলভ্য না হওয়া। এখন পর্যন্ত দেশে বিজ্ঞান চর্চা নিয়ে খুব কম প্রতিষ্ঠান কাজ করছে, আর ইংরেজী আমাদের জন্য আরো এক ভীতিকর বিষয় হওয়ায় আমরা ইংরেজী জার্নাল থেকে বিজ্ঞান নিয়ে তেমন চর্চা করতে আগ্রহ বোধ করি না। তাই বিজ্ঞানকে সকলের কাছে সহজতর করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে একদল শিক্ষার্থী। গ্রাম-শহর নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের ছাত্রছাত্রীদের জ্ঞানতৃষ্ণা মেটানো ও তাদেরকে ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষভাবে প্রস্তুত করে তোলার লক্ষ্যেই যাত্রা শুরু করে ‘সায়েন্স বী’টীম।
যাত্রা শুরুঃ
২০১৮ সালের ৩১শে এপ্রিলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েররসায়ন বিভাগের শিক্ষার্থী মবিন সিকদারের উদ্যোগে যাত্রা শুরু করে সায়েন্স বী। শুরুটা ছিলো একটি মাসিক ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে। এরপর ধীরে ধীরে নানা প্রতিকূলতা পেরিয়ে এখন সায়েন্স বী এগিয়ে যাচ্ছে নিজস্ব গতিতে। বর্তমানের সাইন্স বী তে স্বেচ্ছাসেবক হিসেবে আছে দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ঝাঁক স্বপ্নবাজ ছাত্রছাত্রী, যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিজ্ঞানকে সকলের কাছে আরও সাবলীল ও সুন্দরভাবে তুলে ধরার জন্য।
দুই বছরের এই যাত্রায় সায়েন্স বী-এর ফেসবুক গ্রুপ “সায়েন্স বী ফ্যামিলি”এখন দেড় লক্ষেরও বেশি বিজ্ঞান অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত তারা নতুন কিছু শিখছে, নিজে জানছে ও অন্যকে জানাচ্ছে। সায়েন্স বী পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে প্রতিদিন প্রকাশিত হচ্ছে নানান কৌতুহলী, রহস্যময় এবং জটিল সব বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্বলিত ইউনিক কন্টেন্ট।
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম ওয়েবসাইটঃ
সায়েন্স বী এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হলো সায়েন্স বী ওয়েবসাইট www.sciencebee.com.bd । বাংলাদেশের প্রথম বিজ্ঞানভিত্তিক সংবাদ মাধ্যম “ডেইলি সায়েন্স” সায়েন্স বী এর উদ্যোগে গড়ে তোলা একটি প্রোগ্রাম, যেখানে প্রতিদিনই থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি জগতের সর্বশেষ খবরাখবর সহ স্বাস্থ্য, চিকিৎসা, টেকনোলজি ও সচেতনতামূলক নানা ধরনের আপডেট। ইতোমধ্যে ৩০০ এর বেশি নিউজ প্রকাশিত হয়েছে এখানে, যার সবগুলোই লিখেছে সায়েন্স বী নিউজ টিমের সদস্যরা।
এছাড়াও আছে“বী ব্লগ”, যেখানে অনেক অভিজ্ঞ ও নতুন লেখক সকলেই নিজের অথ্যবহুল লেখা প্রকাশের মাধ্যমে নিজের লেখনীশক্তি ঝালাই করতে পারছে। বর্তমানে ব্লগে ২০ জন লেখক নিয়মিত লিখছেন ও পড়ায় ২০০ টি ব্লগ প্রকাশিত হয়েছে। এই ব্লগ সাইটটি উন্মুক্ত, চাইলে আপনি লিখতে পারেন বিজ্ঞান ভিত্তিক যেকোনো ব্লগ।
এছাড়াও ওয়েবসাইটের অনন্য আরেকটি বৈশিষ্ট্য হলো প্রশ্নোত্তর বিভাগ বা Bee QnA সেকশন। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক প্রশ্নোত্তর আর্কাইভ, যেখানে আছে ১০০০ টির ও বেশি বিজ্ঞানমূলক জটিল প্রশ্নের সহজ সাবলীল উত্তর। এছাড়াও আছে প্রশ্নের উত্তর দিয়ে, নতুন প্রশ্ন যুক্ত করে পয়েন্ট অর্জন ও পুরস্কার জিতে নেবার সুযোগ। বর্তমানে ওয়েবসাইটের রেজিস্টার্ড ব্যবহারকারীর সংখ্যা ২৬ হাজার যা প্রতিদিনই বাড়ছে। প্রতিদিন গড়ে ৩০০০-৫০০০ শিক্ষার্থী প্রতিনিয়ত ওয়েবসাইটের মাধ্যমে আপডেটেড রাখছে নিজেদের।
বর্তমানে ভিজুয়াল কন্টেন্ট নতুন কিছু শেখার জন্য খুবই জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম। সে লক্ষ্যেই আরিফ হোসেন রাজনের নেতৃত্বে কন্টেন্ট প্রোডাকশন টিম নিয়মিত বিভিন্ন রকম মজাদার ও চমকপ্রদ বিষয়ের উপরে ভিডিও তৈরি করে, যা চমৎকার উপস্থাপনার মাধ্যমে শেখাকে আরো আনন্দঘন করে তোলে।
সায়েন্স বী এর ফেসবুক কমিউনিটিতে যুক্ত প্রায় দুই লক্ষ কৌতূহলী শিক্ষার্থীর নানাবিধ প্রশ্ন, নতুন তথ্য জানানো ও নির্ভরযোগ্য তথ্য চাহিদা পূরণ করে যাচ্ছে গ্রুপ ম্যানেজমেন্ট টিম। প্রতিদিন গ্রুপে প্রায় ১২০০ এর বেশি তথ্যমূলক পোস্ট, আর্টিকেল, ফ্যাক্টস, ব্লগ, প্রশ্ন প্রকাশিত হয়, যার নির্ভরযোগ্যতা যাচাই করে সর্বোচ্চ যৌক্তিক উত্তর দিতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট টিমের সদস্যরা।
শিক্ষার্থীদেরকে শুধু জানানোই নয়, তারা যেন তা মনে রাখে এবং নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সে জ্ঞান কাজে লাগাতে পারে, সে জন্য সায়েন্স বী ইতোমধ্যে ৫০টির ও বেশি কন্টেস্টের আয়োজন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিজয়ীদেরকে পুরস্কৃত করেছে। এছাড়াও সায়েন্স বী ২০১৯ সালের ডিসেম্বর ২৭-২৮ তারিখেবাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত ইয়ুথ কার্নিভালে অংশ নিয়েছে, যেখানে তাদের স্টলে দুইদিনব্যাপী ২০০০ এর বেশি মানুষ বিজ্ঞান ও ভবিষ্যৎ উচ্চশিক্ষার নানা বিষয়ে জানতে পেরেছে।
বর্তমানে সায়েন্স বীতে ৪ টি টিমে ভাগ হয়ে দেশের বিভিন্ন প্রান্তের ৪০ জনের বেশি সদস্য কাজ করছে। টিমগুলো হলো ডিজাইন টিম, কন্টেন্ট প্রোডাকশন টিম, নিউজ রাইটিং টিম ও ম্যানেজমেন্ট টিম। ডিজাইন টিমের সদস্যরা প্রতিদিন বিজ্ঞানসম্পর্কিত গবেষণাভিত্তিক নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফ্যাক্ট ডিজাইন করেন, যা প্রকাশিত হয় সায়েন্স বী এর অফিশিয়াল পেইজ ও গ্রুপে।
সায়েন্স বী বাংলাদেশের এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিনিয়ত বিজ্ঞানপিপাসু ও কৌতূহলী শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও জানার আগ্রহ পূরণ করে যাচ্ছে। তাদের মিশন হলো বিজ্ঞান ও প্রযুক্তির দ্বার সবার জন্য উন্মুক্ত করে সবাইকে এ অগ্রযাত্রায় শামিল হতে সুযোগ করে দেওয়া।
রুপকথার গল্পে তোমরা অনেকেই রাজকন্যা,রাজপুত্রর গল্প শুনে থাকবে। সেই রাজকন্যা আকাশ থেকে নেমে আসে। কিন্তু তোমাদেরকে আজকে আমরা এক সত্যিকারের রাজকন্যার কথা বলবো। তার মুখে সারাক্ষণ মিষ্টি হাসি লেগেই থাকে।আমরা তাকে আদর করে বলি অদ্বিতীয়া রাজকন্যা।রুপকথার রাজকন্যাদের কিন্তু তেমন কোন গুণ থাকে না । তারা শুধু দেখতে সুন্দর হয় অথবা তাদের ইয়া লম্বা চুল থাকে। কিন্তু আমাদের এই রাজকন্যার অনেক গুন আছে। সে গান গাইতে পারে,আবৃত্তি করতে পারে আর অভিনয় করতে পারে। আমরা নিশ্চিত করে বলতে পারি তুমিও এই রাজকন্যাটিকে টিভিতে দেখেছ।
কিন্তু তোমরা তো জানতেই না যে এই রাজকন্যাটির নাম কী!আমাদের এই রাজকন্যার নাম সিমরিন লুবাবা।এরই মধ্যে সে অনেকগুলো কাজ করে ফেলেছে। তার মধ্যে রাজকন্যাদের গুণাবলীও স্পষ্ট হয়ে উঠেছে।সে মানুষের দুঃখ দেখলে তাদের পাশে দাড়াতে চেষ্টা করে। এই যে সারা পৃথিবীতে করোনা ভাইরাস যখন আক্রমন করে সবাইকে ঘায়েল করে ফেলেছে তখন কত মানুষ অনাহারে থেকেছে। ছোট্ট সিমরিন মনে করলো ওই সব মানুষের জন্য কিছু করা উচিত। সেই ভাবনা থেকে সে নিজের আয় করা টাকা থেকে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিষ কিনে গরীবদের মাঝে বিতরণ করেছে। তাদের মুখে হাসি ফোটাতে পেরে সিমরিন অনেক খুশি।তোমরা হয়তো বলতে পারো এই রাজকন্যার রাজত্ব কোথায়? কোন রাজ্যের রাজকন্যা সে? সে হলো হৃদয় রাজ্যের রাজকন্যা। মানুষের হৃদয়ে সে বসবাস করে সারাক্ষণ।
ভালো রাজকন্যাদের যা কিছু সুন্দর গুনাগুণ আছে তার সবটাই আছে সিমরিন লুবাবার মধ্যে। তোমাদের জন্য আমি যখন এই লেখাটি লিখছি তখন সিমরিন লুবাবা নামের এই ছোট্ট রাজকন্যার জন্মদিন আসি আসি করছে।দরজায় বার বার নক দিচ্ছে আসবো বলে কিন্তু আমি বলেছি একটু থামো আমি এখন রাজকন্যাকে নিয়ে লিখছি ওর বন্ধুদের জন্য। বন্ধুরাতো সবাই অপেক্ষা করছে আগে ওদেরকে রাজকন্যার গল্প শোনাই তার পর জন্মদিন তুমি এসো। সেই থেকে জন্মদিন আসি আসি করতে করতে দরজায় দাড়িয়ে আছে।লুবাবার জন্মদিনকে আমরা আমন্ত্রণ জানাবো ১৬ই আগষ্ট। হ্যা ঠিকই ধরেছ এই ছোট্ট রাজকন্যার জন্মদিন ১৬ আগষ্ট।
তোমরা নিশ্চই জানো আগষ্ট শোকের মাস। ১৯৭৫ সালে এই মাসের ১৫ তারিখে আমরা হারিয়েছিলাম আমাদের প্রিয়বন্ধু প্রিয় মানুষটিকে।যিনি আজীবন লড়াই করে রক্ত দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন দেশ, একটি লাল সবুজের পতাকা, আর একটি গর্বকরার মত মানচিত্র এনে দিয়েছিলেন। সেই মানুষটি আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু কিছু খারাপ মানুষ তাকে স্বপরিবারে হত্যা করেছিল।শোকের এই মাস, তার উপর করোনায় চারদিকে মানুষকে কষ্ট দিচ্ছে এতো সব ভেবে ছোট্ট রাজকন্যা সিমরিন লুবাবা সিদ্ধান্ত নিয়েছে সে জন্মদিনে কোন পার্টি দিবে না বরং পার্টি দিতে যে টাকা খরচ হতো তা থেকে গরীব দুঃখীদের জন্য কিছু করবে।এখন বুঝেছ সত্যিকারের রাজকন্যাটা কত্ত ভালো?আমরাও চাই এই ছোট্ট রাজকন্যা সিমরিন লুবাবার এই মহৎ কাজ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আর এভাবেই সিমরিনের এবারের জন্মদিনটা আলোয় আলোয় ভরে উঠুক।ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হলো সিমরিনের রাজত্বে তার এক হীরের মুকুট পরা মহারাজা আছেন যিনি সিমরিনকে খুউউউব ভালোবাসেন এবং তার থেকেইতো সিমরিন নামের ছোট্ট রাজকন্যাটি অনুপ্রেরণা পায়।
সেই মহামান্য রাজা হলেন সিমরিন লুবাবার দাদু। বিখ্যাত অভিনেতা আবদুল কাদের।নাম আব্দুল কাদের হলেও বাংলাদেশের টেলিভিশন দর্শকদের কাছে তিনি বদি নামেই পরিচিত।আজ থেকে ২৬ বছর আগে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ নাটকে তিনি বদি চরিত্রে অভিনয় করেছিলেন।দুই দশক পরেও সেই নাম এখনও দর্শকদের মন থেকে মুছে যায়নি। নাম বলার সাথে সাথেই তোমরা চিনে ফেলেছ। ওইতো কে কে যেন বলছে হ্যা দাদুকে তো দেখেছি ইত্যাদিতে আর অনেক গুলো নাটকে।তিনি নাটকে অনেক মজার অভিনয় করেছেন আবার খুব সিরিয়াসও হয়েছেন।আর তোমাদের বাবা মায়েরাও নিশ্চই বলবে হ্যা তিনিইতো সেই বিখ্যাত বদি। কী সুন্দর অভিনয় করেন।তাঁর অভিনীত নাটকের সংখ্যা অগণন। সিমরিন খুব ভালো বাংলা বলতে পারে। ওকে তোমরা দেখলে মনে করতে পারো এই রাজকন্যাতো একটা পরী? ওর চোখ গুলো পরীর মত সুন্দর, শুধু পিছনে কোন ডানা নেই। আরও ভাবতে পারো ওর চুলগুলো কেমন সোনালী। তার মানে সে সোনালী চুলের রাজকন্যা।
এই রাজকন্যা কিন্তু অন্য রাজকন্যাদের মত নয়। সে বরং একই সাথে বাংলা, ইংরেজী, এবং হিন্দি ভাষাতেও কথা বলতে পারে। তার সুনাম এখন দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি তার প্রতিভা দেখে রাজস্থান সরকার একটি বিজ্ঞাপন নির্মান করেছে সচেতনতা বাড়ানোর জন্য সেখানে সিমরিন লুবাবা কাজ করেছ।সিমরিন সমাজের নানা অসংগতি তুলে ধরা হয় এমন বিষয়ে অভিনয় করতে ভালোবাসে। সম্প্রতি ও অভিনয় করেছে ত্রয়ী প্রোডাকশানের ব্যানারে “আব্বু আম্মু আর ফেসবুক” নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। রাজকন্যাদের সব কিছু হিসেব করে করতে হয়। আর তাইতো সিমরিন লুবাবা সব সময় বাছাই করে সেরা সেরা কাজ গুলো করে থাকে। সে মাঝে মাঝে সবাইকে আনন্দ দিতে গান শোনায় আবার মাঝে মাঝে অভিনয়ও করে দেখায়। মিমিক্রি করতে তার খুব ভালো লাগে।আগামী ১৬ই আগষ্ট সিমরিন লুবাবার দশম জন্মদিন আসছে। যে মানুষটি জন্মদিনের পার্টিতে আনন্দ করার বদলে গরীব অসহায় মানুষের জন্য কিছু করার কথা ভাবছে আমাদেরতো উচিত সেই ছোট্ট রাজকন্যাটিকে উইশ করা। চলো আমরা সবাই একসাথে একসুরে কন্ঠ মিলিয়ে বলে উঠি শুভ জন্মদিন সিমরিন লুবাবা। তোমার জন্য অনেক অনেক অনেক ভালোবাসা।আমরা জানি সিমরিন লুবাবা আমাদের সবার কাছ থেকে শুভেচ্ছা পেয়ে অনেক খুশি হবে। আর রাজকন্যা খুশি হলে রাজ্যের সব্বাই খুশি থাকে।পৃথিবীর ঘরে ঘরে সিমরিন লুবাবার মত মিষ্টি রাজকন্যায় ভরে উঠুক।
দুটি অদ্ভুত প্রাণী মহাশূন্যে ঘুড়ে বেড়াচ্ছে।দেখতেও বেশ ভয়ংকরই।ওরা তো পৃথিবীর কেউ নয়।নিশ্চই মহাশূন্যে আমাদের কল্পনার চেয়েও মিলিয়ন,বিলিয়ন আলোকবর্ষ দূর থেকে ওরা এসেছে।শরীরে তাকালে প্রায় পুরো ৬০ ভাগই হলো তাদের মাথা।স্নায়ুতন্ত্রের গঠনও বেশ জটিল।মুখমন্ডলে একটি চোখই মাত্র দেখা যায়।সেটাও বেশ জটিল গঠনের।ওদের দৃষ্টিশক্তিও অনেক তীক্ষ্ণ।এই একমাত্র চোখের সাহায্যেই ওরা পঞ্চইন্দ্রীয়ের কাজ করতে পারে।বিনিময় করতে পারে হাসি,কান্না,আনন্দ,অনুভূতির।যেকোনো সৌরজগৎ এর সূর্য থেকে চার্জ নিয়েই ওরা দীর্ঘদিন বেঁচে থাকে।
মহাশূন্যে ওরা এমনিতেই ঘুরছে না।ওদের কাজ মহাবিশ্ব পর্যবেক্ষণ করা ।সৌরজগত,গ্রহ,নক্ষত্রসহ পুরো মহাবিশ্বে ঘুরে বেড়ানো।বেশ কয়েকশো বছর আগেও ওরা এখানে এসেছিলো।আজ আবার তারা পৃথিবী গ্রহের খুবই কাছাকাছি অবস্থান করছে।তারা জানত এই গ্রহটিই একমাত্র গ্রহ যেখানে সৃষ্টির সেরা জীব অবস্থান করছে।
এই দুটি অদ্ভুত প্রাণী
দূর থেকে গ্রহটি দেখে খুবই অবাক হলো তারা।কি আশ্চর্য!প্রথমে তো গ্রহটি চিন্তেই পারছিলো না।আরেকটু এগিয়ে আসল।
কি অবাক কান্ড! একি হয়েছে এই গ্রহটার?কি বাজে অবস্থা হয়েছে তার! আরেকটু কাছে আসল তারা।আরো অবাক হলো।দুজনই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল।এই অল্প কিছু সময়ের মধ্যেই কি অবস্থাটাই না হয়ে গেছে এই গ্রহের!কি তার কারণ?
কিছুক্ষণ গ্রহের চারপাশে ঘুরল তারা।সবকিছু পর্যবেক্ষণ করল।মানুষদের কাজ-কর্ম খেয়াল করল।নদী,সমুদ্র,বন- জঙ্গলগুলোও তারা দেখতে থাকল।
তারা উভয়েই বুঝলো পৃথিবীর এই খারাপ অবস্থার জন্যে এই সৃষ্টির সেরা জীব গুলোই দায়ী।তারা তাদের বিলাসবহুল বসবাসের জন্যে পুরো প্রকৃতিকেই যেন ধ্বংস করে ফেলছে।তারা বিশৃঙ্খলার সর্বোচ্চ স্তরে অবস্থান করছে।যে যার যার নিজের ইচ্ছেমতো প্রকৃতি ভোগে ব্যস্ত।অথচ এই প্রকৃতিই যে তাদের বাঁচিয়ে রেখেছে তারা একবারও তা ভাবছেই না।
বসবাসের উপযোগী গ্রহটিকে বসবাসের অনুপযোগী করে তারা এখন মহাকাশে নতুন গ্রহের সন্ধান করছে।প্রথম প্রাণীটি বলল,দেখেছো পৃথিবীর উপরিস্তরটা ওরা পুড়িয়ে ফেলছে,নিজেদের সুবিধার জন্যে তৈরি করছে সুউচ্চ বিল্ডিং,ফ্যাক্টরি।যেনো তারা আজ বিল্ডিং তৈরির প্রতিযোগিতায় নেমেছে।বিপরীতে পরিবেশে মিশিয়ে দিচ্ছে বিষাক্ত গ্যাস,কালো ধোঁয়া।
২য় প্রাণীটি, হ্যা আসলেই। তারা চাইলে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে তার সাথে মিলেমিশে বসবাস করতে পারত।
হ্যাঁ,দেখেছো কি ধুলাবালি চারিদিকে।বাতাসে কালো ধোঁয়া।পরিবেশে বিষাক্ত গ্যাস মিশিয়ে দিচ্ছে।ধোয়াময় (স্মোগ) হয়ে গেছে চারিদিক।বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ।দেখেছো প্রাণীদের শ্বাস নিতে কত কষ্ট হচ্ছে?দম বন্ধ অবস্থা তৈরী করে ফেলেছে।
হ্যাঁ,কি বাজে অবস্থা।দেখো দেখো ওই রাস্তাগুলোর দিকে তাকিয়ে, যেনো জ্যাম এ স্থির হয়ে গেছে।রাস্তার দুপাশের গাছপালাগুলো ধুলাবালিতে সাদা বিবর্ণ হয়ে গেছে। চারিদিকে হর্ণের কি বিশ্রুি শব্দ,কোলাহলে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। কি বিরক্তিকর অবস্থা!হৃদরোগে আক্রান্ত মানুষগুলো উচ্চশব্দের কারনে বার বার জ্ঞান হারাচ্ছে।
হ্যাঁ ওই নদীগুলোর দিকেও তাকিয়ে দেখো, ওরা নদী সাগরগুলোকেও নোংরা করে ফেলেছে।নদী,সাগর তাদের সৌন্দর্য হারিয়ে ফেলেছে।ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে সব।পানি থেকে পঁচা গন্ধ বের হচ্ছে।নদীগুলোতে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে।
দুজনই খুবই ক্লান্ত হলো।এত বাজে অবস্থা আর কোথাও তারা দেখেনি।তারা ভাবল একটু বন-জঙ্গলগুলোও ঘুরে দেখবে। সেখানে গিয়েও তারা অবাক হলো।সুন্দর বনভূমি মানুষ কিভাবে ধ্বংস করে ফেলতেছে।ওরা বাসস্থানের জন্যে,জ্বালানির জন্যে,চাষাবাদের জমির জন্যে কিভাবে বন-জঙ্গল গুলো কেটে ফেলছে।
তারা দেখলো বোকা মানুষগুলো পৃথিবীর ফুসফুস আ্যমাজন টাকেও পুড়িয়ে ফেলছে।ধ্বংস করে ফেলেছে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ বনভূমি,নষ্ট করে ফেলেছে তার পরিবেশ।সেখানে স্থাপন করেছে বিভিন্ন খামার,শিল্প,ফ্যাক্টরী। এক সময়ে এইসব বনভূমিগুলো ছিলো কতই না শ্যামল।
নিশ্চই আগামি কয়েক দশকেই এই বনভূমিগুলো বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহন করার পরিবর্তে বাতাসেই কার্বন বিমুক্ত করা শুরু করবে।যে ধ্বংসলীলার শুরু হয়েছিলো আজ থেকে প্রায় বার হাজার বছর পূর্বেই,যখন থেকে মানুষ পরিকল্পিত চাষাবাদ শুরু করে এবং প্রকৃতির বিরুদ্ধাচারণ এ লিপ্ত হয়।গোটা প্রজাতির মাত্র ০.১ ভাগ মানুষই এ পর্যন্ত ৮৩ভাগ বন্য প্রাণী আর ৫০ ভাগ উদ্ভিদকেই বিলুপ্ত করে ফেলেছে।
হ্যাঁ,ওরা তো গত পঞ্চাশ বছরেই পৃথিবীর অর্ধেক প্রাণী বিলুপ্ত করে ফেলেছে।শুধু তাই নয়,ওদের জন্যেই অনেক প্রাণী তাদের নিজস্ব সক্রিয়তাও হারিয়ে ফেলেছে।
প্রথম প্রাণীটি বলল,ওরা নিজেরাই নিজেদের গ্রহের গড় তাপমাত্রাও বাড়িয়ে ফেলেছে। ওরা নিজেদের সুবিধার জন্যে রুমে এসি,ফ্রিজ ব্যবহার করছে,বায়ুমন্ডলে ছড়িয়ে দিচ্ছে বিষাক্ত ক্লোরোফ্লোরো কার্বন।যেই বিষাক্ত গ্যাসগুলো দিয়ে ওদের মঙ্গলময় ছায়া ওজন স্তর কেও ধ্বংস করে ফেলছে।সেখানে উত্তর মেরুতে আজ তৈরি হয়েছে বিশাল এক গর্ত। নিজের গ্রহেই সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি গুলো প্রবেশ করাচ্ছে।মানুষ ক্যান্সার,ছানির মতো রোগে আক্রান্ত হতে শুরু করেছে।
কি বোকা তারা!নিজের রাজ্য-বাসস্থান টাকে বসবাসের উপযোগী করতে গিয়ে পুরো গ্রহটিই বসবাসের অনুপযোগী করে ফেলতেছে।
দেখো আর এদিকে তাপমাত্রা বৃদ্ধিতে মেরু অঞ্চলসহ উত্তর গোলার্ধের তুন্দ্রা,সাইবেরিয়া আলাস্কা এবং গ্রিনল্যান্ড অঞ্চলের বরফগুলোও কত দ্রুত গলতে শুরু করেছে।সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে।হ্যা,ওরা আবহাওয়ার পরিবর্তন করে ফেলেছে।অসময়ে ঝড়,সুনামি,বন্যা,বৃষ্টিপাত শুরু হচ্ছে।
ওই শহরটার দিকে তাকিয়ে দেখো(ভেনিস-ইতালি)যেটা আজ পানির নিচে পড়ে আছে।নিশ্চই আগামী কয়েকশ বছরের মধ্যেই ওরা ওদের এই বসবাসযোগ্য পৃথিবীর বড় অংশই পানির নিচে হারিয়ে ফেলবে।বাসস্থান, চাষাবাদের জমি হারিয়ে না খেয়ে কয়েক কোটি মানুষ মারা যেতে থাকবে।ওই দেশটির দিকে তাকিয়ে দেখো(ইয়েমেন),ছোট্ট শিশুগুলোও কিভাবে দুর্ভিক্ষ নামক অসুখ থেকে রক্ষা পাচ্ছেনা।
শুধু তাই নয় ওরা যেভাবে প্রকৃতি ধ্বংসে ব্যস্ত হয়েছে,আগামী কয়েক দশকেই তা পুরো ৭০০ কোটি মানুষের জন্যে হতে চলেছে খুবই মারাত্মক।
দ্বিতীয় প্রাণীটিবলল, আমরা কি শুধু পরিবেশটাই দেখবো?খেয়াল করে দেখো মানুষেরা নিজেদের মধ্যেও কত সমস্যার সৃষ্টি করে ফেলছে।বসবাসযোগ্য পৃথিবীটাকে বসবাসের অনুপযোগী করে বলছে, ওরা নাকি পৃথিবীকে বদলে ফেলছে,মানুষেরা নাকি এখন পূর্বের চেয়ে অনেক শান্তিতে,সহজে বসবাস করছে।তোমার কি এমন মনে হয়?
কখনোই না।আমার তো এই মানুষগুলো নিয়ে খুবই আফসোস হচ্ছে।দেখো ওরা বিদ্যুৎ দিয়ে অন্ধকারকে দূর করলো। নিজেদের সুবিধার জন্যে মোবাইল,কম্পিউটার,ল্যাবটপ নামক ডিভাইস তৈরী করলো।সারাক্ষণ সেগুলো নিয়েই পড়ে আছে।তারা বাস্তব কে বাদ দিয়ে এখন ভার্চুয়াল নিয়েই মেতে উঠেছে।নাটক,সিনেমা,গানগুলো দিয়েই আবেগ অনুভুতির ক্ষয় করছে।অথচ যে সময়গুলো কাটানোর কথা ছিলো ওদের নিজেদের সাথে,যে আবেগগুলো ক্ষয় করার কথা ছিলো ওদেরই কাছের মানুষগুলোর সাথে।ওরা নিজেরাই নিজেদের একা করে ফেলেছে।
আমার তো মনে হয় এই ভার্চুয়াল জিনিসগুলোর কারনেই মানুষগুলোও একসময় তাদের নিজস্ব সক্রিয়তা হারিয়ে ফেলবে,তাদের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটবে।তারা ভুলে যাবে তাদের মধ্যে পরিশ্রম,স্বাধীন চিন্তাভাবনা,নিজস্ব মত প্রকাশের ক্ষমতা ছিলো।বিলুপ্ত হয়ে যাবে ওদের মনুষ্যত্ব।
যার কিছু নমুনা এখনি দেখা যাচ্ছে।মানুষদের মধ্যে হতাশা,দুশ্চিন্তা বেড়ে গেছে,আত্মহত্যা বেড়ে গেছে। চারিদিকে মানুষগুলো কেমন অশান্ত হয়ে গেছে।মানুষেরা খারাপ কাজ,একে অন্যের সাথে মারামারি,হানাহানি, বিশৃঙ্খলা সৃষ্টি করেই যেনো এখন বেশি মজা পাচ্ছে।
তারা দুজনই খুবই আফসোস করতে থাকল সৃষ্টির সেরা জীবদের নিয়ে।তাদের মনে এই প্রশ্ন টাই বার বার ঘুরতে থাকল,এই মানুষ প্রাণীগুলোকেই কেনো সৃষ্টির সেরা জীব বলা হলো?তারা প্রচুর আফসোস করতে করতে ভূপৃষ্ঠ থেকে মহাকাশের দিকে রওনা হল।
বেশ কয়েকমাস পর প্রাণী দুটি আবার এই সৌরমণ্ডলে প্রবেশ করল।যদিও তাদের এই বোকা প্রাণীগুলো দেখার আর কোনো ইচ্ছাই ছিলোনা।তারা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করে স্ট্যাটোস্ফিয়ার অঞ্চল এ এসেই অবাক হয়ে গেলো।
কি আশ্চর্য!এটা কি করে সম্ভব! তারা পৃথিবীর উওর মেরু অঞ্চলের ওজন স্তরে প্রায় দশহাজার বর্গমিটারের যে গর্ত দেখেছিলো তা যেনো একেবারেই মিলিয়ে স্বাভাবিক হয়ে গেছে।তারা দুজনই দুজনের দিকে তাকিয়ে রইল।বুঝতে পারল না কিভাবে সম্ভব এটা?তবে কি মানুষেরা আসলেই বুদ্ধিমান প্রাণী?নাকি এই শেষ মুহুর্তে এসে তারা এটা বুঝতে পেরেছে যে প্রাণী জগৎ কে আরো কয়েক শত বছর বাঁচিয়ে রাখতে হলে অন্তত প্রকৃতির উপর নির্মম অত্যাচার বাদ দিতে হবে।
বিস্ময়ের দৃষ্টিতে তারা গ্রহের আরো কাছে ট্রপোস্ফিয়ার অঞ্চলে প্রবেশ করল। চারিদিকে তাকাতে লাগল।কিছুদিন আগেও যে টপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে বিষাক্ত গ্যাস,ধুলাবালি,স্মোগ এ আচ্ছন্ন ছিলো সেই স্তরটি আজ বিশুদ্ধ হয়ে যাচ্ছে।পরিস্কার মেঘেরা সেখানে খেলা করছে।তারা অবাক হয়ে ভূপৃষ্ঠে তাকালো।এ যেনো নতুন একটি গ্রহের দিকে চোখ পড়েছে তাদের।শহরগুলো যেনো কেমন শান্ত হয়ে গেছে।রাস্তাগুলো থমকে গেছে।কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না।
২য় প্রাণীটি, তবে কি এই কয়েকমাসের মধ্যেই সৃষ্টির সেরা জীব মানুষও এই গ্রহ থেকে বিলুপ্ত হয়ে গেলো?না এমনটা নয়।ভালো করে তাকিয়ে দেখো,ওরা এখনো বিলুপ্ত হয়নি। মানুষগুলো তাদের তৈরি বদ্ধ অন্ধকার ঘরগুলোতেই অবস্থান করছে।কেউ ঘর থেকে বের হচ্ছেনা।সবাই লকডাউন এ বন্দী।তারা অবাক হয়ে গ্রহের চারিদিকে ঘুরাঘুরি করল। তারা দেখল ১২০ মাইক্রোমিটার এর ছোট্ট একটি ভাইরাস পুরো পৃথিবীটাকে শান্ত করে ফেলেছে।পুরো পৃথিবী যেনো আজ নিস্তব্ধ একটা পল্লি।প্রথম প্রাণীটি বলল,পুরো গ্রহেই মহামারী শুরু হয়ে গেছে।মানুষ গণহারে মারা যাচ্ছে।পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিও এই ক্ষুদ্র ভাইরাস এর কাছে তুচ্ছ হয়ে গেছে।
দ্বিতীয় প্রাণীটি বলল,তোমার কি মনে হয় এমন একটি ভাইরাসই পুরো পৃথিবীকে মানবশুন্যে করে দিতে পারে?হ্যাঁ।এমন হওয়াও অস্বাভাবিক কিছু নয়।খেয়াল করে দেখেছো কি, মেরু অঞ্চলে বরফ গলে যেসব পুরনো সভ্যতাগুলো বের হচ্ছে সেগুলো কত হাজার কোটি বছরের পুরনো?এই ভাইরাস গুলো তো ৪০০ কোটি বছর পূর্বেই সৃষ্টি হয়ে প্রকৃতিতে রয়ে গেছে।সুযোগ পেলেই তারা প্রাণীদেহে প্রবেশ করে এবং তার বংশ বিস্তার ঘটায়। এমন অনেক সভ্যতা আছে যেগুলো এসব ক্ষুদ্র ভাইরাস এর কারনে ধ্বংস হয়ে গেছে।
তার মানে তুমি বলতে চাচ্ছো পৃথিবীর তাপমাত্রা যত বাড়বে ততই বরফগুলো গলতে থাকবে আর হাজার বছরের পুরনো ভাইরাস গুলো বেরিয়ে আসতে থাকবে যা পুরো প্রাণী জগৎ কে বিলুপ্ত করে দিতে পারে।হ্যাঁ।এমনটাও হতে পারে।অস্বাভাবিক কিছু নয়।
হ্যাঁ।ভূপৃষ্ঠের দিকে তাকিয়ে দেখো পুরো গ্রহটিই শান্ত হয়ে গেছে।মানুষগুলো কিভাবে ক্ষুদ্র এই ভাইরাস থেকে বাঁচতে ঘরবন্দী হয়ে আছে।বিশাল শক্তির পারমানবিক বোমার অধিকারি দেশগুলোও কিভাবে ক্ষুদ্র একটি ভাইরাস এর থেকে পালিয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা খুবই হাস্যকর।
হ্যাঁ।চারিদিকে তাকিয়ে দেখো।মানুষ ঘরবন্দী বলে সকল অফিস,কারখানা,শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন সব বন্ধ আছে।সেগুলো থেকে প্রতিনিয়ত মুক্ত হওয়া ধুলাবালি,বিষাক্ত গ্যাস নির্গমন বন্ধ হয়েছে। ফলে পরিবেশ কত বিশুদ্ধ হয়ে যাচ্ছে।কোথাও কোথাও বায়ু দুষণ প্রায় ৭০ ভাগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।
দেখো শহরের ওই রাস্তাগুলোতে কোনো গাড়ি নেই।কোনো যানজটও নেই।অল্পকিছু সময়ের জন্যে যেনো হর্ণের ওই বিশ্রী শব্দটাও স্তব্ধ হয়ে গেছে।হ্যাঁ দেখো রাস্তার পাশের গাছগুলোতেও কত সুন্দর লতা,পাতা গজিয়েছে।ফুলও ফুটেছে সেখানে।পাখিরা বাসা বাধতে শুরু করেছে।শহরগুলোর দিকে তাকিয়ে দেখো জঙ্গল থেকে সিংহ,হরিণ,বানর,বন ছাগল,ময়ূর পাখিরা বের হয়ে এসে মানবশূন্য শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।তারা সেখানে খাবারের সন্ধ্যান করছে।কতো স্বাধীনভাবেই সবাই ঘুরে বেড়াচ্ছে।একটা জিনিস খেয়াল করে দেখো গোটা প্রজাতির মাত্র ০.১ ভাগ মানুষ নামক প্রাণীগুলো অন্যে সকল প্রাণীর স্বাধীনতা নষ্ট করে দিয়েছিলো।
তারা বড় বড় কয়েকটি সমুদ্র, সৈকতে ঘুরাঘুরি করল।দেখলো পর্যটকশূন্যে যেসব সাগরে গত কয়েকশ বছরে যা দেখা যায়নি তার নব সুচনা ঘটেছে।তীর এলাকায় ডলফিন, হাঙ্গরেরা এসে খেলা করছে।তারা দেখল,হাজার হাজার কচ্ছপেরা স্বাধীনভাবে ঘুরাফেরা করছে। ডিম থেকে বের হয়ে বাচ্চাগুলো সাগরের দিকে ছুটে যাচ্ছে।
হ্যাঁ।কি দারুণই না দেখতে। দেখো ওই কক্সবাজার নামক সৈকতে সাগরলতা ফুলও ফুটেছে।কত সুন্দর দেখাচ্ছে। আফসোস! বোকা মানুষগুলো এই সুন্দর প্রকৃতিকে কিভাবে বন্দী করে রেখেছিল।
আরেকটা বিষয় খেয়াল করে দেখেছো কি?মানুষগুলোর নিজেদের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে।তুমি কোন পরিবর্তনের কথা বলতে চাচ্ছ?
দেখো সামান্য এই ভাইরাসটির কারনে মানুষে মানুষে বন্ধন কতটা শক্তিশালী হয়েছে।বাবা-মা কে ছেড়ে বিদেশে অবস্থান করা সন্তানগুলো মায়ের কোলে ফিরে এসেছে।অফিস ব্যস্ততায় নিজের ছেলে মেয়েদের সময় না দিতে পারা বাবা মা আজ তাদের সন্তানদের নিয়ে রুমে খেলা করছে।পুরুষেরা তাদের সঙ্গিনীকে রান্নার কাজে সাহায্য করছে। আসলেই সম্পর্কগুলো গভীর হয়ে উঠেছে।মানুষেরা তার শিকড়ে ফিরে এসেছে।
সবই ঠিক আছে।এভাবে চলতে থাকলে খুব শ্রীঘ্রই পৃথিবীটা কয়েক শতক পূর্বের অবস্থায় চলে যাবে।যখন প্রকৃতিতে এতো কার্বন ডাই-অক্সাইড ছিলোনা।যখন ছিলো না বিদ্যুৎ, কিংবা জীবাশ্ম জ্বালানী চালিত কোন মটর,যানবাহন।প্রকৃতির বিশুদ্ধতা খুব শ্রীঘ্রই সেই সময়ের মতোই হয়ে যাবে।
হ্যাঁ।কিন্তু এই বিশুদ্ধতা,কিংবা প্রকৃতির মুক্তি কতদিন থাকবে?তোমার কি মনে হয় মানুষেরা এখান থেকে শিক্ষা পেয়ে পরবর্তীতে প্রকৃতির উপর নির্মম অত্যাচার বাদ দিবে?
না।আমার এমন মনে হচ্ছেনা।এই মানুষগুলো খুবই বিশৃঙ্খল হয়ে পড়েছে।এখান থেকে বেঁচে যাওয়া মানুষগুলো কিছুটা মৃত্যুভয় জয় করতে শিখে যাবে।আমার মনে হয় ওরা মহামারী পরবর্তী এই পৃথিবীতে আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে।তারা পূর্বের চেয়েও কয়েক গুন বেশি মাত্রায় প্রকৃতি ধ্বংসে ব্যস্ত হবে।এবং খুব দ্রুতই তারা এই গ্রহটিকে ধ্বংসস্তুপ এ পরিনত করে ফেলবে।ওই দেখো এই মহামারীর সময়েও কিভাবে জলদস্যুরা আ্যমাজন থেকে শতবছরের গাছপালা কেটে নিচ্ছে।
হ্যাঁ,দেখো মানুষগুলো মহামারী থেকে বাঁচতে এর প্রতিষেধক তৈরির আপ্রাণ চেষ্টা করছে।খুব শ্রীঘ্রই হয়ত তারা এর প্রতিষেধক আবিষ্কার করে ফেলবে।
তুমি কি বলতে চাচ্ছো প্রতিষেধক আবিষ্কার হলেই মানুষেরা মহামারী থেকে বেঁচে যাবে?
না।কখনোই না।প্রতিষেধক এই ভাইরাসগুলোকে কিছু সময়ের জন্যে শুধু স্থিরই করে দেওয়ার ক্ষমতা রাখে।ভাইরাসগুলোর মিউটেশন ক্ষমতা প্রচুর।তারা যেকোনো সময় নিজেদের জিনোম পরিবর্তন করে নিতে পারে।হতে পারে ওদের তৈরি আ্যন্টিবায়োটিক এর কারনেই পরবর্তীতে এই ভাইরাস আসবে আরো শক্তিশালী হয়ে যা পরবর্তীতে আরো মারাত্মক আকারে মহামারীর সৃষ্টি করে দিতে পারে।এবং যা মানব প্রজাতির বিলুপ্তির জন্যেও দায়ী হতে পারে।
তারা হঠাৎ মহাকাশ থেকে সংকেত পেলো।এবারের মতো মিল্কওয়ে গ্যালাক্সি থেকে তারা রওনা হলো।বেশ কয়েকমাস পরে তারা আবার এই গ্যালাক্সিতে প্রবেশ করল। এই গ্রহের বায়ুমন্ডলে এসে তারা স্তম্ভিত হয়ে গেলো।তারা দুজনই স্থির হয়ে মহামারী পরবর্তী পৃথিবীর দিকে তাকিয়ে রইল।সৃষ্টির সেরা জীবগুলোর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল।এবং দুজনেই এভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে আগানোর ইচ্ছা হারিয়ে ফেলল।
ওরা একে অপরের দিকে তাকাল।তারা হাসল।খুবই উচ্চস্বরে হাসল।মানুষগুলোর দিকে তাকিয়ে আরো উচ্চস্বরে হাসতে থাকল।এবং উল্টো পথে মহাকাশের দিকে রওনা হলো।
সিনেমা দেখতে কার না ভালো লাগে৷ আমার মতো তুমিও যদি সিনেমা প্রেমিক হও, তবে তোমার জন্য আজ একটি দারুন সিনেমার গল্প উপস্থাপন করবো৷ ছোটদের জন্য নির্মিত কিছু শিক্ষনীয় সিনেমার তালিকায় একটি জনপ্রিয় ছবি হলো “Finding Dory”. আর দেরি না করেই এখনি সিনেমাটি সম্পর্কে সংক্ষিপ্ত বিস্তারিত বলছি।
ডরি,একটি ছোট্ট সুন্দরী নীল মৎস্য। যার কি না ভুলে যাওয়া ব্যামো আছে। কোনো কিছু মনে রাখতে পারে না। তাই তার পিতা-মাতা অনেক চিন্তিত তার এই রোগ নিয়ে। তারা ডরি কে স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু ডরি সব ভুলে যায়, মূহুর্তের মধ্যে। একসময় ডরি হারিয়ে যায় তার পিতা-মাতা থেকে।
এই হলো সেই ডরি
ভুলে যাওয়া ব্যামো থাকলেও ডরি কিন্তু ঠিকই মনে রেখেছে তার পিতা-মাতা আছে অর্থাৎ তার পরিবার ছিল। কিন্তু দুঃখের বিষয় ডরি তার পিতা-মাতাকে মনে করতে পারে না। এমনকি সে কোথায় থাকতো তাও মনে করতে পারে না। কিন্তু ডরি হাল ছেড়ে দেয় নি৷ সে কিন্তু ঠিক ই তার পিতা-মাতাকে খুঁজার চেষ্টা করতে থাকে৷
এভাবে একটি বছর পার হয়ে যায়। একদিন স্ট্রিং-রে মাছের সাথে কিছু বাচ্চাদের ক্লাসে মাইগ্রেশনের কবিতা শিখানোর সময় উপদেশ দিচ্ছিল যে, কখনো স্রোতের দিকে যাবে না৷ সব সময় স্রোতের উল্টো সাতার কাটবে।
তখন ডরি’র মনে যায়, তার বাবা-মা ও তাকে বলেছিল যখন কতক গুলো সামুদ্রিক প্রাণীরা একত্রে সাতার কেটে পাড়ি দেয়, তখন যেনো স্রোতের উল্টো সাতার কাটে, না হলে স্রোতের প্রবাহের মুখে পরে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। “দ্যা জুয়েল অব মরো বে,ক্যালিফোর্নিয়া “ এই জায়গায় ডরি থাকতো, এটাও মনে পরে। ডরি, তার বন্ধু মার্লিন ও নেমো কে নিয়ে পারি দেয় বাড়ির উদ্দেশ্যে। যেখানে তার পরিবার আছে।
ক্যালিফোর্নিয়া যাওয়ার পর ডরি’র জেনি ও চার্লি নাম দু’টি মনে পরে৷ যা তার পিতা-মাতার নাম ছিল। এখান থেকে গল্পে নতুন মোড় নেয়।ম্যারিন লাইফ ইন্সটিটিউটের লোকেরা ডরি কে ধরে নিয়ে যায়।হারিয়ে ফেলে তার বন্ধু নেমো ও মার্লিনকে।
তাকে অ্যাকুরিয়ামে করে ক্লিবল্যান্ডে বিক্রি করার জন্য৷ আর এখানে পরিচিত হয় নতুন বন্ধু মুন্নার সাথে,যা একটি অক্টোপাস। তবে অক্টোপাসটির একটি পা নেই, তাই ডরি তাকে সেপ্টোপাস নামে ডাকে।
পর্যায়ক্রমে ডরি’র বাল্য বন্ধু ডেস্টিনির সাথে সাক্ষাৎ হয়। ডেস্টিনি ছিল একটি তিমি। ডরি তিমি মাছের ভাষায় কথা বলতে পারতো। এরপর ডেস্টিনি থেকে নিজ বাড়ির ঠিকানা জেনে মুন্নার সাথে আবার রওনা হয়। অনেক পরিশ্রম, সকল বিপদ পারি দিয়ে মুন্না ডরি কে তার ঠিকানা পৌছে দেয়৷ ডরি তার বাড়িতে ফিরে যায়৷
কিন্তু তার এতো পরিশ্রম বৃথা গেছে। কারণ এখান থেকে সকল নীল মাছ গুলো ক্লিবল্যান্ডে পাঠানো হয়েছে। আর ক্লিবল্যান্ডে যাবে না, বলেই মুন্নার সাহায্য নিয়ে ডরি তার বাড়ি এসেছিল ও মুন্না কে টোকেন দিয়েছিল, যার সাহায্যে মুন্না ক্লিবল্যান্ডে যাবে৷ তবে ডরি’র আবার সব মনে পরতে থাকে। কিভাবে সে তার পরিবারকে হারিয়েছে৷ সে নিজেকে তার পরিবার থেকে হারিয়ে যাওয়ার জন্য দায়ি মনে করে।
ক্লিবল্যান্ডে যাবার পথ আবার নতুন করে খুজে এবং একটি পাইপ এর মধ্য দিয়ে যাওয়ার সময় ডরি তার বন্ধু নেমো ও তার ছেলে মার্টিল কে খুঁজে পায়৷ তাদের সাথে আবার রওনা দেয় ক্লিবল্যান্ডের উদ্দেশ্য।
এক পর্যায় ভাগ্যের জোড়ে আবার দেখা হয় মুন্নার সাথে। মুন্নার সাহায্যে ডরি, মার্লিন ও নেমো নিল মাছদের কাছে যায়৷ কিন্তু সেখানে জানতে পারে তার বাবা-মা তার হারিয়ে যাওয়ার কষ্টে তারা তাকে খুঁজতে গিয়ে আর ফিরত আসে নি৷ তারা আর ফিরত আসবে না৷ মারা গেছে জেনি ও চার্লি। এইটা শোনার পর নিজেকে আর শান্ত রাখতে পারে না৷ অবচেতন হয়ে যায় ডরি৷ ভাবে সে অনেক দেরি করে ফেলেছে।
কিন্তু ভাগ্য সহায়ক ছিল ডরি’র৷ তা না হলে সব হারিয়েও শেষমেশ খুঁজে পায় প্রানপ্রিয় পরিবার৷ নিজ সত্ত্বা মানে নিজের পিতা-মাতাকে। কিন্তু হারিয়ে ফেলে প্রাণের প্রীয় বন্ধু নেমো ও মার্লিন কে।
এরপর পাইপ বন্ধু ডেস্টিনি অর্থাৎ তিমি ও মফিজ এর সাহায্যে নেমো ও মার্লিন কে খুজে বের করে৷ এখানে এক দারুণ ঘটনা ঘটে৷ ডরির সুকৌশল বুদ্ধির জন্য মার্লিন, নেমো,মুন্না সহ সকল বন্ধী মাছ গুলো স্বাধীনতা ফিরে পায়৷ সবাই মুক্ত হয়ে যায়৷
ডেস্টীনি, মফিজ ও ডরি
এভাবেই ডরি সবাইকে ফিরে পায়৷ মুভিটি না দেখলে তুমি অনেক কিছু মিস করে ফেলবে৷ কিভাবে ডরি তার পরিবার সহ সকল বন্ধুকে খুঁজে তার অসাধারণ আডভ্যাঞ্চার জার্নি মিস করতে না চাইলে, আজই দেখো ফেলতে পারো অসাধারণ 3D এনিমেশান এর “Finding Dory” এই সিনেমা টি৷
অতিথি একজন উদীয়মান শিশু অভিনেত্রী। বাংলাদেশে যে সব শিশু শিল্পীদের আমরা টিভিতে দেখতে পাই বা পত্রিকার পাতায় ছবি দেখি আজ আমরা তাদেরই একজনের কথা বলবো। ওর নাম অতিথি ইসরাত। পুরো নাম ইসরাত জাহান অতিথি। বিস্তারিত লিখেছে– নির্ঝর বিশাল।
অতিথি একজন উদীয়মান শিশু অভিনেত্রী এবং মডেল যিনি এত অল্প সময়ের মধ্যে শোবিজ বিশ্বে নিজের জায়গা করে নিয়েছেন। সে জন্মগ্রহণ করেছে ১৩ জুলাই, ২০১০। তিনি মাহারুন্নেসা মনি ও আজমল হোসেন ভূঁইয়ার কনিষ্ঠ সন্তান। তার দুটি বড় বোন রয়েছে যারা তাদের একাডেমিক প্রচেষ্টায় সমানভাবে সফল। মিডিয়াতে তার যাত্রা শুরু হয়েছিল “হাফ স্টপ ডাউন” নামে একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার মাধ্যমে। প্রখ্যাত অমিতাভ রেজা স্যার পরিচালিত “ভিম বাংলাদেশ” তাঁর প্রথম বাণিজ্যিক ভাবে করা কাজ এবং তখন তার বয়স ছিল মাত্র ৯ বছর । তাঁর মা এই প্রশংসাগুলি অর্জনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
অতিথি ঢাকায় জন্মগ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী। তার মা গৃহিণী এবং বাবা একজন সিভিল ইঞ্জিনিয়ার। অতিথি পি.বি মডার্ন স্কুলে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত আছে। আগেই উল্লেখ করা হয়েছিল সে ৯ বছর বয়সে তার প্রথম কাজটি ছিল “ভিম বাংলাদেশ”। ঠিক তখন তাঁর মা বুঝতে পেরেছিলেন তাঁর কনিষ্ঠ কন্যা এই ধরনের কাজ করতে অনেক আগ্রহী। তাই তিনি অতিথির প্রচেষ্টাকে বেগবান করতে তাকে সহায়তা করেছিলেন।
অতিথি ক্যামেরার সামনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং সহ-অভিনেতা এবং সিনিয়র অভিনেতাদের কাছ থেকে নতুন কিছু শিখার প্রচেষ্টা করেন যাতে সেগুলি তার জন্য সবকিছু সহজ করে তোলে। অমিতাভ রেজা, শিহাব শাহিন, আবু হায়াত মাহমুদ, কাজী ইলিয়াস কল্লোল, বিপাশা হায়াত, জয়া আহসান, জাহিদ হাসান, দিলারা জামান, মোশাররফ করিমের মতো অভিনেতাদের সাথে স্বতঃস্ফূর্ত এবং স্বাচ্ছন্দ্যবোধ ভাবে অভিনয় করেছে। সে নাচও পছন্দ করে এবং সে যখন ছোট ছিল তখন থেকেই এটি তার শখ ছিল।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জন্য নির্মিত টিভিসিতে কাজ করার মাধ্যমে সে আলোচনায় আসে। এই কাজটি তার জন্য অনেক কঠিন ছিল। অভিনয়ের ওই দিনটিতে তাকে একাধিকবার শট করতে হয়েছিল এবং প্রচুর কুকিজ খেতে হয়েছিল। কিন্তু সে একটুও অভিযোগ করেনি । সে নামী দামি সংস্থাগুলি এবং ব্র্যান্ডের টিভিসিতেও কাজ করেছেন যেমন: গ্রি বাংলাদেশ এসি, স্পিড এনার্জি ড্রিঙ্ক, কোকোলা মজার ক্রিম বিস্কুট (কাজী ইলিয়াস কল্লোল স্যারের পরিচালিত), ইস্পাহানি বিস্কুট, নেরোলাক পেইন্ট, মার্কস মিল্ক, ফান এবং জয়, ম্যাগি, বাবুল্যান্ড, এসএসজি সুপারস্টার লাইট, চপস্টিক্স, হোটেল ট্রপিকাল ডেইজি, টুয়েলভ ক্লথিং , হরলিক্স ওভিসি এবং একটি খুব সুপরিচিত টিভিসি ইউনিসেফের করোনভাইরাস প্রতিরোধ।
সে বিভিন্ন ব্র্যান্ড এবং সংস্থাগুলির ফটো শুটের সাথেও কাজ করেছে। যেমন: নবারুপা ফটো শুট, কিডস ফ্যাশন হাউস ফটোশুট ২০১৯, প্রাণ আরএফএল ফটো শ্যুট, প্রাণ পটেটো ক্র্যাকার ফটো শ্যুট।
এবং সর্বশেষে তিনি অভিনয় করেছেন এমন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকগুলি নিম্নরূপ: ফ্রেন্ডশিপ ডে (বাই জাস্ট স্টোরিস), হানিফ পালোওয়ান স্যারের “অমি একজন ভদ্রো লোক”, আবু হায়াত মাহমুদ স্যারের “শেকল ভাঙ্গার দিনে”, “প্রিয় প্রতিবেশী” রচনায় আবু হায়াত মাহমুদ স্যার।
সে “১৪ ই আগস্ট” নামের একটি ওয়েবসারিতেও কাজ করেছিলো। ১৪ ই আগস্ট শিহাব সাহিন স্যারের বানানো বাংলাদেশের অন্যতম সেরা ওয়েবসারিজ।
সম্প্রতি সে দুটি নতুন নাটকে কাজ করেছে যেগুলো পরের ঈদ উল আজহায় প্রচারিত হবে।
1. ডার্লিং পয়েন্ট (পরিচালক: মুজিবুল হক খোকন)
২.সোনালি রদ্দুর (পরিচালক: জুয়েল শরীফ) এটি বিটিভিতে প্রচারিত হবে এই ঈদ উল আজহায়।
সে এই সমস্ত প্রোজেক্টে কাজ করেছে মাত্র ১ বছরে। এটি তার জন্য কেবলমাত্র শুরু এবং সামনে একটি দীর্ঘ পথ ধরে তাকে যেতে হবে। সে বিশ্বাস করে সে একদিন তার বাবা-মা এবং বোনদের সাহায্যে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবে এবং তাদের গর্বিত করবে।
কারোর সহমর্মিতা এবং সহানুভূতি চাচ্ছি না। ছো্টবেলায় জীবনের প্রথমবারের মত স্কুলে গিয়েছি , – এই ভোটকা , তুমি এত্ত মোটা কেন ? বাসায় একজন আণ্টি আসলো , – ভাবি , আপনার বড় মেয়ের থেকে ছোট মেয়ে তো অনেক সুন্দর মানে ছোট মেয়ে ফরসা আর পাতলা । স্কুলে বন্ধুদের সাথে খেলতে চাইতাম , – তোর এই বড় শরীর নিয়ে দৌড়াতে পারবি ? আমাকে দেখার পর একজন সাধারণ মানুষ , – আমি তো ওর পড়াশুনা আর গুণের কথা শুনে ভাবসিলাম ও দেখতে কত না জানি সুন্দর হবে । গুণ আছে , পড়াশুনায় ভাল কিন্তু দেখতে তো ওরকম ভাল না । আমি ক্যাডেট কলেজে পড়ি শুনে কতিপয় মানুষ , – তুমি কি পিটি গেমস কিচ্ছু কর না ? তো এরকম হয়ে আছো কেন ?
এতদিন এগুলা শুনেছি , বড় হব আমার মত কালো আর মোটা মেয়ে আরো শুনব । অনেক কথা বলবে অনেকে , আমার বিয়ে নিয়ে অন্য মানুষদের অনেক চিন্তা হবে , ছোটবেলা থেকে তো আমার স্বাস্থ্য নিয়ে মানুষের চিন্তার শেষ ছিল না । তাদের কথা শুনলে মনে হয় আমাকে দেখাশুনার জন্য বাবা মা নেই । সারাবছরে কোন খবর নাই , একদিন এসে আমার খবর নিয়ে আমাকে ধন্য করে দেয় ।
এসব কিছুর পর আমার মনে হয় আমিই যেন নিজেকে বানিয়েছি । এই কালো চামড়া , মোটা শরীর যেন আমার হাত দিয়ে বানানো , এটা যেন আমার দোষ । আর যারা এরকম কথা বলেন তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে অহমিকা যেন একটু বেশিই , বলতে পারেন যে , “ কই ? আমার অহংকার!” কিন্তু আপনার যদি এরকম অহংকার না থাকত তাহলে আপনি আমার মত মানুষকে কথা শুনাতেন না যেটি আপনাদের ভাষ্যমতে উপদেশ ।
সৌন্দর্য তো আর মানুষের গুণ না , বিধাতা এই সৌন্দর্য দিয়েছেন । কিন্তু মানুষের নিজের কষ্টে অর্জিত অন্য গুণের থেকে কেন বিধাতা প্রদত্ত এই সৌন্দর্যের কদর বেশি ? আচ্ছা অনেকে বলবেন , এটা অনেক আগে থেকেই চলে আসছে সুন্দর জিনিসকে মানুষ পছন্দ করবে এটাই স্বাভাবিক । তো সুন্দর জিনিস নিয়ে আপনি ব্যস্ত থাকেন না ! কে মানা করছে ? আমাদের মত মানুষদের দিকে তাকানোর দরকার কি ? আমাদের নিয়ে কথা না বলে ওই সময়টুকু একজন সুন্দর মানুষের কাছেই কাটান ?
আমরা যেসব কথা শুনি , সেসব কথা অশ্রাব্য গালিগালাজ থেকেও অনেক খারাপ , গালি শুনে মানুষ অস্থায়ী কষ্ট পায় , কিন্তু এসব উপদেশ আমাদের মাথায় সারাজীবনের জন্য কষ্ট দেয় । আমি কারোর ভালবাসা , কারোর ভাল কথা , কারোর সহমর্মিতা এবং সহানুভূতি চাচ্ছি না । যাদের নিম্নশ্রেণির জিহ্বা আছে তাদের কাছ থেকে এগুলা চাওয়ার কোন মানেই হয় না । শুধু একটি কথাই আপনাদের জিহবা গুলোকে সংযত রেখেন , আর না রাখলে বাড়ি মেরে সংযত করাতে হবে ।
বি. দ্র . অনেকেই বলবেন এখন সময়ের পরিবর্তন হয়েছে , কিন্তু আমার মনে হয় না আমি আগের যুগ থেকে টাইম মেশিন দিয়ে এসে এ যুগে বাস করছি ।
বাবার স্বপ্ন পুরণ করতে পেরে আমি আনন্দিত।ছোট বেলা থেকেই বাবার কাছে ক্যাডেট কলেজের কথা শুনছি।বাবা লিখিত পরীক্ষায় চান্স পেয়েছিলেন কিন্তু মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বাবার কাছে সবসময় শুনেছি আমার চোখে তিনি ওনার অসম্পূর্ণ সপ্ন গুলো দেখেন। ওখান থেকেই সপ্নের শুরু। ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর শুরু হলো প্রস্তুতি। ছাত্রী হিসেবে কোনোকালেই ভাল ছিলাম না। গণিতে যাও একটু নম্বর পেতাম, অন্য গুলোতে তাও পেতাম না। পরীক্ষায় কখনোই প্রথম হতাম না। তৃতীয় বা চতুর্থ হতাম।
কলেজে প্রথম বারের মত খাকি ড্রেসে (মাঝের ছবিতে)
যেই স্কুলটিতে পড়তাম সেখানে আগে কেউ চান্স পায়নি। আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই বললেন এখান থেকে সম্ভব না। শিক্ষকরাও হতাশ। শুধু বাবাই বলতেন আমি পারব। অবশেষে পরীক্ষার দিন এলো। বাবা কাজের কারণে যেতে পারবেন না। খুব ভোরে রওনা হলাম। পরীক্ষার হলে আমার আশেপাশে পরিচিতজনের কাউকে দেখতে পেলাম না। প্রথম পরীক্ষা ভালোই হলো। দ্বিতীয় পরীক্ষা খুব একটা ভাল হলো না। বের হয়ে দেখি সবাই কাদতে কাদতে বের হচ্ছে। ভাবলাম সবারই খারাপ হয়েছে কান্নার কিছু নেই।
আমাদের লিখিত পরীক্ষার ফলাফল একটু দেরিতে প্রকাশ হওয়ায় ভেবেছিলাম আমি বোধহয় পারিনি। এক স্যার বললেন যারা চান্স পেয়েছে তাদেরকে জানানো হয়েছে। আমি পাইনি। বাসায় বললাম। সবাইকে জানানো হলো। দুই দিন পর জানতে পারলাম ফলাফল প্রকাশ হয়নি। শুধু বাবাকে বললাম। কিছুদিন পর সত্যি ফলাফল প্রকাশ হলো। সকালবেলা বাবা এসে বলল আমার নাম নাকি তালিকায় আছে। এরপর মৌখিকের প্রস্তুতি শুরু হলো। এই প্রথম এই স্কুল থেকে কেউ চান্স পেয়েছে তাই প্রচারণা একটু বেশিই হলো।
মৌখিক পরীক্ষা দিতে গেলাম। মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলো আমার জন্মদিনে। জন্মদিনের স্রেষ্ট উপহারটা সৃষ্টিকর্তাই দিলেন। এরপর শুরু হলো কেনাকাটা। অবশেষে এলো সেই দিন।৫৪ টি চঞ্চল প্রাণ শুরু করলাম নতুন যাত্রা। সেদিন বাবাকে অনেক দিন পর কাদতে দেখলাম। আমাকে রেখে যাওয়ার আগে বাবা বললেন যে আমি এখানে অনেক বন্ধু পাব কিন্তু তার একটা কাছের বন্ধু দূরে চলে গেল।
আমার গাইড আপা বেশ সুন্দরী, গোছানো এবং ভালো ছাত্রী। আমি ঠিক তার উল্টো। তবুও তার সাথে আমার সম্পর্ক ভালোই। যাওয়ার দুই দিন পর ছিল পহেলা বৈশাখ। আপারা অনেক মজা করলেও আমরা পারিনি। নতুন ছিলাম তো তাই। এরপর নভিসেস ড্রিলে ৫ বছর পর আমাদের হাউস প্রথম না হয়ে দ্বিতীয় হলো। এবার পরীক্ষার পালা। গণিতে ফেল করলাম।এখানেই শেষ না,সেভেনে সাধারণত কেউ ইডির স্বাদ পায়না। আমি পেলাম। রেস্টের কাগজ সাথে না থাকায় আমি ও আমার দুই সহপাঠী একসঙ্গে পেলাম।
জোহরা আপু, আমাকে প্রথমবারের মতো ক্যাডেট পোশাক পরিয়ে দিচ্ছেন।
এথলেটিক্স এ আমি ৮০০ মিটারের জন্য বাছাইকৃত হলাম। লাস্ট হলাম।এরপর এপুলেটে একটা দাগ বাড়ল। এবার দ্বিতীয় ইডিটাও পেয়ে গেলাম। জুতা পলিশ না করায়।গতবার পহেলা বৈশাখে ৭ ছিলাম বলে কিছুই করতে পারিনি এবার আমার সবাই শাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু করনার কারণে এবার পহেলা বৈশাখ পালিত হলো না। তাই আমরা রুমেই শাড়ি পরলাম। ধরাও খেলাম। হাউস মাস্টার সাবেরা ম্যাডাম তার রুমে নিয়ে ছবি তুললেন। এরপর ছুটিতে কে কোথায় যাবে এই নিয়ে ঝামেলা শুরু হলো। আমার বিল্ডিংয়ে করনা রুগী থাকায় আমাকে দাদুর বাসায় যেতে বলা হলো। সব ঠিক হয়ে গেল, শেষ মুহূর্তে বাবা বলেন আমি দাদুর বাসায় না আমার বাসায় যাচ্ছি। সারারাত খুশিতে ঘুমাতে পারিনি।