spot_img
More
    Homeনোটিশবোর্ডসিসিমপুরের জন্য গল্প লেখা প্রতিযোগিতা

    সিসিমপুরের জন্য গল্প লেখা প্রতিযোগিতা

    আছেন কেউ? গল্প-লিখিয়ে?Image result for সিসিমপুর

    সিসিমপুর – শিশুদের প্রারম্ভিক বিকাশ এবং শিক্ষাগ্রহণকে আনন্দায়ক ও উপভোগ্য করার এক স্বপ্নীল ভুবন। সিসিমপুর চায় শিশুরা হয়ে উঠবে অনেক বেশি সম্পন্ন, সবল ও সদয় । সে লক্ষ্যে আমরা তৈরি করছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান এবং প্রকাশ করছি গল্পের বইসহ নানামুখী শিক্ষা উপকরণ।

    এ বছরও আমরা ইউএসএআইডি-এর অর্থায়নে “আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ম্যাস মিডিয়া একটিভিটি, সিসিমপুর” প্রকল্পের অধীনে প্রকাশ করতে যাচ্ছি আরও অনেক গল্পের বই। আর সেইজন্যই আমরা চাই আপনি হয়ে উঠুন সিসিমপুরের গল্প লিখিয়েদের একজন। নিচে দেওয়া গল্পটি শেষ করুন, গল্পের একটি নাম দিন এবং পাঠিয়ে দিন আমাদের কাছে।

    “বানরের খুব মন খারাপ। পথে দেখা শেয়ালের সাথে। শেয়াল বলল, মন খারাপ কেন?”

    লেখার সময় খেয়াল রাখুন-Image result for সিসিমপুর

    • গল্পটি হবে ৩ থেকে ৮ বছর বয়সী শিশুদের উপযোগী;
    • গল্পে মোট শব্দ সংখ্যা হবে সবোর্চ্চ ২০০;
    • প্রতি বাক্যে শব্দ থাকবে সবোর্চ্চ ৬টি;
    • প্রতি শব্দে সর্বোচ্চ বর্ণ থাকবে ৫টি;
    • গল্পটি হবে সর্বোচ্চ ১৬ পৃষ্ঠার;
    • প্রতি পৃষ্ঠায় বাক্য হবে সর্বোচ্চ ৫টি;
    • যুক্তাক্ষর ব্যবহার হবে খুবই কম;
    • গল্পটি হবে ইতিবাচক (সিসিমপুর নেতিবাচক উপস্থাপন নিরুৎসাহিত করে);

    লেখা পাঠানোর শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০১৮

    লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

    অথবা

    আমার গল্প
    সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ
    লেভেল-৮, টাওয়ার-১, ইউনিট-জি,
    পুলিশ প্লাজা কনকর্ড,
    গুলশান- ১, ঢাকা-১২১২।

     

    RELATED ARTICLES

    Most Popular