spot_img
More
  Homeপড়ালেখা ও অনুশীলনপঞ্চম শ্রেণীর পড়াশোনা-সাধারণ জ্ঞান

  পঞ্চম শ্রেণীর পড়াশোনা-সাধারণ জ্ঞান

  সাধারণজ্ঞান
  বাংলাদেশের ইতিহাস
  অনুশীলন
  ১। কত শতকে বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়?
  উ : ত্রয়োদশ শতকে।
  ২। ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খল্জী কবে নদীয়া আক্রমণ করেন?
  উ : ১২০৪ খ্রিঃ।
  ৩। বখতিয়ার খলজী কবে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
  উ : ১২০৫ খ্রিঃ (মতানত্মরে ১২০৬)।
  ৪। প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে?
  উ : সিন্ধু।
  ৫। ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার বয়স কত?
  উ : ৫০০০ বছর।
  ৬। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেন কবে?
  উ : খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।
  ৭। আরবরা সিন্ধু আক্রমণ করে কত সালে?
  উ : ৭১২ খ্রিস্টাব্দে।
  ৮। আরবদের সিন্ধু অভিযানে নেতৃত্ব দেন কে?
  উ : সেনাপতি মুহম্মদ বিন কাসিম।
  ৯। সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে কত বার?
  উ : ১৭ বার।
  ১০। সুলতান মাহমুদ কে ছিলেন?
  উ : গজনীর অধিপতি।
  ১১। মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ?
  উ : তরাইনের প্রথম যুদ্ধ।
  ১২। দিলস্নীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে?
  উ : সুলতানা রাজিয়া।
  ১৩। মরক্কোর পরিব্রাজক ইবনে বতুতা কার সময় দিলস্নীতে আসেন?
  উ : মুহম্মদ বিন তুঘলক।
  ১৪। পূর্বে ‘বেলঘকপুর’ বা বিদ্রোহের দেশ নামে পরিচিত ছিল কোন অঞ্চল?
  উ : বাংলা।
  ১৫। প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
  উ : সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ।
  ১৬। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন?
  উ : ফেরদৌসী।
  ১৭। সুলতান মাহমুদের সভায় একজন নামকরা দার্শনিক ও জ্যোতির্বিদ_
  উ : আল বেরম্নণী।
  ১৮। মুহম্মদ ঘোরীর সেনাপতি কুতুবদ্দীন আইবেক দিলস্নী দখল করেন কত সালে?
  উ : ১৩৩৯ সালে।
  ১৯। বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের সময় নদীয়ার রাজা কে ছিলেন?
  উ : সেন বংশীয় রাজা লক্ষ্মণ সেন।
  ২০। বাংলাদেশে মুসলিম রাজত্বের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  উ : ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী।
  ২১। পাল ও সেন রাজত্বের পর সুলতানী আমলে বাংলাদেশ কি নামে পরিচিত ছিল?
  উ : গৌড়।
  ২২। কোন্ মুসলমান শাসক প্রথমে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন?
  উ : ফখরম্নদ্দীন মোবারক শাহ্।
  ২৩। শের শাহের আমলে সোনারগাঁ থেকে সিন্ধু নদ পর্যনত্ম যে সড়কটি তৈরি হয় তার নাম কি?
  উ : গ্রান্ড ট্রাঙ্ক রোড।
  ২৪। মুসলমানরা কত বছর এ দেশ শাসন করে?
  উ : প্রায় ৫৫০ বছর।
  ২৫। কোন্ মুসলমান প্রথম বাংলাদেশ জয় করেন?
  উ : ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বখতিয়ার খলজী (১২০৪ খ্রিস্টাব্দে)।
  ২৬। কত জন সৈন্য নিয়ে বখতিয়ার খলজী বাংলাদেশ জয় করেন?
  উ : ১৭ জন অশ্বারোহী সৈন্য নিয়ে।
  ২৭। সুলতানী আমলের প্রথম সুলতান কে ছিলেন?
  উ : কুতুব উদ্দিন আইবেক।
  ২৮। সুলতানী আমলে প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হইতে?
  উ : নায়েব-ই-সুলতান।
  ২৯। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
  উ : নবাব সিরাজউদ্দৌলা।
  ৩০। কত খ্রিস্টাব্দে ফখরম্নদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেন?
  উ : ১৩৩৮ খ্রিস্টাব্দে।
  ৩১। কোন সুলতান চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যনত্ম এক সুদীর্ঘ ও প্রশসত্ম সড়ক নির্মাণ করেন?
  উ : ফখরম্নদ্দিন মুবারক শাহ।
  ৩২। বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
  উ : আলাউদ্দীন হোসেন শাহ।
  ৩৩। হোসেন শাহকে কারা ‘নৃপতি তিলক’ ও ‘জগৎ ভূষণ’ উপাধিতে ভূষিত করেন?
  উ : হিন্দু প্রজাগণ।
  ৩৪। সুলতান গিয়াসউদ্দীন আযম শাহ কত সাল থেকে কত সাল পর্যনত্ম বাংলাদেশ শাসন করেন?
  উ : ১৩৯৩-১৪১১ খ্রিঃ।
  ৩৫। আলাউদ্দীন হোসেন শাহ কত দিন বাংলায় রাজত্ব করেন?
  উ : ১৪৯৩-১৫৩৮ খ্রিঃ পর্যনত্ম, ৪৫ বছর।
  ৩৬। কার পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষায় প্রথম মহাভারত রচিত হয়?
  উ : পরাগল খান ও ছুটি খান।
  ৩৭। মালদহের বড় পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন।
  উ : সিকান্দার শাহ।
  ৩৮। বাংলার কোন শাসনকর্তার সময় হযরত শাহজালাল ধর্ম প্রচারার্থে সিলেটে আসেন?
  উ : সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহ।
  ৩৯। উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় এসেছিলেন কার শাসনামলে?
  উ : মুহম্মদ-বিন-তুঘলক।
  ৪০। সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত_
  উ : রৌপ্য মুদ্রা।

  যাচাই
  ১। কখন থেকে সুলতানী আমল শুরম্ন হয়?
  ক) সেন রাজত্বের পর
  খ) পাল রাজত্বের পর
  গ) পাল ও সেন রাজত্বের পর চ
  ঘ) মৌর্য সাম্রাজ্যের পর
  ২। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন কে?
  ক) বখতিয়ার খলজী খ) হোসেন শাহ
  গ) ইলিয়াস শাহ চ ঘ) সরফরাজ খান
  ৩। কোন সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?
  ক) বখতিয়ার খলজি চ খ) শিহাবুদ্দীন মুহম্মদ ঘুরী
  গ) আলাউদ্দীন খল্জি ঘ) আলী মর্দান খলজি
  ৪। বখতিয়ার খলজি কোন স্থানে মৃতু্যবরণ করেন?
  ক) ঢাকায় খ) দেবকোটে চ
  গ) খুলনায় ঘ) রাজশাহীতে
  ৫। সুলতান ইলতুৎমিশ হতে গিয়াসুদ্দীন বলবন পর্যনত্ম সময়ের মধ্যে বাংলায় কত জন তুকর্ী শাসক রাজত্ব করেন?
  ক) চৌদ্দ জন খ) ষোল জন
  গ) পনের জন চ ঘ) সতের জন
  ৬। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান কে ছিলেন?
  ক) ফখরম্নদ্দীন মুবারক শাহ্ খ) আলাউদ্দীন ফিরোজ শাহচ
  গ) গিয়াসুদ্দীন আযম শাহ্ ঘ) আলাউদ্দীন আলী শাহ্
  ৭। রাজা গণেশ কত খ্রিস্টাব্দে বাংলার হিংহাসনে আহোরণ করেন?
  ক) ১৪১৭ খ্রিস্টাব্দে খ) ১৪১৪ খ্রিস্টাব্দে চ
  গ) ১৪১৯ খ্রিস্টাব্দে ঘ) ১৪২১ খ্রিস্টাব্দে
  ৮। কে জালালুদ্দীন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
  ক) রাজা গনেশ খ) যদু সেন চ
  গ) হেমনত্ম সেন ঘ) সামনত্ম সেন
  ৯। দিলস্নীর সুলতানগণ বাংলাকে ‘বুলঘকপুর’ আখ্যায়িত করতেন কেন?
  ক) বাঙালিদের মধুর ব্যবহারের জন্য
  খ) বাঙালিদের আতিথেয়তার জন্য
  গ) বাঙালিদের কোমল স্বভাবের ছিল বলে
  ঘ) বাঙালিদের সুযোগ পেলে বিদ্রোহ করত বলে চ
  ১০। কোন সুলতান ‘শাহ-ই-বাঙ্গালা’ উপাধি ধারণ করেন?
  ক) আলাউদ্দীন আলী শাহ্ খ) ফিরোজ শাহ্
  গ) ইলিয়াস শাহ্ চ ঘ) হোসেন শাহ্
  ১১। গৌড়ের কোতোয়ালী দরওয়াজা কার অমর কীর্তি?
  ক) গিয়াসুদ্দীন আযম শাহ্ খ) সিকান্দার শাহ্
  গ) জালালুদ্দীন ফতেহ শাহ্ ঘ) রম্নকনুদ্দীন বরবক শাহ্ চ
  ১২। কতজন সৈন্য নিয়ে বখতিয়ার খলজী বাংলাদেশ জয় করেন?
  ক) ১৫ জন খ) ১৭ জন চ
  গ) ১৮ জন ঘ) ২০১ জন
  ১৩। মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে বাংলার বিজিত অঞ্চলগুলো নিয়ে কি গড়ে উঠে?
  ক) পুন্ড্রনগর খ) লখনৌতি প্রদেশ চ
  গ) নদীয়া ঘ) সমতট
  ১৪। সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য কি মুদ্রা ব্যবহার করত?
  ক) স্বর্ণ মুদ্রা খ) কাগজের মুদ্রা
  গ) রৌপ্য মুদ্রা চ ঘ) দসত্মার মুদ্রা
  ১৫। কতবার সুলতান মাহমুদ ভারত বর্ষ আক্রমণ করেন?
  ক) ১৮ বার খ) ১৭ বার চ
  গ) ১৬ বার ঘ) ১৫ বার

  ৩. মোঘল আমল
  পাঠ
  ১। মুর্শিদকুলি খানের মৃতু্যর পর কে বাংলা ও উড়িষ্যার সুবাদার নিযুক্ত হন?
  উ : সুজাউদ্দীন মুহম্মদ খান।
  ২। মুহম্মদ কত খ্রিস্টাব্দে বিহারকে বাংলার সাথে যুক্ত করেন?
  উ : ১৭৩৩ খ্রিস্টাব্দে।
  ৩। সুজাউদ্দীনের মৃতু্যর পর কে বাংলার মসনদে বসেন?
  উ : সরফরাজ খান।
  ৪। কত খ্রিস্টাব্দে আলীবদর্ী খান বাংলার মসনদে বসেন?
  উ : ১৭৪০ খ্রিস্টাব্দে।
  ৫। কত সালে সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
  উ : ১৬১০ সালে।
  ৬। কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?
  উ : যুবরাজ মোহাম্মদ আযম-এর আমলে।
  ৭। লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?
  উ : শায়েসত্মা খান।
  ৮। মুঘল আমলে উৎকৃষ্ট কার্পাস দিয়ে কোন বস্ত্র তৈরি হত?
  উ : মসলিন বস্ত্র।
  ৯। বাবরের মৃতু্যর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন?
  উ : নাসিরম্নদ্দীন মুহম্মদ হুমায়ুন।
  ১০। শের খান কবে গৌড় অধিকার করেন?
  উ : মার্চ ১৫৩৮ খ্রিঃ।
  ১১। বাংলায় কররানী বংশের প্রতিষ্ঠাতা কে?
  উ : তাজ খান কররানী।
  ১২। বাংলায় কররানী বংশ প্রতিষ্ঠিত হয় কবে?
  উ : ১৫৬৪ সালে।
  ১৩। কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অনত্মভর্ুক্ত হয়?
  উ : রাজমহলের যুদ্ধে।
  ১৪। শায়েসত্মা খান কত দিন বাংলার সুবাদার ছিলেন?
  উ : ১৬৬৪-১৬৮৮ খ্রিঃ পর্যনত্ম ২২ বছর।

  ছোটদেরবন্ধু
  ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
  সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
  RELATED ARTICLES

  3 COMMENTS

  Comments are closed.

  Most Popular