জাজ মাল্টিমিডিয়ার ডিজিটাল প্রযুুক্তিতে তৈরি হয়েছে ‘পুত্র’ সিনেমাটি যদিও তা এখনো মুক্তি দেওয়া হয়নি। নানা কারণে সেটা ঝুলে আছে। এটি এমন একটি সিনেমা যা আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে কেননা এটি নির্মিত হয়েছে অটিষ্টিক শিশুদের নিয়ে। বাংলাদেশে এই প্রথম এ ধরনের গল্পে সিনেমা করা হলো যা সত্যিই প্রশংসার দাবীদার। অনেকদিন ঝুলে থাকা মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিকে মুক্তি দিতে বিশেষ করে দেশের সব কটি প্রেক্ষাগৃহে প্রদর্শনীর জন্য নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রনালয় যা সত্যিই প্রশংসার দাবীদার কেননা এ ধরনের সিনেমা সবার দেখা উচিত।এমনকি এ সময়ে অন্য কোন সিনেমা মুক্তি না দেওয়ার জন্যও বলা হয়েছে।
নির্দেশ যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা দেশের সব জেলা প্রশাসকের মাধ্যমে তদারকি করা হবে। অটিস্টিক শিশুদের নিয়ে এই ছবির গল্প। সত্য ঘটনা অবলম্বনে ‘পুত্র’ ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন হারুন রশীদ। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটির সার্বিক তত্ত্বাবধানে আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
আজ শনিবার সকালে জাজের কর্ণধার আবদুল আজিজ একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক পত্রিকাকে বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। ছবিটা যেহেতু সরকারের, সুতরাং তাদের কথা শুনতেই হবে। কিন্তু সব প্রেক্ষাগৃহে চালানো সম্ভব হবে না। এভাবে প্রদর্শনী সম্ভব না। এটা প্রদর্শনীর নিয়ম না। এভাবে চালানো ঠিক হবে না। শিগগিরই এ বিষয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’
আবদুল আজিজ জানান, আগামীকাল রোববার তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সঙ্গে পুরো ব্যাপারটি নিয়ে তিনি কথা বলবেন।
‘পুত্র’ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। ছবিটি নিয়ে তিনি আরও বলেন, ‘এখানে সবার জন্য কিছু বার্তা আছে, আবার বিনোদনও আছে। দর্শকদের অনুরোধ করব, আপনারা অবশ্যই হলে গিয়ে ছবিটি দেখুন। ছবিটি সবার দেখা খুব প্রয়োজন। সবাইকে বলব, যে পরিবারে এ ধরনের ছেলেমেয়ে আছে, তাদের অবস্থানে গিয়ে নিজে অনুভব করুন। তাহলে সবাই বুঝতে পারবেন।’
এই সিনেমার অভিনেত্রী জয়া আহসান বললেন, ‘এই ছবিতে কাজ করতে গিয়ে আমি এ ধরনের ছেলেমেয়েদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। তাদের কাছ থেকে দেখেছি। এই সমস্যা নিয়ে পড়াশোনা করেছি। তাদের কীভাবে পরিচালনা করতে হয়, তার ওপর প্রশিক্ষণ নিয়েছি। ওদের খুব কষ্টের জীবন। এ ধরনের সন্তানদের নিয়ে তাদের বাবা-মা কতটা অসহায় থাকেন, তাদের পরিচালনা করা, তাদের বয়ঃসন্ধিকালে কী ধরনের সমস্যা হয়—সবকিছু অবর্ণনীয়। অনেক দিন আগে প্রথম আলোতে দুটি অটিস্টিক মেয়ে আর তাদের মায়ের গল্প প্রকাশিত হয়েছিল। আমি ওদের স্কুলে গিয়েছিলাম। সেই সব অভিজ্ঞতা বলে বোঝানো সম্ভব না। উপলব্ধি করতে হবে।’
‘পুত্র’ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, জয়া আহসান, লাজিম, আজিজুল হাকিম, শামস সুমন প্রমুখ।
আরও পড়ুন–
Comments are closed.