ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতি বছরই নতুন কোন স্টাইলে গেট নির্মান করা হয়।এতে স্থান পেয়েছে দেশের ঐতিহ্য,গৌরবের বিষয়। আমরা অনেকেই বিগত বছরে বাণিজ্যমেলায় যেতে পারিনি এবং সে কারণে হয়তো গেটের সৌন্দর্য দেখা হয়নি।সে কারণেই আমাদের এবারের এ আয়োজন। আমরা বিগত বছরের গেট গুলোর ছবি সংগ্রহ করে এক জায়গাতে নিয়ে এসেছি। চলুন দেখি কোন বছর গেট কেমন ছিলো।






মূলত ২০১৭ সাল থেকে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলার গেট নির্মানে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। বিশেষত আমাদের দেশের ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক এবং আমাদের কোন গুরুত্বপুর্ন অর্জনকে উপজীব্য করে গেট নির্মান শুরু হয়েছে। আমার দেখতে পাচ্ছি ২০১৭ সালে বাংলাদেশের সর্বচ্চোবিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে গেট নির্মান করা হয়েছিল।

পদ্মাসেতু আমাদের দেশীয় অর্থায়নে নির্মিত হচ্ছে এটি এ যাবৎকালে আমাদের অন্যতম বড় প্রজেক্ট।এটিকে উপজীব্য করে ২০১৮ সালে ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলার গেট নির্মান করা হয়।

ঢাকা শহরে চলাচলে আরো গতি আনতে নির্মান শুরু হয়েছে মেট্রোরেল।সেটিকেই এবার ২০১৯ ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্যমেলার গেট নির্মান করে তুলে ধরা হয়েছে।
Comments are closed.