ছোটদের বন্ধু এই বছর আয়োজন করতে যাচ্ছে “অনুর্ধ্ব ১৮ লেখক সন্ধান ২০১৯”। প্রতিটি ছাত্র ছাত্রীই লেখাপড়ার পাশাপাশি বিশেষ কোনো দিকে তার প্রতিভা দেখিয়ে থাকে। আমরা এইবার তাই স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজন করতে যাচ্ছি অনুর্ধ্ব ১৮ লেখক সন্ধান যেখানে আমরা খুদে গল্প লেখকদের খুঁজে বের করবো। তো নানা আয়োজনে যারা যুক্ত থাকতে চাও তারা নিচের ফর্মটি পুরণ করে ফেলো।
আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নিযুক্ত স্বেচ্ছাসেবক দের কাছ থেকে ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের মধ্যে খুদে লেখক দের লেখা তুলে দিতে হবে সেই স্বেচ্ছাসেবক এর কাছে। নিম্নে প্রতিযোগিতার নিয়মাবলি দেওয়া হলো:
প্রতিযোগিতার নিয়মাবলি
বিভাগ বণ্টন:
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী——— প্রাথমিক বিভাগ
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী————- মাধ্যমিক বিভাগ
নবম থেকে দ্বাদশ শ্রেণী———– উচ্চ মাধ্যমিক বিভাগ
করণীয়:
১) ২০ টাকা দিয়ে প্রতিষ্ঠানে নিযুক্ত ছোটদের বন্ধু স্বেচ্ছাসেবক এর কাছ থেকে ফর্ম কিনতে হবে।
২) ফর্মটি পূরণ করে উপরের অংশ ছিড়ে গল্পের সাথে আটকে জমা দিতে হবে ও নিচের অংশ নিজের কাছে সংরক্ষণ করতে হবে।
৩) গল্প ২০০-২০০০ শব্দের মধ্যে হতে হবে।
উল্লেখ্য:
১) প্রতি বিভাগ থেকে যে কয়জনের গল্প পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে তাদের সবাইকে বিজয়ী ঘোষণা করা হবে।
২) বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট দেওয়া হবে।
৩) বিজয়ীদের গল্প নিয়ে ম্যাগাজিন ছাপা হবে এবং তারা “ছোটদের বন্ধু” ওয়েবসাইট এ লেখালিখি করার সুযোগ পাবে।
৪) ১লা ডিসেম্বর,২০১৯ ইং তারিখের মধ্যে লেখা জমা দিতে হবে
* আপনাদের স্কুল বা কলেজে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহী কোনো শিক্ষার্থী থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমরা আপনাদের স্কুল কলেজে পৌঁছে যাবো ফর্ম সহ।
যোগাযোগ:
ইমেইল: [email protected]
মোবাইল নাম্বার : 01892700792
01892700793
01892700795
01892700796