প্রতিটি শিশু কিশোর কিশোরীর রয়েছে শিক্ষা,চিকিৎসা এবং অন্যান্য সুবিধা পাওয়ার জন্মগত অধিকার। কিন্তু আমরা কি ওদের সেই অধিকার নিশ্চিত করতে পেরেছি? আমাদের দেশে ধনীরা আরও ধনী হচ্ছে কিন্তু তাদের মধ্যে কতটুকুইবা মানবিকতাবোধ জন্ম নিচ্ছে। এই দেশে যত ধনী আছেন তাদের সুদৃষ্টি পড়লে দেশ থেকে সুবিধাবঞ্চিত শিশু সংখ্যা জিরোতে নামিয়ে আনা খুব একটা কঠিন কিছু না। কিন্তু তারা কানাডা আমেরিকাতে বাড়ি করার বিষয়ে যতটা আগ্রহী তার জিরো দশমিক জিরো এক শতাংশও এই সব মানুষের কথা ভাবার অবকাশ পায় না।
আর তাই এসব দেখে দুঃখ হয়। ছোটদেরবন্ধুরা এসব দেখে বসে থাকতে পারে না। সহযোগিতা করার জন্য কোটিপতি হওয়া লাগে না শুধু ভালো মানসিকতাই যথেষ্ট। তাইতো দেশের আনাচে কানাচে আমাদের ছোটদেরবন্ধুরা নিরলস ভাবে কাজ করে চলেছে। তারা নিবেদিত প্রাণ। নিলোর্ভ আর নিরহংকারী। তারা ওই সব পিছিয়ে পড়া শিশু কিশোর কিশোরীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন ‘উচ্ছ্বাস’ এর আয়োজনে গত ১০/০২/২০২৩ তারিখ রোজ শুক্রবার বরিশাল নগরীর চাঁদমারী মাদ্রাসা মাঠ এলাকায় শিশুদের নিয়ে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কিত সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় ।কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ, কেউ খারাপ স্পর্শ করলে শিশুদের করনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও শিশুদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।
স্থান : চাঁদমারী মাদ্রাসা মাঠ, বরিশাল
আয়োজনে : উচ্ছ্বাস
সহযোগিতায় : জেলা প্রশাসন বরিশাল এবং ইউনিসেফ।