করোনা ভাইরাসের প্রকোপে চারদিকে সব কিছু থেমে গেছে। স্কুল ছুটি হয়ে গেছে,অফিস বন্ধ হয়ে গেছে।সবচেয়ে অসুবিধায় পড়েছে আমাদের ছোটরা।বাইরে যেতে না পারলে কি আর মন ভালো থাকে?
এই সময়ে বড়দের সহযোগিতায় ছোটরাও তাদের সময়টাকে কিছুটা হলেও আনন্দে কাটাতে পারে। ক্লাসের পড়া আর কতক্ষনইবা পড়া যায়? টিভিইবা কতসময় দেখা যায়? কোন কিছুই টানা করে যাওয়া যায় না। আর সারাদিন বাসায় থাকলে ঘরদোর নোংরা হতে পারে।
এই সময়ে তাই একটি রুটিন করে সময় কাটানো যেতে পারে। অদ্বিতীয়া এই সময়ে বাসায় অনেক কিছু করছে। শুধু পড়াশোনা,খাওয়াদাওয়া আরটিভি দেখা নয় বরং সে বাবা মাকে সাহায্য করার জন্য বাসার কিছু কিছু কাজও করছে।
সব কাজতো সে করতে পারবে না তাই সে যে কাজ গুলো পারে তা করতে চেষ্টা করছে। এই যেমন ঘর ঝাড়ু দেওয়া,মব দিয়ে ঘর মোছা,ওয়ারড্রব গুছিয়ে রাখা। বিছানা গুছিয়ে রাখা,পড়ার টেবিল গুছিয়ে রাখা। এতে করে বাবা মায়ের কাজ অনেকটাই কমে যাচ্ছে। এ সবই হচ্ছে বাবা মায়ের উত্তম শিক্ষার মাধ্যমে।
ছোটদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন দেখবে ওরাও অদ্বিতীয়ার মত নিজের কাজ গুছিয়ে রাখবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হবে।
ছবিঃ অদ্বিতীয়ার বাবা মাসুক এলাহীর পক্ষ থেকে।