একটি প্রশ্নের উত্তর দিয়েই কোটিপতি বনে গেলো কিশোর মায়াঙ্ক।একটি কুইজ শোতে কোটি টাকার প্রশ্নের উত্তর দিয়ে ১ কৌটি রূপি জিতে নিয়েছে সে।বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।অষ্টম শ্রেণিতে পড়ুয়া মায়াঙ্ক কোটি টাকা জিতে কান্নায় ভেঙ্গে পড়ে।
ঘটনাটি ভারতের একটি শোতে ঘটে।ভারতের একটি কুইজ শো “কৌন বনেগা ক্রোড়পতি”।শোতে হোস্ট হিসেবে ছিলেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫ তম আসরে অংশ নেয় কিশোর মায়াঙ্ক।অনুষ্ঠানে মায়াঙ্কের মায়াঙ্কের বুদ্ধিমত্তা এবং বুদ্ধিতে বিমোহিতে হয় দর্শক এবং বিচারকরা।কিশোর মায়াঙ্ককে কোটি টাকার প্রশ্নে যেতে উত্ত্র দিতে হয়েছে ১৫টি প্রশ্ন।হোস্টের করা একের পর এক প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথেই দিয়েছে মায়াঙ্ক।তারপর ১৬তম প্রশ্নে পৌঁছায়।যেটি ছিলো কোটি টাকার প্রশ্ন।সবাইকে অবাক করে দিয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েও কোটি টাকা জিতে নেয় মায়াঙ্ক।তাকে করা প্রশ্নটি ছিল,
“কোন ইউরোপীয় মানচিত্রকার সদ্য আবিষ্কার করা মহাদেশের ম্যাপ তৈরি করেছিলেন, যার ওপর আমেরিকা লেখা ছিল? “
A- আব্রাহাম অরটেলিয়াস, B- গেরাদাস মার্কেটর, C- জিওভানি বাতিস্তা অ্যাগনেস এবং D- মার্টিন ওয়াল্ডসিমুলার।
মায়াঙ্কা উত্তর দেয় অপশন ডি মার্টিন ওয়াল্ডসিমুলার।যা ছিল সঠিক উত্তর।প্রশ্নের উত্তর সঠিক হওয়ায় কেঁদে ফেলে মায়াঙ্ক।কারণ সে ইতিমধ্যে কৌন বনেগা ক্রোড়পতির জুনিয়রস উইকে কোটিপতি হয়ে গেছে।তারপরে সে সাত কৌটির প্রশ্নেরও মুখোমুখি হয়।কিন্তু উত্তর জানা না থাকায় গেম থেকে বেরিয়ে আসে।
১৪ বছর বয়সী কিশোর মায়াঙ্ক ভারতের হরিয়ানার মহেন্দ্রগড়ে বাস করে।সে বর্তমানে অষ্টম শ্রেণির ছাত্র।হরিয়ানার মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তাকে টুইটারে এক ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছে।তাকে ‘জিনিয়াস’ বলে অ্যখ্যা দিয়েছে মুখ্যমন্ত্রী।অনুষ্টানে যখন মায়াঙ্ক প্রশ্নের উত্তর দিয়ে কোটি টাকা জিতে নেয় তখন উপস্থিত ছিলো মায়াঙ্কের মা বাবা।তার মা বাবা তার ব্যতিক্রমী জ্ঞানের প্রতি আগ্রহকে স্বীকার করে।মায়াঙ্ক জানায় “একমাত্র গুরুত্বপূর্ণ জিনিস হল আপনার জ্ঞান।”মায়াঙ্ক কুইজে দুদার্ন্ত গেম প্লে প্রদর্শন করে।সে হরিয়ানায় সর্বকনিষ্ঠ কৌটিপতি হওয়ায় তার মা বাবাকে ধন্যবাদ জানায়।তার মা বাবার দিক নির্দেশনা তাকে অনুপ্রাণিত করেছে।মায়াঙ্কের বুদ্ধিমত্তা এবং দক্ষতায় মুগ্ধ হয়েছিল দর্শকরাও।তারে তাকে অভিবাদন জানায় এবং উল্লাস করে।অষ্টম শ্রেণির ছাত্র মায়াঙ্ক জানায় তার খাঁটো উচ্চতা নিয়ে সবাই মজা করে।কিন্তু মায়াঙ্ক বুঝিয়ে দিয়েছে শারিরীক উচ্চতা জ্ঞান,বুদ্ধিমত্তা এবং দক্ষতার ক্ষেত্রে কখনো বাঁধা হতে পারে না।
-টি এইচ মাহির