ব্রত বন্দ্যোপাধ্যায়, শিশু অভিনেতা। হামি চলচ্চিত্রে বোধিসত্ব চরিত্রে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে সে সবার নজরে আসে।স্কুলে দুষ্টুমী করে এমন চরিত্রে।
নামঃ ব্রত বন্দ্যোপাধ্যয়
ডাক নামঃ সেতু
সিনেমায় নামঃ ভুটু,বোধিসত্ত্ব
মায়ের নামঃ সেজুতি বন্দ্যোপাধ্যয়
বাবাঃ শান্তনু বন্দ্যোপাধ্যয়
স্কুলঃ পাঠভবন
শ্রেণীঃ দ্বিতীয় (সিনেমা রিলিজের বছর)
ব্রত খুব খেতে ভালোবাসে।দুষ্টুমীও করে খুব। তবে কথা বলায় যে কাউকে হারিয়ে দেবে। রনবীর সিং এর ভীষণ ভক্ত।