টম এন্ড জেরির নির্মাতা এক অসাধারণ মানুষ
টম এন্ড জেরির ভক্ত গোটা দুনিয়ার সবখানে ছড়িয়ে আছে। ইদুর বিড়ালের দুষ্টুমী আর খুনসুটি দেখে ছেলে বুড়ো সবাই হেসে গড়াগড়ি খায়।এই অসাধারণ সিরিজের নির্মাতা আমেরিকান অস্কারজয়ী চিত্রক, অ্যানিমেটার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক জিন ডেইচ (Gene Deitch) । তিনি আর আমাদের মাঝে নেই। ৯৫ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। রেখে গেছেন মানুষের আনন্দের উপলক্ষ্য…