লেখকঃ মুজাহিদুল ইসলাম স্বাধীন
————————-
.
নিজের ছেলে আর মেয়েকে ভীষণ ভালোবাসি,
চেষ্টা করি ফুটবে কিসে তাদের মুখে হাসি।
কিন্তু কেন এত মলিন পথশিশুর মুখ,
সেটা ভেবে একবারও কি কেঁপেছে এই বুক?
.
নিজের ছেলে আর মেয়েকে ভালো খাবার দিতে,
চেষ্টার নেই কোনো ত্রুটি গ্রীষ্ম, বর্ষা, শীতে।
কী খেয়েছে পথের শিশু কখনও কি ভাবি?
নয় কী করে নিজকে করি মানুষ বলে দাবি?
.
চাই যে, ভালো পোশাক পরুক নিজের ছেলে-মেয়ে,
চেষ্টা করি দিতে সেটাই খেয়ে কী না খেয়ে।
কিন্তু কেমন পোশাক পেল পথের খোকাখুকি,
সেই ভাবনা নিজের মনে দেয় কখনও উঁকি?
.
পায় একাধিক শীতের পোশাক বাড়ির সকল লোক,
কিন্তু পথের শিশুর দিকে কেউ করি না চোখ!
একটু যদি হই সচেতন একটু তাকাই ফিরে,
দুখসাগরে থাকা শিশু আসতে পারবে তীরে।
.
আসুন সবাই একটু ভাবি পথশিশুর কথা,
তাদের দিকে একটু তাকাই দেখাই মানবতা।
একটি শিশুর দায়িত্ব নিই যদি একেক জনে,
ভীষণ রকম আত্মতৃপ্তি জাগবে নিজের মনে।
—-