মাদক আমাদের সমাজের চরম শত্রু।এটি আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।সরকার সহ বিভিন্ন মহল মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ার জন্য কাজ করছে। মাদরে হিংস্র কবলে পড়ে আর যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয় সেই লক্ষ্যে মাদককে না বলুন, কে হবে প্রিজম আইকন? এই স্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় প্রিজম শিক্ষা পরিবারের উদ্যোগে নওগাঁ সদর উপজেলার ২৭টি বিদ্যালয়ের সাড়ে ৭ হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়।
বাছাইকৃত ৫২৯ জন শিক্ষার্থীদের নিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে ‘প্রিজম আইকন’ নির্বাচন করা হয়। ৮টি ক্লাশের ৮ জন ক্লাশ সেরাসহ মোট ৬৩ জনকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে লটারির মাধ্যমে প্রিজম আইকন নির্বাচন করা হয়। এবারের প্রিজম আইকন নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ভাস্বতী রায়। তাকে পুরস্কার হিসাবে একটি ট্যাব, ৩ জন সদস্য বিশিষ্ট ডিনারের সুযোগ এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যাতায়াতের বাসের টিকিট।
নওগাঁয় প্রিজম শিক্ষা পরিবারের কুইজ প্রতিযোগিতা ২০১৭ প্রিজম আইকন এওয়ার্ড এর পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ।
শুক্রবার বিকেলে নওগাঁ সরকারি কেডি স্কুল চত্বরে প্রিজম শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,এইচ,এম,এ ছালেক, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন, জেলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, বরেন্দ্র রেডিওর স্টেশান ম্যানেজার সুব্রত সরকার ও প্রিজম শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক নয়ন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে গভীর রাত পর্যন্ত চলে প্রিজম পরিবারের ছাত্র-ছাত্রীদের এবং স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য একাডেমির নৃত্য পরিবেশিত হয়।
আরও পড়ুনঃ
- ক্ষুদে লেখক রাশিকের মিস্ট্রি অব দ্য সুপার ন্যাচারাল।
- শিহাব এবং টিটোনের সাহসীকতার গল্প।
- অনন্য যারিফ আকন্দ,গ্রহ নয় যেন একটি নক্ষত্রের নাম।
- বয়স ১৪ তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
- রিয়া দিয়া ক্ষুদে মহাতারকা।
Comments are closed.