গত ১৪ সেপ্টেম্বর ২০২২ চাঁদপুরের বাগাদী গণি উচ্চবিদ্যালয়ে একটি শ্রেণিকক্ষের পাশে কৈশোরবান্ধব স্বাস্থ্য ও পুষ্টিসেবা কর্নার স্থাপন করা হয়েছে। সপ্তাহে এক দিন চিকিৎসক ও স্বাস্থ্য সহকারীরা বিদ্যালয়টিতে যান। তাঁরা কর্নারে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত খোঁজখবর নেন। তাদের স্বাস্থ্যবিষয়ক শিক্ষা দেন।
শুধু এই বিদ্যালয়েই নয়, চাঁদপুর সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৫টি স্কুল-মাদ্রাসা ও ৪৪টি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সকাল ১০টা। দুজন চিকিৎসক একটি নির্দিষ্ট কক্ষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ওজন মাপা থেকে শুরু করে তাদের শারীরিক সমস্যার কথা আলাদা করে শুনছেন। প্রয়োজনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন। এতে কোনো ছাত্রীর মাসিক-পরবর্তী সমস্যা, কোনো ছাত্রের চোখের সমস্যা, কারও বেশিক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা হওয়ার মতো সমস্যা উঠে আসে। চিকিৎসকেরা প্রত্যেককে এসব সমস্যা সমাধানে নানা পরামর্শ দেন।
Comments are closed.