মানুষের কত স্বপ্ন। অধিকাংশ মানুষ স্বপ্ন দেখে নিজেকে নিয়ে,নিজের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু খুব অল্প কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখে অন্যের জন্য। তারা বাচতে চায় অন্যের জন্য। আমরা আজ এমন এক ছোট্ট বন্ধুর কথা বলতে চাই ওর নাম শ্রুতি ঘোষ। শ্রুতি অনেক ছোট। তবে ওর স্বপ্ন গুলো বিশাল। ওর গল্পের বই পড়তে ভালো লাগে। শ্রুতি যখন অনেক ছোট তখন ডাক্তার হতে ইচ্ছে করতো। এখন ওর পাইলট হতে ইচ্ছে করে। পাইলট হয়ে আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। শুধু উড়ে বেড়িয়েই সে ক্ষান্ত হবে না বরং শ্রুতি আকাশে উড়ে যেসব টাকা পাবে সেগুলো দিয়ে ওর বাবা মা সহ যে সব বাবা মায়ের অনেক কষ্ট যাদের ছেলে মেয়েরা তাদের আর ভালোবাসেন না সেসব বাবা মাকে আমি দেখে রাখবে। পথ চলতে চলতে একদিন আমি অনেক বড় হবে। শ্রুতি তখন প্রতিবন্ধী শিশুদের বন্ধু হবে। শ্রুতি সোনার বাংলাদেশের সোনার মেয়ে হতে চায়।
জীবন সম্পকর্ে শ্রুতি এখনই অনেক কিছু বুঝতে পারে। সে নিষ্ঠুর সমাজের নিষ্ঠুর সন্তানদের দেখেছে বৃদ্ধ বাবা মায়ের যত্ন নেয় না । এই বিষয়টি তাকে খুব পীড়া দিয়েছে। সে তাই শুধু নিজের বাবা মা নয় অন্য যে সব বাবা মাকে তাদের সন্তানেরা দেখেনা তাদের দায়িত্বও নিতে চায়। ছোটদেরবন্ধুর পক্ষ থেকে শ্রুতিকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। শ্রুতি একদিন ওর স্বপ্নের সমান বড় হবে সেই প্রত্যাশা রইলো।