স্কুল জীবন পেরিয়ে এখন অনেকের সামনে হাতছানি দিচ্ছে কলেজের ব্যস্ত জীবন।কেননা কলেজ জীবনের দুটো বছরই আমাদের মধ্যে স্বপ্নের জাল বুনে দেয়।আমরা স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো বিষয়ে সুযোগ পেতে হলে চাই ভালো প্রস্তুতি।আর সেই প্রস্তুতিতে আরো বেশি সুযোগ করে দেয় যদি কলেজটাও সেরাদের একটি হয়ে থাকে।কিন্তু ভালো কলেজের সংখ্যা খুবই সীমিত।শুধু মাত্র হাজার হাজার এ প্লাস থাকলেই তাকে ভালো কলেজ বলতে আমরা রাজি নই।ভালো কলেজের সংজ্ঞা আমাদের কাছে ভিন্ন।আমাদের চোখে ভালো কলেজ হলো সেই গুলি যেখানে শিক্ষার পরিবেশ সুন্দর,ছেলে মেয়েরা তাদের শিক্ষকদের কাছ থেকে যথেষ্ট অনুপ্রেরণা পায় এবং একাডেমীক লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিসগুলোতেও বেশ সময় দেয় এবং সাফল্য দেখায়।সুন্দর পরিবেশ আমাদের মনকে সুন্দর রাখে আর সুন্দর মন আমাদের কাজে গতি আনে সাফল্য আনে।আর যেহেতু ভালো কলেজের সংখ্যাও সীমিত সেহেতু এসএসসির পর ভর্তি নিয়ে সবাইকে দ্বিধায় থাকতে হয়।আমারা সিদ্ধান্তহীনতায় ভুগি যে আমাদের আসলে কোন কলেজে পড়া উচিত।বাবা মায়েরা চিন্তায় থাকে মেয়েকে কোন কলেজে ভর্তি করবে।কারো কারো বাসা থেকে কলেজ দুরে আবার কারো কারো বাসার কাছে কলেজ থাকার পরও সেখানে ভর্তি হতে ইচ্ছুক নয়।আমাদের সেই সব অগনিত কিশোরী বন্ধুদের জন্য আমরা ঢাকার সেরা দশ কলেজের তালিকা করেছি যেখানে ভর্তি হলে আশা করি ওদের জন্য ভালো হবে।
১। হলিক্রস কলেজঃ
মেয়েদের জন্য হলিক্রস স্কুল যেমন সেরা তেমনি হলিক্রস কলেজও সেরা।বিগত বছর গুলোর রেজাল্টের দিকে তাকালে আমরা যেটা দেখতে পাই সেটা হলো কলেজের রেজাল্ট যথেষ্ট ভালো এবং আশাব্যাঞ্জক।এর বাইরে আমরা একটি গবেষণা করে দেখেছি হলিক্রসের মেয়েরা মেধাভিত্তিক অন্যান্য প্রতিযোগিতাগুলোতে নিজেদের সামর্থের প্রমান দেখিয়েছে এবং সাফল্য ছিনিয়ে নিয়েছে।ঢাকার ব্যস্ততম এলাকা ফার্মগেটে এই কলেজটি অবস্থিত হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে তেমন অসুবিধা হবেনা।কেননা ঢাকার যে কোন প্রান্ত থেকেই ফার্মগেটের গাড়ি আছে।পাশাপাশি এই এলাকাটি সব সময় সরব থাকে।নিরাপত্তার দিক থেকেও তাই খুব গুরুত্বপুর্ন।কেননা আমরা জানি যেখানে মানুষ সজাগ থাকে সেখানে অপরাধ কম ঘটে।উচু বাউন্ডারী ঘেরা দেয়ালের ভিতরে হলিক্রস কলেজ প্রান্তর সুরক্ষিত। এখানকার শিক্ষকেরা যথেষ্ট উদার এবং স্নেহপরায়ন।কলেজে গুলোতে এখন লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হলেও হলিক্রস এর বাইরে।তারা এখনো ভর্তি পরীক্ষার মাধ্যমেই কলেজে ভর্তি নেয় ফলে সেরাদের সেরারাই সেখানে সুযোগ পায়।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
২। বীর উত্তম শহীদ লেফটেনান্ট আনোয়ার গার্লস কলেজঃ
নিরাপত্তার দিক বিবেচনা করলে দেশের সব থেকে সেরা কলেজে এটি বিশেষ করে মেয়েদের জন্য এর চেয়ে ভালো কলেজ আর দ্বিতীয়টি নেই।ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত এই কলেজের সাফল্যও ঈর্ষনীয়।প্রতিবছর পরীক্ষাতে দেখা যায় কলেজের মেয়েরা খুবই ভালো ফলাফল করেছে।বছরের বিভিন্ন সময়ে কলেজে নানা ধরনের প্রতিযোগিতা,ফেস্টিভ্যাল আয়োজন করা হয় যেখানে দেশের অন্যান্য স্কুল কলেজের ছেলে মেয়েরা অংশ নিয়ে মেধা যাচাই করে।কলেজের পরিবেশ অত্যন্ত সুন্দর।বাংলাদেশ সেনাবাহিনীর বলয়ে ঘেরা এই কলেজটিকে তাই মেয়েদের জন্য পছন্দের শীর্ষে রাখা যেতে পারে।কলেজ বাস থাকায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কলেজে যাওয়া আসার সুযোগ আছে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৩। রাজউক উত্তরা মডেল কলেজঃ
রাজউক উত্তরা মডেল কলেজের কথা সবাই জানে।ক্লাস সিক্স থেকে শুরু করে এইচএসসি পযর্ন্ত পড়ার সুযোগ আছে এই প্রতিষ্ঠানে।সেনাবাহিনীর উর্ধতন অফিসার এই কলেজের প্রিন্সিপালের দায়িত্বে থাকায় কলেজে নিয়মশৃংথলাও যথেষ্টই ভালো।ঢাকার সব থেকে সাজানো গোছানো এলাকা উত্তরা।যেটিকে আমরা খুব সহজেই বাংলাদেশের উদ্যান বলতে পারি সেই উত্তরাতেই কলেজের অবস্থান।যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠার পর থেকে কলেজের রেজাল্ট অনেক ভালো হওয়ায় এটি হয়ে উঠেছে পছন্দের তালিকার শীর্ষ প্রতিষ্ঠান।আমরা দেখেছি কলেজের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেও যথেষ্ট ভালো করছে।কলেজে পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার একটিভিটিসেও জোর দেওয়া হয়ে থাকে।আছে প্রশস্থ খেলার মাঠ,ক্যান্টিন আর নিজস্ব অনেক কলেজ বাস।সুতরাং যাওয়া আসার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে।এছাড়া কলেজে আছে নিজস্ব হোস্টেল।কলেজে এ ফর্ম বি ফর্ম করে সাজিয়ে তোলা হয়েছে,গড়ে উঠেছে বিভিন্ন ক্লাব।ম্যাথ ক্লাব,সায়েন্স ক্লাব থেকে মুরু করে ডিবেট ক্লাবও আছে যা প্রতিনিয়ত নানা আয়োজন করে নিজেদেরকে আরো শীর্ষে নিয়ে যাচ্ছে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৪।ভিকারুননিসা নুন কলেজঃ
মেয়েদের স্কুল এন্ড কলেজের মধ্যে একক ভাবে সেরাদের সেরা তালিকায় সবার আগে উঠে আসে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নাম। একাধিক শাখা থাকার কারণে এখানে অভিভাবকেরা মেয়েদের ভর্তি করাতে বেশ স্বাচ্ছন্ন বোধ করে।প্রতি বছর পত্রিকাতে যখন মেধাবীদের ছবি ছাপা হয় তখন আমরা দেখতে পাই পাতা জুড়ে আকাশী সাদার ছড়াছড়ি।হাসিমুখ গুলো দেখলেই মন ভালো হয়ে যায়,আমরা ভাবতে পারি এরাই আমাদের সুন্দর আগামী।কলেজের আছে বিশাল অডিটোরিয়াম আর দেশজোড়া খ্যাতি।পড়াশোনার পাশাপাশি অন্যান্য আয়োজনে এই কলেজ সুনাম অর্জন করেছে।এখান থেকে পাশ করে দেশের অনেকেই এখন খ্যাতির শীর্ষে অবস্থান করছেন। একক ভাবে মেয়েদের জন্য এটিকে তাই অন্যতম সেরা কলেজ বলে বিনাদ্বিধায় বিবেচনা করা হয়ে থাকে।আমরা দেখেছি সামাজিক নানা সমস্যার সময় এই কলেজের কিশোরীরা প্রতিবাদ করে আসছে যা সত্যিই প্রশংসার দাবী রাখে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৫। ওয়াই ডাব্লিউসিএঃ
মেয়েদের স্কুল এন্ড কলেজের মধ্যে ওয়াইডাব্লিউসিএ অন্যতম একটি প্রিয় নাম।কলেজের শিক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং এখানে বিগত বছর গুলোতে যথেষ্ঠ ভালো ফলাফল করেছে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৬।সেন্ট গ্রেগরীঃ
পুরান ঢাকার সব থেকে প্রসিদ্ধ স্কুল এন্ড কলেজ সেন্টগ্রেগরী।শুধু পুরান ঢাকাই নয় বরং বাংলাদেশের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানটি সব দিক থেকে বিবেচনা করলে সেরা।যারা ওই এলাকায় থাকে তাদের জন্য অন্য যে কোন কলেজের তুলনায় সেন্টগ্রেগরীই সব থেকে বেশি উপযোগী বলে আমরা মনে করি।আমাদের মনে রাখতে হবে আমরা অবশ্যই সেরা কলেজে পড়বো পাশাপাশি আমাদের এও মনে রাখতে হবে শুধু সেরা কলেজে পড়লেই হবেনা আমাদের সময়ও বাচাতে হবে।জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে না থেকে তাই পুরানঢাকার বন্ধুরা সেন্টগ্রেগরীকে একনাম্বার পছন্দের তালিকায় রাখতেই পারো।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৭। হারম্যান মেইনার কলেজঃ
ঢাকার অন্যতম সেরা কলেজ হারম্যান মেইনার।শিক্ষাদীক্ষা,কো-কারিকুলার একটিভিটিস এবং বিগত বছরের ফলাফলের দিক বিবেচনা করলে এটিকে অনায়াসেই পছন্দের তালিকায় শীর্ষে রাখা যাবে।যাতায়াত ব্যবস্থাও তুলনামুলক ভাবে সহজ হওয়ায় ঢাকার যে কোন প্রান্ত থেকেই হারম্যানমেইনারে যাওয়া আসা করা যাবে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৮। ঢাকা সিটি কলেজঃ
ধানমন্ডির অন্যতম এলাকা সায়েন্সল্যাব।সায়েন্স ল্যাবের সাথে লাগোয়া সিটিকলেজ বিগত বছর গুলিতে তার খ্যাতি ও মানের প্রমান দেখিয়েছে।মেয়েদের জন্য এই কলেজটিও অত্যন্ত উপযোগী বলে মনে করা হয়।উন্নত ক্লাসরুম আর দক্ষ শিক্ষকদের কারণে এই কলেজটি জনপ্রিয় হয়ে উঠেছে।আজিমপুর,নিউমার্কেট,দানমন্ডি,নীলক্ষেতের দিকে থাকারও সুযোগ থাকায় এই কলেজকে অনায়াসেই বাছাই করা যেতে পারে।তাছাড়া উত্তরা থেকে মতিঝিল খিলগাও সহ গাবতলি মিরপুর যে কোন প্রান্ত থেকে সরাসরি বাস যোগে কলেজের সামনে নামার সুযোগ থাকায় এটিকে অনায়াসেই পছন্দের তালিকায় যুক্ত করতে পারো।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
৯।মনিপুর স্কুল এন্ড কলেজঃ
মিরপুরে অবস্থিত মনিপুর স্কুল এন্ড কলেজ ঢাকার অন্যতম সেরা কলেজে।বোর্ড পরীক্ষার ফলাফলে প্রতিবছরই সেরা দশের মধ্যে থাকে এই কলেজ।যোগাযোগ ব্যবস্থা,শিক্ষাব্যাবস্থার কথা বিবেচনা করলে এটিকে পছন্দের তালিকায় খুব অনায়াসেই রাখা যাবে।
১০। বিএএফ শাহীন কলেজঃ
বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত কলেজ বিএএফ শাহীন কলেজ।ঢাকাতে এদের দুটো শাখা রয়েছে একটি তেজগাও অন্যটি কুর্মিটোলাতে।মহাখালী ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে সেখানেই এটির অবস্থান।এই কলেজের পরিবেশও বেশ সুন্দর পাশাপাশি লেখাপড়ার মানও যথেষ্ট ভালো।কলেজের ছেলে মেয়েরা বিমানবাহিনীতে কমিশনও পাচ্ছে।বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীরা অনায়াসেই এটিকে পছন্দের তালিকায় রাখতে পারে।কলেজের রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী,ল্যাব এবং এই কলেজের বেতন দেওয়ার জন্য ডাচ বাংলা ব্যাংক আলাদা বুথও করে দিয়েছে। যোগাযোগ ব্যবস্থাও তুলনামুলক ভাবে যথেষ্ট ভালো হওয়ায় খুব অনায়াসেই কলেজটিকে পছন্দের তালিকায় যুক্ত করা যেতে পারে।
কলেজের ওয়েবসাইটের ঠিকানা নিচে দেওয়া আছে।
প্রিয় কিশোরী বন্ধুরা,তোমাদের জন্য আমাদের অনেক অনেক দোয়া আশির্বাদ ও ভালোবাসা রইলো।আশা করছি এই লেখাটি তোমাদের ভর্তির ক্ষেত্রে অনেক উপকারে দেবে বিশেষ করে তোমরা যারা সিদ্ধান্ত নিতে পারছিলেনা কে কোন কলেজে পড়বে বা কিভাবে সিলেকশান দিবে তারা এখন খুব সহজেই এই কলেজগুলোকে তোমাদের মত করে একদুই তিন সিরিয়ালে সিলেকশান দিতে পারবে।এছাড়াও যে কোন দরকারে তোমরা আমাকে ফেসবুকে নক দিতে পারো।আমার ফেসবুক আইডি এখানে (ছোটদেরবন্ধু) লেখকঃ জাজাফী।
কলেজের ওয়েবসাইটে ভিজিট করতে নিচেয় কলেজের নামের উপর ক্লিক করতে হবে।
- হলিক্রস কলেজ।
- বীর উত্তম শহীদ লেফটেনান্ট আয়োর গার্লস কলেজ।
- রাজউক উত্তরা মডেল কলেজ।
- ভিকারুননিসা নুন কলেজ।
- ওয়াইডাব্লিউসিএ।
- সেন্ট গ্রেগরী।
- হারম্যানমেইনার কলেজ।
- ঢাকা সিটি কলেজ।
- মনিপুর স্কুল এন্ড কলেজ।
- বিএএফ শাহীন কলেজ।