spot_img
More
    Homeস্বাস্থ্য তথ্যশিশুর পেটে কৃমি সমস্যা

    শিশুর পেটে কৃমি সমস্যা

    দেশের ৩৯ শতাংশ শিশুর পেটে কৃমি। শিশু অপুষ্টির অন্যতম প্রধান কারণ কৃমির সংক্রমণ। কৃমি সংক্রমিত শিশু স্কুলে ভালো করে না। নিয়মিত কৃমিনাশক খেলে এবং স্বাস্থ্যবিধি মানলে কৃমি দূর করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা অনেক বড়।

    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কথা বলেন। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ সামনে রেখে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। ৪ নভেম্বর থেকে সারা দেশের স্কুলশিক্ষার্থীদের কৃমিনাশক বড়ি খাওয়ানো শুরু হবে।

    মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, এ বছর যে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে, তা নিরাপদ। এর মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ।

    অনুষ্ঠানে জানানো হয়, ৪ থেকে ৯ নভেম্বর দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বর সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে এই বড়ি খাওয়ানো হবে।

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular