spot_img
More
    Homeসাহিত্যগল্পমোতালেব স্যারের বদলি

    মোতালেব স্যারের বদলি

    সাদিক আল আমিন

    ব্যাপারটা সবার কাছে হাস্যকর মনে হলেও রোকনের কাছে সেটা কোনোমতেই হাস্যকর নয়। বরং অতিরিক্ত লজ্জাজনক। লজ্জায় নিজের লাল হয়ে যাওয়া ফর্সা মুখটা ব্যাগের ভেতর ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তার। এইমাত্র প্যান্ট ভিজিয়ে ফেলেছে সে। আনিস স্যারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি রোকনকে বাথরুমে যেতে দেননি। আর নিম্নচাপের অবস্থাটাও ছিলো ভয়াবহ। সহ্য করতে না পেরে রোকন প্যান্টেই কাজটা সেরে ফেলে। আর এই ঘটনা দেখে ক্লাসের পরিবেশ তুঙ্গে উঠেছে। ক্লাসের দজ্জাল ছেলেগুলো তাকে দেখে হো হো করে হাসছে। কুটনী মেয়েরা তাকে নিয়ে কূটনৈতিক বৈঠকে বসেছে আর মুখ চেপে হাসছে। রোকন কোনোমতে নিজেকে সামলে নিয়ে সবার উদ্দেশ্যে একটা ভেংচি কাটলো। সেটা দেখে সবাই আবার হাসতে হাসতে গড়িয়ে পড়লো।

    ক্লাস ওয়ানের ক্লাসটিচার মোতালেব হোসেন খুব বদমেজাজি লোক। স্কুলের বজ্জাত ছেলেপেলেদের দেখলে তার গায়ের লোম জ্বলে ওঠে। আর সেজন্যই শকুনের দৃষ্টিতে সবাইকে দেখে এই আশায় যে কেউ যখনি কিছু একটা দোষ করে বসবে, তিনি তার তিন হাত লম্বা মোটা বেতের লাটিটা তার পিঠে চালান করবেন। রোকন সবার হাসাহাসিতে অতিষ্ট হয়ে যখনি ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল, তখনি রোকন মোতালেব স্যারের চোখে পড়ে গেল। আনিস স্যারের পরে এখন তার ক্লাস আর তিনি রোকনের বের হওয়ার সময়েই ক্লাসের দরজায় উপস্থিত। ব্যাপারটা কিরকম গুরুতর তা সবাই ইতোমধ্যে একরকম আন্দাজ করে নিয়েছে। আজ তবে রোকনের কাজ সেরেছে! ক্লাসের সবাই ব্যাপারটা দেখে নিজ নিজ জায়গামতো আদর্শবান ছাত্রের মতো বসে পড়লো; যেন কেউ কিছু জানেইনা! মোতালেব স্যার রোকনকে নিয়ে ক্লাসে ঢুকলেন এবং সাথে সাথে তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো ক্লাস পর্যবেক্ষণ করলেন। ভাব এমন যে, যদি কেউ টু শব্দটা করে এখনি তার ওপর বেতটা ভাঙবেন। কিন্তু সবাই মোতালেব স্যারের কাছে যে ব্যবহারটা আশা করেছিল সবার আশা ভঙ্গ করে মোতালেব স্যার অতি হৃদয়বানের মতো আচরণ করলেন।

    প্রথমে হাসিহাসি মুখ করে সবাই কেমন আছে জানতে চাইলেন। লাস্ট বেঞ্চের বদমাশ কয়েকটা ছেলে কানাকানি করতে লাগলো স্যারের ব্যাপারটা নিয়ে। স্যার সেটা দেখলেন অথচ কিছু বললেন না। সেটা দেখে আরো কয়েকজন ফিসফিস করা শুরু করে দিলো। রোকন এতক্ষণ স্যারের সামনে দাঁড়িয়ে ছিলো। স্যার কাছে ডাকলেন, ‘কি ব্যাপার বাবাজি? ক্লাস থেকে পালাচ্ছিলে কেন?’
    রোকন তখনো কিছুটা ত্রস্ত হয়ে আছে। স্যার আগে কখনো কোনোদিন তাদের সাথে এভাবে কথা বলেনি। সবসময় তুই তোকারি করতো। রোকনের ধাতস্থ হতে সময় লাগলো…
    – সা-আ-আ-র… 
    – বলো কেন পালাচ্ছিলে?
    – স্যার সবাই আমাকে অনেক জ্বালাচ্ছিল। আমাকে নিয়ে অনেক হাসি তামাশা করছিলো।
    – কেন? কি নিয়ে তামাশা করছিলো?


    কথাটা বলতে রোকনের আত্মসম্মানে লাগলেও কিছুটা সময় নিয়ে সে বলেই ফেললো পুরো ঘটনাটা। স্যার গম্ভীর হয়ে চোখ বুজে রইলেন। তারপর বললেন, ‘যাও সিটে গিয়ে বসো। এরপর কেউ যদি তোমাকে নিয়ে কিছু বলে তাহলে হেড স্যারের কাছে কমপ্লেইন দিবা’। রোকন কিছুটা অবাক হলো। স্কুলে কোনো সমস্যা হলে কিংবা কেউ মারামারি করলে মোতালেব স্যার সবকিছুর শায়েস্তা করেন। তার কাছে হেডস্যারও চুনিপুটি। কিন্তু তিনি কেন হেডস্যারের কথা বললেন! তার কথা নয় কেন! রোকন আনমনে এসবই ভাবছিল, স্যার একটু কেশে সবার মনোযোগ আকর্ষণ করলেন… 
    ‘শোন বাচ্চারা, তোমাদেরকে একটু খুশির খবর দেই’, বলে তিনি রুমালে চোখ মুছলেন। ব্যাপারটা রোকনের কাছে ভালো লাগলোনা। তিনি বলতে শুরু করলেন, ‘আগামী সপ্তাহ থেকে আমি আর তোমাদের পড়াবোনা। বদলি হয়ে অন্য স্কুলে যাবো৷ আমার জায়গায় তোমাদেরকে নতুন স্যার পড়াতে আসবে। তোমরা সবাই মন দিয়ে লেখাপড়া করবে। মারামারি কাটাকাটি করবেনা। আরেকজনকে নিয়ে হাসি-তামাশা করবেনা। আমি জানি আমাকে তোমরা কেউ ভালো চোখে দেখো না, তবুও তোমাদের আমার কথাগুলো শোনা উচিত।’

    Image result for ছাত্র শিক্ষক কার্টুন
    বইয়ের বোঝা


    পুরো ক্লাস থমথমে হয়ে গেলো। রোকন লক্ষ্য করলো তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। স্যার আরো বললেন, ‘শুধু দুঃখের বিষয় একটাই যে তোমাদের জন্যই আমার এ বদলি হচ্ছে। তোমাদের স্কুলেরি কেউ একজন অভিভাবক নিয়ে আমার নামে কমপ্লেইন করেছে। আমি নাকি তোমাদের ওপর অত্যাচার করি! মারধর করি! আরে বোকা, তোমাদেরকে এই বেতটা দিয়ে মারার সময় প্রতিটা মার আমার বুকে লাগে। আমার কষ্ট হয়। তবু মারি শুধু এই ভেবে যে এই শাসনের ফলেই তোমরা একদিন মানুষের মতো মানুষ হয়ে উঠবে। তখন আমার এই জখম লাগা বুকটা গর্বে ফুলে উঠবে’। 
    মোতালেব স্যার অঝোরে কাঁদতে লাগলেন। ক্লাসের সবাই কাঁদতে শুরু করেছে। কেউ কেউ না কাঁদলেও মন খারাপ করে বসে আছে। রোকন সবার দিকে একবার করে তাকালো। ক্লাসের লাস্ট বেঞ্চের দিকে তাকাতেই তার চোখ সেখানে আটকে গেলো। সে দেখলো স্কুলের সবচাইতে বদমাইশ আর গুন্ডা টাইপ ছেলে কয়েকটা মিটিমিটি হাসছে। মূলত এদেরকেই বেশি শায়েস্তা করতেন মোতালেব স্যার। রোকনের ঘটনাটা বুঝে ফেলতে আর বাকি রইল না।

    পরেরদিন রোকন ক্লাসের কয়েকজনকে ডেকে পুরো ঘটনাটা খুলে বললো আর জানতে চাইলো কি করা যায়! সবাই চিন্তিত হয়ে ভাবতে শুরু করলো। মোতালেব স্যার তাদের শাসন করলেও তিনি নিতান্তই ভালো মনের মানুষ। তাকে কোনোভাবেই এই স্কুল ছেড়ে যেতে দেওয়া ঠিক হবেনা। তখন দুষ্টু ছেলেগুলোকে শায়েস্তা করবে কে! শাসন না পেয়ে তখন তো ওরা আরো বেড়ে যাবে! একেবারে মাথায় চড়ে বসবে। সবাই চিন্তা করতে করতে একসময় একটা সিদ্ধান্তে এলো। রোকন বললো, ‘তোরা সবাই কালকে তোদের বাবা-মাকে নিয়ে স্কুলে আসবি। আমিও আমার বাবা-মাকে নিয়ে আসবো। সবাই মিলে হেডস্যারকে অনুরোধ করলে তিনি নিশ্চয়ই এতোগুলো অভিভাবকের কথা ফেলতে পারবেন না! অবশ্যই তিনি কোনো একটা ব্যবস্থা নেবেন!’

    Related image

    সেদিনের মতো সবাই যার যার বাড়ি চলে গেলো। পরেরদিন যাদের সাথে রোকন মিটিং ডেকেছিল তারা সবাই অভিভাবক নিয়ে হাজির। রোকনও তার বাবা-মাকে নিয়ে এসেছে। সবাই মিলে হেডস্যারের কাছে অনুরোধ করলো মোতালেব স্যারকে যেন বদলি না করানো হয়। আর এটা যে একটা চক্রান্ত ছিল, সেটাও হেড স্যারকে জানানো হলো। হেডস্যার বিষয়টা নিয়ে ভাবার সময় নিলেন। কিছুদিন পর জানা গেলো যে, অবশেষে মোতালেব স্যারের বদলিটা স্থগিত করা হয়েছে।

    পুনশ্চ : লাস্ট বেঞ্চের বদমাশ ছেলেগুলোকে সেদিনের পর থেকে আর দেখা গেলো না। সম্ভবত হেডস্যার ওদেরকেই বদলি করে দিয়েছেন অন্য স্কুলে। মোতালেব স্যার অবশ্য ঘোর আপত্তি জানিয়ে বদমাশগুলোকে আবার স্কুলে ফিরিয়ে আনেন।
    .
    ১ম বর্ষ, সমুদ্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular