spot_img
More
    Homeবিসিএস পরীক্ষা প্রস্তুতিবিসিএস মডেল টেষ্ট-০১

    বিসিএস মডেল টেষ্ট-০১

    বিসিএস মডেল টেষ্ট-০১
     
    ১. মিথিলা ও বাংলার মিশ্রণে যে ভাষা সৃষ্টি—
    (ক) প্রাকৃত (খ) গৌড়ীয়
    (গ) ব্রজবুলি (ঘ) অপভ্রংশ
    ২. ‘নসীরানামা’ কাব্যগ্রন্থর রচয়িতা কে?
    (ক) নজরুল (খ) জীবনানন্দ
    (গ) মরদন (ঘ) আলাওল
    ৩. ‘টালা অভিনয়’—কি ধরনের গ্রন্থ?
    (ক) নাটক (খ) প্রবন্ধ
    (গ) উপন্যাস (ঘ) গল্প
    ৪. ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
    (ক) মোহাম্মদ আকরাম খাঁ
    (খ) এয়াকুব আলী চৌধুরী
    (গ) এস ওয়াজেদ আলী
    (ঘ) আবুল ফজল।
    ৫. বাংলা লিপির উৎস কী?
    (ক) সংস্কৃত লিপি (খ) পালী লিপি
    (গ) ব্রাহ্মী লিপি (ঘ) গৌড়ীয় লিপি
    ৬. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ কী?
    (ক) স্বাভাবিক (খ) প্রকৃত
    (গ) যথার্থ (ঘ) প্রকৃতি
    ৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
    (ক) দেবদাস (খ) বড়দিদি
    (গ) শ্রীকান্ত (ঘ) গৃহদাহ
    ৮. প্রথম সার্থক নাটক কোনটি?
    (ক) শর্মিষ্ঠা (খ) কৃষ্ণকুমারী
    (গ) নীলদর্পণ (ঘ) বিসর্জন
    ৯. কোনটি দীনবন্ধুর মিত্রের রচনা?
    (ক) বিধবা বিবাহ (খ) কমলে কামিনী (গ) চক্ষুদান (ঘ) লীলাবতী
    ১০. ‘ভাষাবোধ বাঙ্গালা ব্যাকরণ’ কার লেখা?
    (ক) নকুলেশ্বর বিদ্যাভূষণ
    (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    (গ) শ্যামাচরণ সরকার
    (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
    ১১. ‘সন্ধ্যাভাষা’ শব্দটি কোন যুগের সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত?
    (ক) আধুনিক যুগ (খ) মধ্য ও প্রাচীন (গ) প্রাচীন (ঘ) মধ্য
    ১২. ব্রাহ্মসমাজের মুখপত্র কোনটি?
    (ক) সমাচার দর্পণ (খ) তত্ত্ববোধিনী পত্রিকা (গ) নবযুগ (ঘ) দিগদর্শন।
    ১৩. উপসর্গজাত শব্দ কোনটি?
    (ক) অপিচ (খ) অজিন
    (গ) অধীত (ঘ) অগ্রজ
    ১৪. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
    (ক) ঠগী (খ) পানসে
    (গ) পাঠক (ঘ) সেলামি
    ১৫. ‘লাজ’ কোন ধরনের শব্দ?
    (ক) বিশেষ্য (খ) বিশেষণ
    (গ) ক্রিয়া বিশেষণ (ঘ) বিশেষ্যের বিশেষণ
    ১৬. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
    (ক) জীবন (খ) জীবনী
    (গ) জীবিকা (ঘ) জীবাণু
    ১৭. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
    (ক) সাহেব (খ) বেয়াই
    (গ) জঙ্গি (ঘ) কবিরাজ
    ১৮. ‘কৃপাণ’-এর সমার্থক শব্দ কোনটি?
    (ক) কুপণ (খ) খড়্গ (গ) পিক (ঘ) কৃষ্ণ
    ১৯. ‘আঁঠির বিপরীত শব্দ কোনটি?
    (ক) আট (খ) ছাড় (গ) শাঁস (ঘ) পিছে
    ২০. কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহূত?
    (ক) আটকপালে (খ) উড়নচণ্ডী
    (গ) ছা-পোষা (ঘ) ভূশণ্ডির কাক।
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    17 COMMENTS

    Comments are closed.

    Most Popular