
স্কুলের বন্ধুত্ব নিয়ে অসাধারণ একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির নাম হামি। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় দুটি চরিত্রের একটি হলো তনুরুচি।এই তনুরুচি চরিত্রে অভিনয় করেছে তিয়াষা পাল।কোলকাতার এই ক্ষুদে অভিনেত্রী এরই মাঝে সবার প্রশংসা অর্জন করেছে। হামি সিনেমাটি সম্পর্কে বিস্তারিত পড়ুন এখানে।