spot_img
More
    Homeবিসিএস পরীক্ষা প্রস্তুতিএক নজরে বঙ্গবন্ধু সম্পর্কিত গুরুত্বপুর্ণ তথ্য সমুহ

    এক নজরে বঙ্গবন্ধু সম্পর্কিত গুরুত্বপুর্ণ তথ্য সমুহ

    ১। বঙ্গবন্ধু উপাধি> ২৩ফেব্রু ১৯৬৯সালে।
    তোফায়েল আহমেদ। রেসকোর্স ময়দানে।
    ২। জাতির জনক> ৩মার্চ ১৯৭১। আ, স, আব্দুর রব।
    পল্টন ময়দানে
    ৩। রাজনীতির কবি(Poet of politics) > ৫ এপ্রিল
    ১৯৭২ সালে মার্কিন সাময়িকী> ‘নিউজ উইক‘
    ম্যাগাজিন বঙ্গবন্ধুর উপর একটি কভার স্টোরি করে।
    ৪। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি >> ২৬শে মার্চ ২০০৪ বিবিসির শ্রোতা জরিপে ২০তম সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় স্থান। ১৪এপ্রিল
    ২০০৮ সর্বকালের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে প্রকাশ করা হয়।
    ৫। পাকিস্তানি কারাগার থেকে মুক্তি>৮জানু, ১৯৭২।
    ৬। স্বদেশ প্রত্যাবর্তন >>> ১০জানুয়ারি ১৯৭২।
    ৭।আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার > ২২
    ফেব্রু ১৯৬৯।
    ৮। বাঙালির মুক্তিসনদ বা বাঙালির ম্যাগনাকার্টা ৬দফা দাবি
    পেশ।> ৫-৬ফেব্রু ১৯৬৬।
    ৯।ছয় দফা দিবস> ৭জুন । কারণ ১৯৬৬ এইদিনে
    সালে শেখ মুজিবকে গ্রেফতার করা হয় ও
    কারফিউ জারী করা হয়।
    ১০।বাংলাদেশ -এর নামকরণ করেন> ৫ডি: ১৯৬৯।
    ১১। আওয়ামী মুসলিম লীগ গঠন >> ২৩জুন
    ১৯৪৯।শেখ মুজিব যুগ্ন সম্পাদক।।মুসলিম শব্দটি
    বাদ দেয়া হয় ২২-২৩সেপ্টম্বর,১৯৫৫। । সম্পাদক
    হন ১৬নভে:১৯৫৩।
    ১২। শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি হন> ১৯৬৬।
    ১৩।বিশেষ ক্ষমতা তথা অস্থায়ী সংবিধান জারি
    করেন ১২ জানু, ১৯৭২।

     

    বিসিএস মডেলটেষ্ট দেখুন এখানে

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular