ডি. হুসাইন : ঢাকার মুক্তিযোদ্ধা জাদুঘর মিলনায়তনে ব্যাপক আড়ম্বর ও উচ্ছ্বাসের মাধ্যমে মঞ্চায়িত হল অভিযাত্রী কিশোর থিয়েটার প্রযোজিত নাটক ‘অনেক বৃষ্টি অনেক রোদ’ । আহমদ নাসিমুল হুদা নওসাদের রচনা ও আহমেদ মুন্তাকা অর্পনের নির্দেশনায় নাটটিতে অভিনয় করেছে অভিযাত্রী কিশোর থিয়েটারের শিল্পীরা । গ্রানের ডানপিটে বালক পাশা । ছোট বেলায় মা’কে হারিয়ে মামার কাছেই লালিত পালিত হচ্ছিল । গ্রামের দস্যি ছেলে পাশার জীবনের ঘাত প্রতিঘাত এবং বাঁকের উপাখ্যান ‘অনেক বৃষ্টি অনেক রোদ’ নাটক ।
জাতীয় সংগীত এবং অভিযাত্রী সংগীত পরিবেশের পর নাটকের পর্দা তুলা হয় । মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিচারকের দায়িত্ব পালন করেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান । নাটক মূল্যায়ন ও দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন –‘ আমাদের শিশুকিশোরদের তালু বদ্ধ ( মুঠোফন) বিনোদন থেকে বেরিয়ে আসতে হবে, অভিযাত্রী কিশোর থিয়েটারের শিল্পী কলাকুশলীদের প্রতি স্যলুট এরকম একটি আয়োজনের জন্য । অভিযাত্রী পরিচালক ফরহাদ হোসেন পরিচালনা এবং হাসান ফয়জুল্লাহর সার্বিক ব্যবস্হাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে কাউন্সিলর ও শৈশব ফাউন্ডেশনের চেয়ারম্যান আহসান হবীব, থিয়েটারের উপদেষ্টা ও নাট্য ব্যক্তিত্ব ডা. আবু হেনা আবিদ জাফর, গীতিকার ছড়াকার নাইম আল ইসলাম মাহিন, অলী ইব্রাহীম, ইকবাল জাভেদ, মুশফিকা সাদিয়া প্রমুখ । মঞ্চায়ন শেষে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয় সাজিদ মাহমুদ ও তামীমকে ।
কিশোর থয়েটার যে আয়োজন শুরু করেছে এটি সত্যিই প্রশংসনীয়।আমাদের বর্তমান প্রজন্ম ইন্টারন্টে সোশ্যাল নেটওয়ার্কে এতোটাই যুক্ত হয়ে পড়েছে যে আমাদের ঐতিহ্য সংস্কৃতির অনেক কিছুই তারা জানেনা।মঞ্চনাটক একটি দারুন বিষয়।শিশু কিশোর কিশোরীদের মধ্যে এটি ছড়িয়ে দিতে হবে এবং এর চর্চা বৃদ্ধি করতে হবে কেননা এর মাধ্যমেই আমরা পেতে পারি আমাদের আগামী দিনের অভিনয় শিল্পী নির্দেশনা দান কারী।