রাশিদুল রাজ
ইদানীং খুব বেশি বেশি সপ্ন দেখতেছি
অকল্পনীয় কোনো কিছু হাতে পাওয়ার,
অনেক বড় হওয়ার তীব্র ইচ্ছে
প্রতিনিয়ত আমার ব্রেইন কাপায়।
আমি যে বড় হতে চাই।
যদিও খুবই ক্ষুদ্র আমি,নিশ্চুপ ছোট আমি
তবুও যে অনেক বড় হতে চাই
এত্তো বড় যে আশপাশ অবাক হয়ে তাকিয়ে রবে
যেনো প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোন কাজ
ঘুমহীন রাত্রিতে হঠাৎ সপ্ন দেখি
কিংবা ঘুমন্ত রাত্রে সপ্ন আমার ঘুম ভেঙ্গে দেয়,
উঠে বসি কিছুক্ষণ,
ভাবি এতো ঘুমোলে কি সপ্ন দেখা যায়?
আমি যে বড় হতে চাই,কত যে কাজ বাকী!
ইচ্চেঘুড়িরা উড়ে বেড়ায়
ডালপালা যুক্ত গাছেরা নিশ্চুপ হয়ে যায়
পাহার পর্বতেরা তাদের কম্পন থামিয়ে দেয়।
জলন্ত তারাগুলোও যেনো নির্জীব হয়ে যায়
আমার স্বপ্ন পুরন দেখার তাদেরও যে খুবই ইচ্ছে।
চারিদিকে কতশত বাঁধা
সপ্নপুরনের চেয়ে সপ্ন ভাঙ্গারই খেলা সব
কেউ যাহা চায়,তাহা নাহি পায়
কিংবা তার চেয়ে বেশি পেয়েও সে তাহা দেখে না।
তারপরেও আমি আমার বিশুদ্ধ সপ্ন দেখে যাই
রঙ্গিন সপ্নে আমিও যে বড় হতে চাই।