ছোট্ট একটি মেয়ে কিন্তু তার অসম্ভব শক্তি। একাই দশজন বড় মানুষকে অনায়াসে ঘায়েল করতে পারে। শুনতে রুপকথার মত মনে হলেও তুমি চাইলে এরকম একটি দৃশ্য দেখতে পাবে। বলছি তাহলে সেই গল্প।
স্কুলে একদিন অসুস্থ হয়ে পড়ল কারিন নামের ছোট্ট মেয়েটি। চলে এল বাসায়। মা বিখ্যাত লেখক অ্যাসট্রিড লিনগ্রেইন তো চিন্তায় অস্থির। কারিন বলল, ‘মা, একটা গল্প লেখো! যেটা পড়লে আমি সেরে উঠব।’ সেই থেকে অ্যাসট্রিড লিখতে শুরু করলেন পিপ্পি লংস্টকিং বইটি। এরপর আরও অনেকগুলো পর্ব লিখেছেন এই সুইডিশ লেখক। মজার বিষয় হলো গল্পের মূল চরিত্র পিপ্পির আসল নাম কি জানো? পিপ্পিলোটা ডেলিক্যাটেসা উইনডোশেড ম্যাকরেলমিন্ট এফরেইমস ডটার লংস্টকিং!
পিপ্পি লংস্টকিংস সিনেমাটি দেখতে পারো এখান থেকেই । তাছাড়া পিপ্পিকে নিয়ে নতুন সিনেমাও হচ্ছে। সেসব বিষয়ে খোজ পেতে আমাদের সাইটে চোখ রাখো।
https://www.youtube.com/watch?v=Nz8AkT_ccGs