spot_img
More
    Homeকিশোর কিশোরী সংবাদতাসিন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে,আগের চেয়ে ভালো আছে

    তাসিন হাসপাতাল থেকে বাসায় ফিরেছে,আগের চেয়ে ভালো আছে

    তাসিনের কথা মনে আছে আপনাদের?ফুটফুটে শিশুটি যে ক্যান্সার নামক মরণ ব্যধীতে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় নিস্তেজ হয়ে পড়ে ছিল।ওর জন্য সারা দেশের মানুষ ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিল। ঢাকার সেন্টযোসেফ স্কুলে এবার ও ক্লাস সিক্সে উঠেছে। যথারীতি প্রাথমিক সমাপনী পরীক্ষায় ও খুবই ভালো ফলাফল করেছিল। তাসিনের একটা কথা বেশ মনে পড়ছে “প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়ে মাকে বলেছিলো মা তুমি চিন্তা করো না আমার খাতায় একটা কলম বসাতে পারবে না।

    ও এমনই ও তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় দিয়ে বের হতো। মাঝে মাঝে সবাই অবাক হতো এতো দ্রুত সে কি করে পরীক্ষা শেষ করেছে?নাকি সব প্রশ্নের উত্তর দেয়নি? কিন্তু ফলাফল বের হলে দেখা যেত ও অনেক বেশি নম্বর পেয়েছে। সবচেয়ে অবাক লাগে সে একটি পড়া একবার পড়তো দু’ বার পড়তে বললে খুব বিরক্ত হতো। পরীক্ষায় একটা কমাও ভুল হতো না। আবার এক এক দিন এক এক হাতের লেখা অসম্ভব সুন্দর। টিচাররা কিছুটা অবাক হয়ে বলতো তাসিন এটা কি তোমার হাতের লেখা ও হাঁসতো।

    আশার কথা হচ্ছে আজ সকালে তাসিনের বাবার সাথে আমাদের কথা হয়েছে।গত পরশু দিন তাসিনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। ওর শারীরীক অবস্থা আগের তুলনায় বেশ ভালো। তাসিনের বাবা বলেছে সবাই তাসিনকে যেভাবে ভালোবাসা দেখিয়েছিল ঠিক সেই ভালোবাসা এবং দোয়া যেন ওর সাথে থাকে তাহলে নিশ্চই তাসিন পুরোপুরি সুস্থ্য হয়ে আবার স্কুলে যেতে পারবে।

    ক্লাসে তাসিন সবার চেয়ে লম্বায় ছোট কিন্তু বুদ্ধিতে সবার বড়। সেবার যখন হাসপাতালে গিয়ে দেখা গেল ছোট্ট আদুরে তাসিন নিস্তেজ শুয়ে আছে ঘুমের ঔষুধে। আর ওর মা সন্তানের ব্যাথায় ফুপিয়ে কাঁদছে। তখন আমরা নির্বাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু খুজে পাইনি। কি বলবো কি করবো হাত পা কাঁপছিলো। তাসিনের আম্মু বললো ওর গাঁয়ে হাত দেওয়া যায় না প্রচন্ড ব্যথা আমি তো সব সহ্য করতে পারি ও যখন ক্যান্সারের ব্যথায় চিৎকার করে আমি তখন সহ্য করতে পারি না।আমি ওকে থামিয়ে বলতে পারি না বাবা এ কস্ট আমাকে দে আমি কি করবো! আমিও থামাতে পারি নাই এই মায়ের কান্না।

    তাসিন নাকি সব বুঝে ডাক্তার ইংরেজিতে কথা বলে ওর মা বাবার সাথে তখন বলে আপনি যা বলছেন আমি বুঝি সব। আমি সেন্ট যোসেফের ছাত্র। আমি তো জানুয়ারি থেকে স্কুলে যাবো নতুন বই নিয়ে নতুন ক্লাসে ডাক্তার কেন এমন পঁচা কথা বলেন। ডাক্তারও কেঁদে ফেলে।

    তাসিন অবশেষে কিছুটা সুস্থ্য হয়ে বাসায় ফিরে গেছে এটাই শান্তনা। সবার দোয়া ও ভালোবাসার পাশাপাশি মহান আল্লাহর অশেষ কৃপায় ও পুরোপুরি সেরে উঠুক সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তাসিনের চিকিৎসার জন্য এখনো প্রচুর টাকা লাগবে। সামর্থবানদের উচিত ওর পাশে দাড়ানো।

    Md. Abdullah Al Mamun,
    Savings Account no- 7103, Panthapath branch, Islami bank Bangladesh limited এটা ওর বাবার একাউন্ট / বিকাশ নাম্বার 01618144474 এই নাম্বারে দিলে পাবে personal


    আরও পড়ুনঃ

    *তাসিনকি আমাদের ভালোবাসায় বেঁচে উঠতে পারে না?

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    16 COMMENTS

    Comments are closed.

    Most Popular