গণিত ও বিজ্ঞান শিক্ষায় মুখস্থভিত্তিক প্রচলিত নিয়মের বাইরে নিত্যনতুন পদ্ধতির মাধ্যমে শিশুদের মধ্যে গণিত ও বিজ্ঞানের ভীতি দূর করার প্রয়াসের আমাদের ছোট্টবন্ধু ফাতিহা নিয়মিত কাজ করছে। এর স্বীকৃতি হিসেবে ফাতিহাকে পুরস্কারও দেওয়া হয়েছে। ‘সন্তানকে মুখস্থ করাবেন নাকি আবিষ্কারের নেশা ধরিয়ে দেবেন সেই সিদ্ধান্ত আপনার’ এই স্লোগান নিয়ে ফাতিহা কাজ করছে। আমরা নিয়মিত ফাতিহার টিউটোরিয়ালগুলো এখানে ধারাবাহিক ভাবে প্রকাশ করবো।
ম্যাথ ম্যাজিক ইউথ ফাতিহা।