spot_img
More
    Homeবিসিএস পরীক্ষা প্রস্তুতিবিসিএস মডেলটেষ্ট-০২

    বিসিএস মডেলটেষ্ট-০২

    বিসিএস পরীক্ষার্থীদের ঘরে বসে চর্চার জন্য এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছেন ৩১তম বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ফারহানা জাহান
     
    ১. বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
    ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. কোনোটিই নয়
    ২. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?
    ক. স্বর সন্ধি খ. ব্যঞ্জন সন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. স্বর ও ব্যঞ্জন সন্ধি
    ৩. কাজী নজরুল ইসলামের ‘জীবন বন্দনা’ কবিতাটি কত মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত?
    ক. ছয় মাত্রার খ. দশ মাত্রার গ. আট মাত্রার ঘ. চৌদ্দ মাত্রার
    ৪. ‘কার্তুজ’ কোন ভাষার শব্দ?
    ক. ইংরেজি খ. ফারসি গ. আরবি ঘ. ফরাসি
    ৫. আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য?
    ক. আত্মজীবনী খ. প্রণয়কাব্য গ. নীতিকাব্য ঘ. জঙ্গনামা
    ৬. মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত পত্রিকার নাম
    ক. সওগাত খ. মোসলেম ভারত গ. মাসিক মোহাম্মদী ঘ. কল্লোল
    ৭. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী?
    ক. মাছ+ও খ. মেছ+ও গ. মাছি+উয়া>ও ঘ. মাছ+উয়া>ও
    ৮. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
    ক. প্রভু যিশুর বাণী খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ গ. ফুলমনি ও করুণার বিবরণ ঘ. গৌতম বুদ্ধের বাণী
    ৯. রোমান্টিক কাব্যধারার প্রথম কবি কে?
    ক. দৌলত কাজী খ. শাহ মুহম্মদ সগীর গ. মরদন ঘ. আব্দুল হাকিম
    ১০. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
    ক. মন্দাকিনী খ. সমুদ্রকান্তা গ. শ্রোতবহা ঘ. লহরী
    ১১. ‘অপ’ কী ধরনের উপসর্গ?
    ক. সংস্কৃত খ. বাংলা গ. বিদেশি ঘ. মিশ্র
    ১২. ‘টালত মোর ঘর নাহি পড়বেশী। হাঁড়িতে ভাত নাহি নিতি আবেশী’ চর্যাপদের এ দুটো লাইন কোন কবির রচনা?
    ক. শবরীপা খ. লুইপা গ. ঢেগুনপা ঘ. কাহ্নপা
    ১৩. ‘সমভিব্যাহার’ শব্দে উপসর্গের সংখ্যা?
    ক. চার খ. তিন গ. দুই ঘ. এক
    ১৪.‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ—
    ক. তীরে পৌঁছার ঝক্কি খ. সঞ্চয়ের প্রবৃত্তি গ. মুমূর্ষু অবস্থা ঘ. আসন্ন বিপদ
    ১৫. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘১৯৭১’-এর লেখক কে?
    ক. হুমায়ূন আহমেদ খ. ইমদাদুল হক মিলন গ. আনিসুল হক ঘ. সৈয়দ শামসুল হক
    ১৬. কোন চরিত্রটি ‘লালসালু’ উপন্যাসে নেই?
    ক. রহিমা খ. জমিলা গ. আমেনা ঘ. করিমা বিবি
    ১৭. তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়—
    ক. ১৯৪১ সালে খ. ১৯৪২ সালে গ. ১৮৫০ সালে ঘ. ১৮৪৩ সালে
    ১৮. ‘Patent’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো—
    ক. পিতামাতা খ. রোগী গ. ভাগ ঘ. কৃতিস্বত্ব
    ১৯. কোনটি ঐতিহাসিক নাটক?
    ক. শর্মিষ্ঠা খ. রাজসিংহ গ. পলাশীর যুদ্ধ ঘ. রক্তাক্ত প্রান্তর
    ২০. কখনো উপন্যাস লেখেননি—
    ক. কাজী নজরুল ইসলাম খ. জীবনানন্দ দাশ গ. সুধীন্দ্রনাথ দত্ত ঘ. বুদ্ধদেব বসু
    ২১. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
    ক. ৫% খ. ৬% গ. ১০% ঘ. ১২%
    ২২. AB রেখাংশের ওপর P একটি বিন্দু হলে কোন সম্পর্কটি সব সময় প্রযোজ্য?
    ক. AP = PB খ. AB>AP গ. AB>AP+PB ঘ AP>PB
    ২৩. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?
    ক. ৬২৫ খ. ৯০০ গ. ১৬৮০ ঘ. ১৬৪০
    ২৪. নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় ১০ ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
    ক. ৯ ঘণ্টা খ. ১২ ঘণ্টা গ. ১০ ঘণ্টা ঘ. ১৮ ঘণ্টা
    ২৫. ১, ৩, ৬, ১০, ১৫, ২১…ধারাটির দশম পদ কত?
    ক. ৪৫ খ. ৫৫ গ. ৬২ ঘ. ৬৫
    ২৬. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রতিটি নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
    ক. ১৮ মি. এবং ১২ মি. খ. ২৪ মি. এবং ১২ মি. গ. ১৫ মি. এবং ১২ মি. ঘ. ১০ মি. এবং ১৫ মি.
    ২৭. M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যক সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত?
    ২৮. a+b = 4 এবং a-b = 2 হলে a2+b2 এর মান কত?
    ক. 5 খ. 10 গ. 15 ঘ. 20
    ২৯. যদি x+5y = 16 এবং x = -3y হয়, তাহলে y = কত?
    ক. -24 খ. -2 গ. 8 ঘ. 2
     
    ৩০. কত?
    ক. a+b+c
    ৩১. এর মান কত?
    ৩২. x2-y2+2y-1 এর একটি উৎপাদক—
    ক. x+y+1 খ. x-y গ. x+y-1 ঘ. x-y-1
    ৩৩. 1+2+3+4+…99 কত?
    ক. 4650 খ. 4750 গ. 4850 ঘ. 4950
    ৩৪. একটি ৪৮ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০০ কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
    ক. ১৪ মিটার খ. ১৬ মিটার গ. ১৮ মিটার ঘ. ২০ মিটার
    ৩৫. কোনো শ্রেণীর ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন ফুটবল খেলে, ১৮ জন ক্রিকেট খেলে এবং ১০ জন ফুটবল বা ক্রিকেট কোনোটিই খেলে না। কতজন ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে?
    ক. ১০ জন খ. ৯ জন গ. ১১ জন ঘ. ১২ জন
    ৩৬. যদি x3+hx+10 = 0 এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত?
    ক. -9 ক. 10 গ. 9 ঘ. 2
    ৩৭. P এর মান কত হলে 4×2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
    ক. 10 খ. 9 গ. 17 ঘ. 12
    ৩৮. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
    ক. ৩৬ বর্গমি. খ. ৪২ বর্গমি. গ. ৫০ বর্গমি. ঘ. ৪৮ বর্গমি.
    ৩৯. কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
    ক. ভূমি উচ্চতা
    খ. (ভূমি x উচ্চতা)
    গ. দৈর্ঘ্য x প্রস্থ ঘ. ২(দৈর্ঘ্য+প্রস্থ)
    ৪০. ২টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
    ক. ২৩.৫০ খ. ২২.৫০
    গ. ২০০ ঘ. ২৩০
    ৪১. কোনটি রক্তের কাজ নয়?
    ক. হরমোন বিতরণ খ. ক্ষুদ্রান্ত থেকে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা গ. জারক রস বিতরণ করা ঘ. কলা থেকে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা
    ৪২. চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক, তাকে বলা হয়—
    ক. সেরিব্রাম খ. সেরিবেলাম গ. মেডুলা ঘ. স্পাইনাল কর্ড
    ৪৩. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
    ক. শূন্য মাধ্যমে খ. তরল মাধ্যমে গ. কঠিন মাধ্যমে ঘ. বায়বীয় মাধ্যমে
    ৪৪. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
    ক. পেট্রল ইঞ্জিন খ. ডিজেল ইঞ্জিন গ. রকেট ইঞ্জিন ঘ. বিমান ইঞ্জিনে
    ৪৫. রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয়, তার নাম কী?
    ক. গামা রশ্মি খ. মৃদু রঞ্জন রশ্মি গ. আলোক তরঙ্গ ঘ. মাইক্রোওয়েভ
    ৪৬. সাদা আলো কোন তিনটি রঙের মিশ্রণ?
    ক. কমলা, হলুদ, আকাশি খ. লাল, কমলা, হলুদ গ. হলুদ, আকাশি, লাল ঘ. লাল, আকাশি, সবুজ
    ৪৭. নিচের কোনটি সেমিকনডাক্টর বা অর্ধপরিবাহী?
    ক. রাবার খ. জদর্মনিয়াম
    গ. গন্ধক ঘ. কাচ
    ৪৮. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহূত হয়—
    ক. ক্যাপাসিটর হিসেবে
    খ. ট্রান্সফরমার হিসেবে
    গ. রেজিস্টার হিসেবে
    ঘ. রেক্টিফায়ার হিসেবে
    ৪৯. মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন?
    ক. ৭০% খ. ৭২%
    গ. ৭৩% ঘ. ৮০%
    ৫০. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
    ক. ছায়াবৃত্ত খ. গুরুবৃত্ত গ. উষা ঘ. গোধূলি
    ৫১. পরমাণুর নিউক্লিয়াস কী কী থাকে?
    ক. ইলেকট্রন ও প্রোটন খ. নিউট্রন ও প্রোটন গ. নিউট্রন ও পজিট্রন ঘ. ইলেকট্রন ও পজিট্রন
    ৫২. রেক্টিফাইড স্পিরিট হলো—
    ক. ৯০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি খ. ৮০% ইথাইল অ্যালকোহল + ১০% পানি গ. ৯০% ইথাইল অ্যালকোহল + ৫% পানি ঘ. ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি
    ৫৩. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
    ক. ব্রোমিন খ. পারদ
    গ. আয়োডিন ঘ. জেনন
    ৫৪. আবহাওয়া ৯০% আর্দ্রতা মানে কী?
    ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০% খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০% ঘ. বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
    ৫৫. পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
    ক. 9.8N খ. 98N
    গ. 980N ঘ. 0N
    ৫৬. পীট কয়লার বৈশিষ্ট্য হলো—
    ক. মাটির অনেক গভীরে থাকে খ. ভেজা ও নরম গ. পাহাড়ি এলাকায় পাওয়া যায় ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনা অধিক
    ৫৭. সংকর ধাতু পিতলের উপাদান—
    ক. তামা ও দস্তা খ. তামা ও টিন গ. তামা ও নিকেল ঘ. তামা ও সিসা
    ৫৮. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
    ক. পেপসিন খ. এমাইলেজ গ. রেনিন ঘ. ট্রিপসিন
    ৫৯. যে সর্বোচ্চ শ্রুতিসীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে—
    ক. ৭৫ ডিবি খ. ১০৫ ডিবি গ. ৯০ ডিবি ঘ. ১২০ ডিবি
    ৬০. হিমোগ্লোবিন কী জাতীয় পদার্থ?
    ক. আমিষ খ. স্নেহ গ. আয়োডিন ঘ. লৌহ
    ৬১. বাংলাদেশের হরিণ প্রজননকেন্দ্র কোথায়?
    ক. খুলনা খ. বাগেরহাট
    গ. কক্সবাজার ঘ. চট্টগ্রাম
    ৬২. স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের—
    ক. ২ মার্চ খ. ২৩ মার্চ
    গ. ১০ মার্চ ঘ. ২৫ মার্চ
    ৬৩. বাংলাদেশ কোন সংস্থাটির সদস্য নয়?
    ক. OPEC খ. IMF গ. ILO
    ঘ. OIC
    ৬৪. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
    ক. ১৭০০ সাল খ. ১৭৬২ সালে গ. ১৭৬৫ সালে ঘ. ১৭৯৩ সালে
    ৬৫. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ষষ্ঠ আঞ্চলিক কেন্দ্র কোনটি?
    ক. ময়মনসিংহ খ. রংপুর গ. বরিশাল ঘ. দিনাজপুর
    ৬৬. রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে, সংবিধানের কত অনুচ্ছেদে বলা হয়েছে?
    ক. ৫২ খ. ৫৩ গ. ১২৩(২) ঘ. ১২৫
    ৬৭. সম্প্রতি কোথায় বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে?
    ক. বজ্রযোগিনী, মুন্সিগঞ্জ খ. সোনারগাঁ, নারায়ণগঞ্জ গ. টেকনাফ, কক্সবাজার ঘ. কালিয়াকৈর, গাজীপুর
    ৬৮. বাংলাদেশে বর্তমানে মোট কতটি স্থলবন্দর আছে?
    ক. ১১টি খ. ১৪টি গ. ১৮টি ঘ. ২১টি
    ৬৯. বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার—
    ক. যুক্তরাষ্ট্র খ. ইউরোপীয় ইউনিয়ন গ. চীন ঘ. সৌদি আরব
    ৭০. মারমাদের বর্ষবরণ উৎসবের নাম কী?
    ক. সাংগ্রাই খ. বিষু
    গ. বৈসাবি ঘ. হোলি
    ৭১. পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
    ক. হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী খ. এ কে ফজলুল হক গ. শেখ মুজিবুর রহমান ঘ. ধীরেন্দ্রনাথ দত্ত
    ৭২. মিয়ানমারের রাজধানীর নাম কী?
    ক. নাইপিদো খ. কিয়াট
    গ. কাঠমান্ডু ঘ. ইয়াঙ্গুন
    ৭৩. মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম—
    ক. হাউস অব ল খ. থুরাল গ. ডায়েট ঘ. হাউস অব কমন্স
    ৭৪. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
    ক. ভারত ও পাকিস্তান খ. ইসরায়েল ও জর্ডান গ. চীন ও তাইওয়ান ঘ. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
    ৭৫. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
    ক. ব্রাজিল খ. আর্জেন্টিনা গ. পেরু ঘ. পানামা
    ৭৬. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
    ক. ইয়েন খ. পেসো
    গ. ইউয়ান ঘ. উয়ন
    ৭৭. মানব উন্নয়ন ২০১৩ অনুযায়ী মাথাপিছু আয়ে শীর্ষ দেশ—
    ক. যুক্তরাষ্ট্র খ. সুইজারল্যান্ড গ. কাতার ঘ. জাপান
    ৭৮. শেনজেন চুক্তি হচ্ছে—
    ক. বাণিজ্য চুক্তি খ. অবাধ চলাচলসংক্রান্ত চুক্তি গ. কর হ্রাস চুক্তি ঘ. এর কোনোটিই নয়
    ৭৯. হুগো চাভেজের প্রেসিডেন্টকালীন শাসনকাল কোনটি?
    ক. ১৯৯৮-২০১৩ খ. ২০০০-২০১৩ গ. ১৯৯৯-২০১৩ ঘ. ১৯৯৭-২০০০
    ৮০. ফর্মুলা ওয়ান কী?
    ক. শিশুখাদ্য খ. টিভি সিরিয়াল গ. এইডসবিরোধী প্রচারণা ঘ. কার রেসিং প্রতিযোগিতা
    ৮১. Army : Logistic
    ক. Business : Strategy খ. War : Logic গ. Soldiers : Students ঘ. Team : Individual.
    ৮২. ‘The rains have set in’—
    ক. বৃষ্টি পড়া শুরু হয়েছে খ. বৃষ্টি পড়ছে গ. বৃষ্টি আরম্ভ হয়েছে
    ঘ. বর্ষা আরম্ভ হয়েছে
    ৮৩. ‘Maiden Speech’ means—
    ক. First Speech খ. Last Speech গ. Late Speech ঘ. Early Speech
    ৮৪. Choose the correct sentence :
    ক. I, you and he are present খ. You, he and I are present গ. You, he and I am present ঘ. He, you and I are present
    ৮৫. Would you mind___?
    ক. to open the door খ. opened the door গ. opens the door ঘ. Opening the door
    ৮৬. ‘Paradise Lost’ attempted to__
    ক. Justify the ways of man to God খ. Justify the ways of God to man গ. Show that the satan and God have equal power ঘ. Explain why good and evil are necessary
    ৮৭. Choose the correct synonym for ‘Gratis’___
    ক. gratifying খ. free গ. gracious ঘ. with charge
    ৮৮. I am not good___translation.
    ক. in খ. about গ. with ঘ. at
    ৮৯. The antonym for ‘Devoid’___
    ক. latent খ. full of গ. evident ঘ. suspecting
    ৯০. He is quite __ in dealing with people
    ক. unsubtle খ. Imprudent of গ. diplomatic ঘ. impolite
    ৯১. ‘Few and far between’ means—
    ক. too far খ. in between গ. rarely ঘ. long distance
    ৯২. ‘Who can do it?’ Passive form is__
    ক. By whom can it be did খ. By can whom it be done গ. By whom could it be done ঘ. By whom can it be done
    ৯৩. What is the meaning of the word ‘euphemism’?
    ক. Vague idea খ. inoffensive expression গ. Verbal play ঘ. Wise saying
    ৯৪. Which of the following sentence is a correct proverb?
    ক. Fools rush in where angels fear to tread খ. Fools rush in where an angel fears to tread গ. A fool rush in where an angel fears in tread ঘ. Fools rush in where the angles fear to tread
    ৯৫. Now a days many villages are lit ___ electricity.
    ক. with খ. by গ. in ঘ. with
    ৯৬. Witch is the noun of the word ‘Beautiful’?
    ক. Beautiful খ. Beauty গ. Beautifully ঘ. Beauteous.
    ৯৭. Only after I ___ home, did I remember my doctor’s appointment.
    ক. going খ. go
    গ. went ঘ. gone
    ৯৮. I divided the money ___ the two children.
    ক. over খ. in between গ. Among ঘ. Between
    ৯৯. A rolling stone gathers no moss. What ‘rolling’ is?
    ক. Gerund খ. Verbal noun গ. Adjective ঘ. participle
    ১০০. Just now he ___ his dinner but he says he’ll see you when he is finish
    ক. is having খ. has had গ. was having ঘ. had.
    উত্তর১. খ ২. গ ৩. ক ৪. ক ৫. গ ৬. ক ৭. ঘ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. খ ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. ক ৪০. খ ৪১. গ ৪২. ক ৪৩. গ ৪৪. ক ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭. খ ৪৮. ঘ ৪৯. গ ৫০. ক ৫১. খ ৫২. ঘ ৫৩. ক ৫৪. গ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. ক ৫৮. গ ৫৯. খ ৬০. ক ৬১. গ ৬২. ক ৬৩. ক ৬৪. ঘ ৬৫. খ ৬৬. গ ৬৭. ক ৬৮. গ ৬৯. খ ৭০. ক ৭১. ঘ ৭২. ক ৭৩. খ ৭৪. ক ৭৫. ঘ ৭৬. ঘ ৭৭. গ ৭৮. খ ৭৯. গ ৮০. ঘ ৮১. ক ৮২. ঘ ৮৩. ক ৮৪. গ ৮৫. ঘ ৮৬. খ ৮৭. খ ৮৮. ঘ ৮৯. খ ৯০. গ ৯১. গ ৯২. ঘ ৯৩. খ ৯৪. ক ৯৫. ক ৯৬. খ ৯৭. গ ৯৮. ঘ ৯৯. গ ১০০. খ।
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    16 COMMENTS

    Comments are closed.

    Most Popular