spot_img
More
    Homeপ্রাথমিক শিক্ষা সমাপনীপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে আপন তিন বোন

    প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে আপন তিন বোন

    সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে আপন তিন বোন। এই ৩ বোন এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। তারা উপজেলার বেতুয়া গ্রামের বাসিন্দা প্রবাসী শফিকুল ইসলাম ও রেখা ইসলাম দম্পত্তির মেয়ে। বিষয়টি এলাকার সবার নজর কেড়েছে।
    শফিকুল ইসলাম জানান, সুমাইয়া ইসলাম (১২), সাদিয়া ইসলাম (১১) ও রাদিয়া ইসলাম (১০) নামে তিন মেয়ের জন্ম এক বছর পরপর। তারা একই ক্লাসে লেখাপড়া করে। তারা এবার পৌর শহরের রফিকরাজু ক্যাডেট স্কুল থেকে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। তিন মেয়ে লেখাপড়ায় বেশ মনোযোগী। তারা ভালো ফল করবে বলে তিনি আশা করছেন।
    বুধবার পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়। তিন বোনই ভালো ফল করবে তাদের আশা। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এই তিন বোনের জন্য শুভকামনা জানিয়েছে।
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular