spot_img
More
    Homeকিশোর কিশোরী সংবাদনৌকা ডুবিতে জেএসসি পরীক্ষার্থীদের মৃত্যু

    নৌকা ডুবিতে জেএসসি পরীক্ষার্থীদের মৃত্যু

    সারাদেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষা দিয়ে ভাল ফলাফল করে মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা যখন বাড়ি থেকে বের হয়েছে তখন কে জানতো ব্রাহ্মনবাড়িয়ার বীরগাঁওয়ে নেমে আসবে শোকের ছায়া।

    ব্রাক্ষণবাড়িয়া বীরগাঁও স্কুল এর ছাত্র ছাত্রীরা নৌকা দিয়ে কৃষ্ণনগর স্কুলে JSC পরীক্ষা দিতে যাওয়ার সময় নৌকা ডুবে এখন পর্যন্ত ১০ জন নিঁখোজ আছে। সর্বশেষ খবর পাওয়া পযর্ন্ত দুজনের মৃত্যু হয়েছে।

    যে সব শিক্ষার্থী বেঁচে গেছে  তারা আগামী দিন পরীক্ষা দিতে কিভাবে যাবে তা তারা জানে না। কেননা তারা তাদের সহপাঠীর মৃত্যু দেখেছে কাছ থেকে এবং নিজেরাও মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে। ফলে তাদের মনে ভীতি কাজ করছে।

    আমরা চাই ভবিষ্যতে এভাবে নৌকায় পার হতে গিয়ে আর কোন শিক্ষার্থীকে যেন প্রাণ হারাতে না হয় সে জন্য সংশ্লিষ্টদের উচিত ওই নদীর উপর একটি ব্রিজ নির্মান করা। যদিও সেটা সময় সাপেক্ষ ব্যপার তবে আশা করবো এই ঘটনার পর ওখানে একটা ব্রিজ নির্মানের উদ্যোগ নেওয়া হবে।

     

    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular