spot_img
More
    Homeনোটিশবোর্ডখুলনাতে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু

    খুলনাতে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু

    খুলনাতে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। বিজয়ের এই মাসেই শেষ হয়েছে ক্লাস ফাইনাল পরীক্ষা কিন্তু শিশু কিশোররেরা এখন ব্যস্ত নতুন স্কুল নতুন ক্লাসে ভর্তি পরীক্ষা নিয়ে। অবসর কোথায় একটু বিশ্রামের। এর পর নতুন ক্লাসে ভর্তির পর জানুয়ারি থেকেই্ আবার সেই স্কুল,কোচিং,হাউজ টিউটর আর ভাবেই আমাদের শিশু কিশোরদের শৈশব হারিয়ে যাচ্ছে ব্যস্ততার ভীড়ে।
    খুলনা মহানগরীতে সরকারি সাতটি স্কুলের তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ বছরই পরীক্ষার সকল কেন্দ্রের খাতা কোর্ডিং করে সীলগালা করে ট্রেজারিতে পাঠানো হবে। পরদিন স্ব স্ব কেন্দ্রে এনে সীলগালা খুলে তা মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।
    তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ৯ বছর নির্ধারণ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে খুলনার পাঁচটি সরকারি স্কুলে প্রাথমিক শিক্ষনী (পিইসি) পরীক্ষায় অংশগ্রহণকারী আবেদন করতে পারবে এবং কেডিএ খানজাহান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সকলে অংশগ্রহণ করতে পারবে।
    ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
    ছোটদেরবন্ধু
    ছোটদেরবন্ধুhttps://www.chotoderbondhu.com
    সুন্দর আগামীর স্বপ্ন দেখতে দেখতে জীবনের এক একটি দিন পার করা।সেই ধারাবাহিকতায় ছোটদেরবন্ধু গড়ে উঠছে তিল তিল করে।
    RELATED ARTICLES

    Most Popular